নীলফামারী জেলা
নীলফামারী জেলা বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি জেলা (দ্বিতীয় স্তরের প্রশাসনিক ইউনিট)। এটি রংপুর বিভাগের (বাংলাদেশের আটটি বিভাগের একটি যা ২০১০ খ্রিষ্টাব্দের ২৫ জানুয়ারিতে সপ্তম বিভাগ হিসাবে গঠিত হয়) আটটি জেলার একটি অন্যতম সীমান্তঘেষা জেলা। এ জেলার সদর বা রাজধানীর নামও নীলফামারী। নীলফামারী জেলার উত্তর সীমান্তে ভারতের জলপাইগুড়ি জেলা এবং অন্য দিকে লালমনিরহাট জেলা, রংপুর জেলা, দিনাজপুর জেলা ও পঞ্চগড় জেলা অবস্থিত।
নীলফামারী জেলা | |
---|---|
জেলা | |
বাংলাদেশে নীলফামারী জেলার অবস্থান | |
স্থানাঙ্ক: ২৫°৫৭′ উত্তর ৮৮°৫৭′ পূর্ব / ২৫.৯৫০° উত্তর ৮৮.৯৫০° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | রংপুর বিভাগ |
সরকার | |
• জেলা প্রশাসক | পঙ্কজ ঘোষ |
আয়তন | |
• মোট | ১,৬৪৩.৪ বর্গকিমি (৬৩৪.৫ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১)[১] | |
• মোট | ১৯,০৭,৪৯৭ |
• জনঘনত্ব | ১,২০০/বর্গকিমি (৩,০০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৫৯.৬৯% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
প্রশাসনিক বিভাগের কোড | ৫৫ ৭৩ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
নীলফামারী জেলাকে নীলের দেশ বলা হয়। এই জেলার সাংস্কৃতিক ঐতিহ্য ও ভূ-সংস্থান বেশ সমৃদ্ধ যা অন্যান্য জেলা থেকে এই জেলাকে কিছুটা হলেও আলাদা করেছে। জেলার উত্তর দিক উচু ও খরা পিরিত অঞ্চল, পূর্ব দিক তিস্তার বালুকাময় এলাকা, এই উচু ও বালুময় ভূমি ধীরে ধীরে দক্ষিণপশ্চিম দিকে উর্বর কৃষি জমিতে পরিণত হয়েছে। নীলফামারী অতীত ইতিহাসের অনেক সাক্ষী বহন করে। এ জেলায় সত্যপীরের গান, হাঁস খেলা, মাছ খেলাসহ অনেক উৎসব ও মেলার আয়োজন হয়।
নীলফামারী একটি কৃষি প্রধান জেলা। এ জেলার ৬৮.৫% মানুষ কৃষির উপর নির্ভরশীল। এখানকার প্রধান শিল্প বয়ন, চাল, বাশবেত প্রভৃতি। দারোয়ানী বস্ত্র কল এ জেলার সর্ববৃহৎ শিল্প প্রতিষ্ঠান। এছাড়া উত্তরা ইপিজেড ও সৈয়দপুর বিসিক শিল্প নগরীর মত শিল্প পার্ক।
নামকরণ
সম্পাদনাদুই শতাধিক বছর পূর্বে এ অঞ্চলে নীল চাষের খামার স্থাপন করে ইংরেজ নীলকরেরা। এ অঞ্চলের উর্বর ভূমি নীল চাষের অনুকূল হওয়ায় দেশের অন্যান্য এলাকার তুলনায় নীলফামারীতে বেশি সংখ্যায় নীলকুঠি ও নীল খামার গড়ে ওঠে। ঊনবিংশ শতাব্দীর শুরুতেই দুরাকুটি, ডিমলা, কিশোরগঞ্জ উপজেলা, টেঙ্গনমারী প্রভৃতি স্থানে নীলকুঠি স্থাপিত হয়।
