লাল শাড়ি (চলচ্চিত্র)
লাল শাড়ি ২০২৩ সালের একটি প্রণয়ধর্মী বাংলাদেশি বাংলা ভাষার চলচ্চিত্র। অপু - জয় প্রযোজিত চলচ্চিত্রটি পরিচালনা করেছেন বন্ধন বিশ্বাস। মূখ্য ভূমিকায় অভিনয় করেছেন অপু বিশ্বাস ও সাইমন সাদিক। সংগীত পরিচালনা করেছেন ইমন সাহা। বিশ্বজিৎ দত্ত ও একরামুল হক চিত্রগ্রহণ ও সম্পাদনা করেছেন। বাংলাদেশে সরকারী চলচ্চিত্র অনুদান প্রাপ্ত এই সিনেমায় তাঁতিদের গল্প বলা হয়েছে। এটি ২৯ জুন ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পায়।[২]
লাল শাড়ি | |
---|---|
পরিচালক | বন্ধন বিশ্বাস |
প্রযোজক | বাংলাদেশ সরকার অপু বিশ্বাস |
চিত্রনাট্যকার | বন্ধন বিশ্বাস |
কাহিনিকার | তানভীর আহমেদ সিডনী |
শ্রেষ্ঠাংশে | অপু বিশ্বাস সাইমন সাদিক |
সুরকার | ইমন সাহা |
চিত্রগ্রাহক | বিশ্বজিৎ দত্ত |
সম্পাদক | একরামুল হক |
প্রযোজনা কোম্পানি | অপু - জয় চলচ্চিত্র |
পরিবেশক | অভি কথাচিত্র |
মুক্তি |
|
স্থিতিকাল | ১২৯ মিনিট |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
নির্মাণব্যয় | প্রায় ৳১ কোটি[১] |
অভিনয় শিল্পী
সম্পাদনা- অপু বিশ্বাস - শ্রাবণী
- সাইমন সাদিক - রাজু
- সুমিত সেনগুপ্ত - পরিমল
- দিলরুবা দোয়েল - মনিয়া
- শহীদুজ্জামান সেলিম - কাশেম মহাজন
- আজম খান
- শাহেদ আলী - শামিম
- ডন - বদি
- মাহামুদুল ইসলাম মিঠু - গোপাল
- রাশেদ মামুন অপু
- সুব্রত - আয়নাল, শ্রাবণীর পিতা
- রেবেকা রউফ - শ্রাবণীর মা
- গুলশান আরা আহমেদ
নির্মাণ
সম্পাদনাঅপু-জয় চলচ্চিত্রের ব্যানারে সরকারি অনুদানে তিনি নির্মাণ করেছেন লাল শাড়ি সিনেমাটি। এতে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন অপু বিশ্বাস ও সাইমন সাদিক। এ ছবির জন্য ২০২১-২২ অর্থবছরে ৬৫ লাখ টাকা সরকারি অনুদান পেয়েছেন অপু বিশ্বাস। এই টাকার সঙ্গে আরও যুক্ত করেছেন এই নায়িকা। ফলে সিনেমাটি নির্মাণে মোট এক কোটি টাকার কাছাকাছি ব্যয় হয়েছে।[২]
মুক্তি
সম্পাদনাচলচ্চিত্রটি ২০২৩ সালের ২৯ জুন বাংলাদেশের ১২টি প্রেক্ষাগৃহে মুক্তি পায়।[২]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ মামুন, অনিন্দ্য (২৮ জুন ২০২৩)। "ঈদে ১০ কোটি টাকার সিনেমা!"। সমকাল। ২৭ জুন ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ জুন ২০২৩।
- ↑ ক খ গ প্রতিবেদক, বিনোদন (২০২৩-০৬-২৯)। "ঈদে মুক্তি পাচ্ছে পাঁচটি সিনেমা, কোন সিনেমা কতটি হলে"। Prothomalo। ২০২৩-০৬-২৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০৬-২৯।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে লাল শাড়ি (ইংরেজি)
- বাংলা মুভি ডেটাবেজে লাল শাড়ি