নিজামপুর কলেজ রেলওয়ে স্টেশন
নিজামপুর কলেজ রেলওয়ে স্টেশন[১] বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলায় অবস্থিত একটি রেলওয়ে স্টেশন।[২]
নিজামপুর কলেজ রেলওয়ে স্টেশন | |
---|---|
বাংলাদেশের রেলওয়ে স্টেশন | |
অবস্থান | মীরসরাই উপজেলা চট্টগ্রাম জেলা, চট্টগ্রাম বিভাগ বাংলাদেশ |
মালিকানাধীন | বাংলাদেশ রেলওয়ে |
পরিচালিত | বাংলাদেশ রেলওয়ে |
লাইন | |
ট্রেন পরিচালক | পূর্বাঞ্চল রেলওয়ে |
নির্মাণ | |
গঠনের ধরন | মানক |
পার্কিং | আছে |
সাইকেলের সুবিধা | আছে |
প্রতিবন্ধী প্রবেশাধিকার | আছে |
অবস্থান | |
ইতিহাস
সম্পাদনা১৯৬৪ সালে প্রতিষ্ঠিত নিজামপুর বিশ্ববিদ্যালয় কলেজ শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার জন্য এই স্টেশন তৈরি করা হয়।
পরিষেবা
সম্পাদনানিজামপুর কলেজ রেলওয়ে স্টেশন দিয়ে চলাচলকারী ট্রেনের তালিকা নিম্নে দেওয়া হলো:
- সূবর্ণ এক্সপ্রেস
- পাহাড়িকা এক্সপ্রেস
- মহানগর প্রভাতী\গোধুলী এক্সপ্রেস
- উদয়ন এক্সপ্রেস
- মেঘনা এক্সপ্রেস
- মহানগর এক্সপ্রেস
- তূর্ণা এক্সপ্রেস
- বিজয় এক্সপ্রেস
- সোনার বাংলা এক্সপ্রেস
- ময়মনসিংহ এক্সপ্রেস
- কর্ণফুলী এক্সপ্রেস
- ঢাকা\চট্টগ্রাম মেইল
- সাগরিকা এক্সপ্রেস
- চট্টলা এক্সপ্রেস
- লাকসাম কমিউটার
- জালালাবাদ এক্সপ্রেস ও
- লোকাল ট্রেন।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Nizampur College Railway Station Map/Atlas BR/Bangladesh Zone - Railway Enquiry"। indiarailinfo.com। সংগ্রহের তারিখ ২০২০-০৩-১৯।
- ↑ "পরিবর্তনের ছোঁয়ায় রেলওয়ে"। বাংলাদেশ প্রতিদিন। সংগ্রহের তারিখ ২০২০-০৩-১৯।