সে সময় বৃহত্তর রংপুর অঞ্চলের মধ্যে নীলফামারীতেই বেশি পরিমাণে শস্য উৎপাদিত হতো এখানকার উর্বর মাটির গুণে। সে কারণেই নীলকরদের ব্যাপক আগমন ঘটে এতদঅঞ্চলে। গড়ে ওঠে অসংখ্য নীল খামার। বর্তমান নীলফামারী শহরের তিন কিলোমিটার উত্তরে পুরাতন রেল স্টেশনের কাছেই ছিল একটি বড় নীলকুঠি। তাছাড়া বর্তমানে অফিসার্স ক্লাব হিসেবে ব্যবহৃত পুরাতন বাড়িটি ছিল একটি নীলকুঠি।ধারণা করা হয়, স্থানীয় কৃষকদের মুখে ‘নীল খামার’ রূপান্তরিত হয় ‘নীল খামারী’তে। আর এই নীলখামারীর অপভ্রংশ হিসেবে উদ্ভব হয় নীলফামারী নামের।
অবস্থান ও আয়তন
সম্পাদনারাজধানী ঢাকা থেকে উত্তর-পশ্চিম দিকে প্রায় ৪০০ কিঃমিঃ দুরে ১৫৮০.৮৫ বর্গ কিলোমিটার আয়তন বিশিষ্ট নীলফামারী জেলার অবস্থান, যা কর্কটক্রান্তি রেখার সামান্য উত্তরে, ২৫°৪৪´ উত্তর অক্ষাংশ থেকে ২৬°১৯´ উত্তর অক্ষাংশ এবং ৮৮°৪৪´ পূর্ব দ্রাঘিমাংশ থেকে ৮৯°১২´ পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত। এ জেলার এবং উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ, দক্ষিণে রংপুর জেলা, পূর্বে রংপুর জেলা ও লালমনিরহাট জেলা, পশ্চিমে দিনাজপুর জেলা ও পঞ্চগড় জেলা।
স্থানীয় জনপ্রতিনিধি
সম্পাদনানীলফামারী-০১ | নীলফামারী-০২ | নীলফামারী-০৩ | নীলফামারী-০৪ | |
---|---|---|---|---|
স্থানীয় সরকার
সম্পাদনা১৮৭৫ সালে মহকুমা ও পরে ১৯৮৪ সালে জেলায় উন্নীত হয়।[২] প্রথম নির্বাচিত এবং বর্তমান জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মমতাজুল হক।
পৌরসভা
সম্পাদনাএই জেলায় মোট ৪ টি পৌরসভা
উপজেলা পরিষদ
সম্পাদনামোট ৬ টি উপজেলা নিয়ে নীলফামারী জেলা।
ইউনিয়ন পরিষদ
সম্পাদনানীলফামারী জেলায় মোট ৬০ টি ইউনিয়ন পরিষদ রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান
সম্পাদনাবিশ্ববিদ্যালয়
সম্পাদনা- বাংলাদেশ সেনাবাহিনী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সৈয়দপুর
- সোনাখুলি মুন্সি পাড়া কামিল এম এ মাদরাসা,সৈয়দপুর
মেডিকেল কলেজ
সম্পাদনাস্কুল অ্যান্ড কলেজ
সম্পাদনাসোনা খুলি মুন্সি পাড়া কামিল এম এ মাদরাসা,সৈয়দপুর
- নীলফামারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, নীলফামারী
- কালেক্টরেট পাবলিক স্কুল ও কলেজ
- সাতপাই স্কুল ও কলেজ, সৈয়দপুর
- ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, সৈয়দপুর
- সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ, সৈয়দপুর ( ষষ্ঠ থেকে দ্বাদশ পর্যন্ত)
- সৈয়দপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ। (কারিগরি শিক্ষা)
- কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজ, নীলফামারী
