বিলোনিয়া রেলওয়ে স্টেশন (ভারত)
ভারতের ত্রিপুরা রাজ্যের একটি রেল স্টেশন
বিলোনিয়া রেলওয়ে স্টেশন হল দক্ষিণ ত্রিপুরা জেলা, ত্রিপুরা রাজ্য, ভারতের একটি রেলওয়ে স্টেশন। এটি বিলোনিয়া শহরকে পরিসেবা প্রদান করে। স্টেশনটি আগরতলা-সাব্রুম রেল সেকশনে অবস্থিত, যা উত্তর- উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের লুমডিং রেলওয়ে বিভাগের অধীনে রয়েছে। আগরতলা থেকে উদয়পুর হয়ে সাব্রুম পর্যন্ত অংশটি ৩ অক্টোবর ২০১৯ সালে চালু হয়। [১] [২]
বিলোনিয়া রেলওয়ে স্টেশন | |
---|---|
ভারতীয় রেল স্টেশন | |
অবস্থান | দক্ষিণ ত্রিপুরা জেলা, ত্রিপুরা ভারত |
উচ্চতা | ৪৪ মিটার (১৪৪ ফু) |
মালিকানাধীন | ভারতীয় রেল |
পরিচালিত | উত্তর-পূর্ব সীমান্ত রেল |
লাইন | শিলচর-সাব্রুম রেলপথ |
প্ল্যাটফর্ম | ১ |
রেলপথ | ৩ |
নির্মাণ | |
গঠনের ধরন | ভূমিগত (আদর্শ) |
পার্কিং | আছে |
সাইকেলের সুবিধা | আছে |
অন্য তথ্য | |
অবস্থা | নতুন লাইন |
স্টেশন কোড | |
অঞ্চল | উত্তর-পূর্ব সীমান্ত রেল |
বিভাগ | লামডিং রেলওয়ে বিভাগ |
ইতিহাস | |
চালু | ৩ অক্টোবর ২০১৯ |
বৈদ্যুতীকরণ | নাই |
অবস্থান | |