পশ্চিমবঙ্গের পৌরসভা ও পৌর নিগমের তালিকা
উইকিমিডিয়ার তালিকা নিবন্ধ
(পশ্চিমবঙ্গের পুরসভার তালিকা থেকে পুনর্নির্দেশিত)
পৌরসভা ও পৌর নিগম ভারতের পৌর প্রশাসনের ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ একক। পশ্চিমবঙ্গে ১২২টি পৌরসভা ও ৭টি পৌর নিগম বর্তমান। এর মধ্যে মেদিনীপুর বিভাগে ১৯টি, প্রেসিডেন্সি বিভাগে ৪৮টি, বর্ধমান বিভাগে ২৭টি, মালদা বিভাগে ১৭টি ও জলপাইগুড়ি বিভাগে ১৭টি পৌরসভা বিদ্যমান।
পশ্চিমবঙ্গে "পৌরসভা" বলতে পৌর নিগম বা পৌরসংস্থাও বোঝাতে পারে, তবে এই নিবন্ধে পৌর নিগমদের আলাদাভাবে তালিকাভুক্ত করা হয়েছে।
কর্তৃপক্ষ
সম্পাদনাপৌরসভার দায়িত্বে আছেন –
- পৌরসভা বা বোর্ড অব কাউন্সিলরস – এঁরা পৌরসভার নির্বাচিত সদস্য।
- সপারিষদ-সভাপতি বা চেয়ারম্যান-ইন-কাউন্সিল – সপারিষদ-সভাপতিতে থাকবেন সভাপতি, সহসভাপতি ও অন্যান্য সদস্য।
- সভাপতি বা চেয়ারম্যান – পৌরসভা নিজেদের মধ্যে একজনকে সভাপতি নির্বাচন করেন। সভাপতি পৌরসভার শাসনতান্ত্রিক প্রধান ও পৌরপ্রশাসনের নিয়ন্ত্রক।
পৌরসভার তালিকা
সম্পাদনাপশ্চিমবঙ্গ পৌর আইন, ১৯৯৩ অনুসারে পৌর অঞ্চলগুলিকে ৫টি প্রধান ভাগে ভাগ করা হয়। এগুলি হল –
বিভাগ | জনসংখ্যা | ওয়ার্ড |
---|---|---|
ক | ২,০০,০০০ > | ৯ - ৩৫ |
খ | ১,৫০,০০০ - ২,০০,০০০ | ৯ - ৩০ |
গ | ৭৫,০০০ - ১,৫০,০০০ | ৯ - ২৫ |
ঘ | ২৫,০০০ - ৭৫,০০০ | ৯ - ২০ |
ঙ | < ২৫,০০০ | ৯ - ১৫ |
বিভাগ ও জেলা ভিত্তিক পৌরসভা
সম্পাদনাপৌর নিগমের তালিকা
সম্পাদনাপৌর নিগম | বিভাগ | জেলা | বরো সংখ্যা | ওয়ার্ড সংখ্যা | জনসংখ্যা (২০১১) |
মানচিত্র |
---|---|---|---|---|---|---|
আসানসোল পৌরনিগম | বর্ধমান | পশ্চিম বর্ধমান | ১০ | ১০৬ | ১১,৫২,০৬৩ | |
কলকাতা পৌরসংস্থা | প্রেসিডেন্সি | কলকাতা | ১৫ | ১৪৪ | ৪৪,৮৬,৬৭৯ | |
চন্দননগর পৌরনিগম | বর্ধমান | হুগলি | ৩৩ | ১,৬৬,৯৪৯ | ||
দুর্গাপুর নগর নিগম | বর্ধমান | পশ্চিম বর্ধমান | ৫ | ৪৩ | ৯,৭৩,৯৬২ | |
বিধাননগর পৌরনিগম | প্রেসিডেন্সি | উত্তর চব্বিশ পরগনা | ৬ | ৪১ | ৬,৩২,১০৭ | সংযোগ ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৭ জানুয়ারি ২০২৪ তারিখে |
শিলিগুড়ি পৌরসংস্থা | জলপাইগুড়ি | দার্জিলিং ও জলপাইগুড়ি |
৫ | ৪৭ | ৫,০৯,৭০৯ | সংযোগ |
হাওড়া পৌরনিগম | প্রেসিডেন্সি | হাওড়া | ৬ | ৫০ | ১০,৭২,১৬১ | সংযোগ |
তথ্যসূত্র
সম্পাদনাগ্রন্থপঞ্জি
সম্পাদনা- ভারতীয় প্রশাসন, শিউলি সরকার, পশ্চিমবঙ্গ রাজ্য পুস্তক পর্ষৎ, কলকাতা, ২০০৫