- লক্ষণপুর স্কুল অ্যান্ড কলেজ, সৈয়দপুর
- লায়ন্স স্কুল এন্ড কলেজ, সৈয়দপুর
- চড়াইখোলা স্কুল এন্ড কলেজ, নীলফামারী
- হাছ্না আইডিয়াল পাবলিক স্কুল এন্ড কলেজ, বাবরীঝাড়, নীলফামারী সদর
- গোড় গ্রাম স্কুল এন্ড কলেজ, নীলফামারী
- হরিশ্চন্দ্রপাঠ স্কুল এন্ড কলেজ,জলঢাকা,নীলফামারী।
- ছমির উদ্দিন স্কুল এন্ড কলেজ, নীলফামারী
- নগর দারোয়ানী স্কুল এন্ড কলেজ ,নীলফামারী
- শৌলমারী গার্লস স্কুল এন্ড কলেজ,জলঢাকা, নীলফামারী
- কৈমারী স্কুল এন্ড কলেজ,জলঢাকা, নীলফামারী
কলেজ সমূহ
সম্পাদনা- নীলফামারী সরকারি কলেজ, নীলফামারী সদর
- নীলফামারী সরকারি মহিলা কলেজ, নীলফামারী সদর
- মশিঊর রহমান ডিগ্রী কলেজ, নীলফামারী সদর
- সোনাখুলি মুন্সি পাড়া কামিল এম এ মাদরাসা,সৈয়দপুর
- সৈয়দপুর সরকারি কলেজ, সৈয়দপুর
- সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ, সৈয়দপুর উপজেলা
- কামারপুকুর ডিগ্রি কলেজ, সৈয়দপুর উপজেলা
- সৈয়দপুর মহিলা কলেজ, সৈয়দপুর উপজেলা
- ডিমলা ইসলামিয়া ডিগ্রী কলেজ, ডিমলা উপজেলা
- ছোটখাতা বহুমুখী ফাজিল মাদরাসা, ডিমলা উপজেলা
- জলঢাকা সরকারি কলেজ, জলঢাকা উপজেলা
- টেংগনমারী ডিগ্রী কলেজ, জলঢাকা উপজেলা
- বালাগ্রাম কৃষি কলেজ, জলঢাকা উপজেলা
- খুটামারা আলিম মাদ্রাসা, জলঢাকা উপজেলা
- কিশোরীগঞ্জ সরকারি কলেজ, কিশোরগঞ্জ উপজেলা
- ডোমার সরকারি কলেজ, ডোমার উপজেলা
- চিলাহাটি সরকারি কলেজ
উচ্চ বিদ্যালয়
সম্পাদনা- সৈয়দপুর ক্যান্টনমেন্ট বোর্ড হাই স্কুল
- নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয়
- নীলফামারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
- কুন্দপুকুর উচ্চ বিদ্যালয়
- ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়
- সোনারায় উচ্চ বিদ্যালয়, ডোমার
- ডোমার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
- চিড়াভিজা গোলনা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়, জলঢাকা
- গড়ধর্মপাল এসসি উচ্চ বিদ্যালয়, জলঢাকা
- খাটুরিয়া উচ্চ বিদ্যালয়, নীলফামারী
- আলোকিত কিন্ডারগার্টেন এন্ড স্কুল।খাটুরিয়া,ডোমার, নীলফামারী।
- সোনারায় সংগলশী উচ্চ বিদ্যালয়
- ডিমলা রাণী বৃন্দারাণী সরকারি উচ্চ বিদ্যালয়
- বড়ভিটা মেধা বিকাশ কিন্ডারগার্টেন স্কুল, কিশোরগঞ্জ, নীলফামারী
- কিশোরীগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়
- বাবরীঝাড় দ্বিমূখী উচ্চ বিদ্যালয়, নীলফামারী সদর
- যাদুরহাট উচ্চ বিদ্যালয়, নীলফামারী সদর
- যাদুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বালাগ্রাম উচ্চ বিদ্যালয়, জলঢাকা, নীলফামারী
- জলঢাকা মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, জলঢাকা, নীলফামারী
- শৌলমারী বহুমুখী উচ্চ বিদ্যালয়, জলঢাকা, নীলফামারী
- নিতাই হাই স্কুল, কিশোরগঞ্জ, নীলফামারী
- মুশুরুত পানিয়াল পুকুর হাই স্কুল, কিশোরগঞ্জ, নীলফামারী
- বোতলাগাড়ি উচ্চ বিদ্যালয়, সৈয়দপুর
- শ্বাষকান্দর আলিম মাদরাসা,সৈয়দপুর
- খিলালগঞ্জ উচ্চ বিদ্যালয়, কিশোরগঞ্জ
- মীরগঞ্জ হাট বহুমূখী উচ্চ বিদ্যালয়
- শৌলমারী আনছারহাট দাখিল মাদরাসা,জলঢাকা
আবহাওয়া
সম্পাদনানীলফামারী-এর আবহাওয়া সংক্রান্ত তথ্য | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
মাস | জানু | ফেব্রু | মার্চ | এপ্রিল | মে | জুন | জুলাই | আগস্ট | সেপ্টে | অক্টো | নভে | ডিসে | বছর |
সর্বোচ্চ গড় °সে (°ফা) | ২৬ (৭৯) |
৩০ (৮৬) |
৩৫ (৯৫) |
৩৬ (৯৭) |
৩৫ (৯৫) |
৩৪ (৯৩) |
৩৩ (৯১) |
৩৩ (৯১) |
৩২ (৯০) |
৩১ (৮৮) |
২৯ (৮৪) |
২৬ (৭৯) |
৩২ (৮৯) |
সর্বনিম্ন গড় °সে (°ফা) | ১৪ (৫৭) |
১৬ (৬১) |
২০ (৬৮) |
২৪ (৭৫) |
২৫ (৭৭) |
২৭ (৮১) |
২৭ (৮১) |
২৭ (৮১) |
২৫ (৭৭) |
২২ (৭২) |
১৮ (৬৪) |
১৬ (৬১) |
২২ (৭১) |
অধঃক্ষেপণের গড় মিমি (ইঞ্চি) | ৩ (০.১) |
৮ (০.৩) |
১১ (০.৪) |
৬৪ (২.৫) |
১৪০ (৫.৫) |
২১৬ (৮.৫) |
২২০ (৮.৭) |
২৫৯ (১০.২) |
২০৮ (৮.২) |
৫৯ (২.৩) |
৫ (০.২) |
৩ (০.১) |
১,১৯৬ (৪৭) |
উৎস: বেস্ট ট্রাভেল মান্থস'[৩] |
অর্থনীতি
সম্পাদনানীলফামারী মূলত একটি কৃষি নির্ভর জেলা। জেলার অন্যতম প্রধান অর্থকরী ফসল ভুট্টা, ও মরিচ। জেলার ডিমলা ও জলঢাকা উপজেলার তিস্তা নদীর অববাহিকায় প্রচুর ভুট্টার চাষ হয়। ডোমার, ডিমলায় মরিচের চাষ হয়। এছাড়া আলু, ধান, গম, সরিষা, পাট, তামাক প্রচুর পরিমাণে উৎপাদিত হয়।[৪]
চিত্তাকর্ষক ও প্রত্নতাত্ত্বিক স্থান
সম্পাদনা- আদি নাম বিন্যাদিঘী বা বিরাট রাজার দিঘি - যা বর্তমান নীলসাগর নামে পরিচিত
- ধর্মপালের গড়,তিস্তা ব্যারেজ ও সেচ প্রকল্প,
- ডিমলা ফরেস্ট,
- কুন্দুপুকুর মাজার,
- হযরত শাহ কলন্দর মাজার,
- হরিশচন্দ্রের পাঠ,
- ময়নামতির দূর্গ,
- ভীমের মায়ের চুলা,
- চীনা মসজিদ,
- সৈয়দপুর চার্চ,
- সৈয়দপুর রেলওয়ে কারখানা,
- দারোয়ানী টেক্সটাইল মিল,
- উত্তরা ইপিজেড,
- সৈয়দপুর বিমানবন্দর,
- ডিমলা রাজবাড়ী,
- বালাপাড়া গণকবর ও
- জলঢাকা মুন্নু পার্ক(সাইটের পাড়) ইত্যাদি
উল্লেখযোগ্য ব্যক্তিত্ব
সম্পাদনা- মশিউর রহমান (যাদু মিয়া) - বাংলাদেশের প্রধানমন্ত্রীর মর্যাদায় সিনিয়র মন্ত্রী
- জাহানারা ইমাম - কথাসাহিত্যিক, শিক্ষাবিদ
- খয়রাত হোসেন - সাবেক মন্ত্রী
- বিচারপতি মোস্তফা কামাল - সাবেক প্রধান বিচারপতি
- শফিকুল গনি স্বপন - সাবেক মন্ত্রী
- জেবেল রহমান গানি - রাজনীতিবিদ, চেয়ারম্যান বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ
- মহেশ চন্দ্র রায় - ভাওয়াইয়া গানের শিল্পী
- মঞ্জুরুল ইসলাম আফেন্দী - জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব (জ. ১৯৬৮)
- হরলাল রায় - ভাওয়াইয়া শিল্পী
- রথীন্দ্রনাথ রায় - ভাওয়াইয়া শিল্পী
- আসাদুজ্জামান নূর - অভিনেতা ও রাজনীতিবিদ
- আশনা হাবিব ভাবনা - অভিনেত্রী
- আনিসুল হক - লেখক, নাট্যকার ও সাংবাদিক
- বেবি নাজনিন - কণ্ঠশিল্পী
- আজহারুল ইসলাম - রাজনীতিবিদ
- আতিকুল ইসলাম - মেয়র, ঢাকা সিটি কর্পোরেশন
- আফতাব উদ্দিন সরকার - রাজনীতিবিদ
- আফসার আলী আহমেদ - রাজনীতিবিদ
- আবদুর রউফ - রাজনীতিবিদ
- আমজাদ হোসেন সরকার - রাজনীতিবিদ
- আরিফ হোসেন মুন - ফুটবলার, বাংলাদেশ ফুটবল দল
- আসাদুর রহমান - রাজনীতিবিদ
- আহসান আদেলুর রহমান - রাজনীতিবিদ
- আহসান আহমেদ - রাজনীতিবিদ
- এ.এ. মারুফ সাকনাল - রাজনীতিবিদ
- এন.কে. আলম চৌধুরী - রাজনীতিবিদ
- এম কে আলম চৌধুরী - রাজনীতিবিদ
- জাফর ইকবাল সিদ্দিকী - রাজনীতিবিদ
- জোবান উদ্দিন আহমেদ - রাজনীতিবিদ
- দেওয়ান নুরুন্নবী - রাজনীতিবিদ
- ফরিদা রউফ আশা - রাজনীতিবিদ
- মনসুর মহিউদ্দীন - রাজনীতিবিদ
- মু. আলীম উদ্দিন - রাজনীতিবিদ
- মেরিনা রহমান - রাজনীতিবি
- রওশন আলী মিয়া - রাজনীতিবিদ
- রানা মোহাম্মদ সোহেল - রাজনীতিবিদ
- রাবেয়া আলীম - রাজনীতিবিদ
- শওকত চৌধুরী - রাজনীতিবিদ
- শাহরিন ইসলাম চৌধুরী তুহিন - রাজনীতিবিদ
- সামসুদ্দোহা - রাজনীতিবিদ
- হামিদা বানু শোভা - রাজনীতিবিদ
- দিয়া সিদ্দিকি - তীরন্দাজ
আরোও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন ২০১৪)। "এক নজরে নীলফামারী"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ১৮ নভেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ জুন ২০১৪।
- ↑ "নীলফামারী জেলা - বাংলাপিডিয়া"। bn.banglapedia.org। সংগ্রহের তারিখ ২০২২-১২-২৬।
- ↑ "Average Conditions – Bangladesh – Nilphamari" (ইংরেজি ভাষায়)। Best travel months। সংগ্রহের তারিখ ১৬ এপ্রিল ২০২০।
- ↑ Soft, Emperor। "উত্তর বাংলা | Multimedia News Portal"। www.uttorbangla.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৫-২৯।
বহিঃসংযোগ
সম্পাদনাএই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |