টেমপ্লেট আলোচনা:আপনি জানেন কি/মনোনয়ন সংগ্রহশালা/ব্যর্থ/২০১৯
মেরিন ড্রাইভ কক্সবাজার
সম্পাদনা- ...মেরিন ড্রাইভ কক্সবাজার সড়কটির নির্মাণ প্রক্রিয়া এতোটাই কষ্টসাধ্য ছিল যে তা তৈরি করতে মোট ২৪ বছর সময় লাগে এবং সড়কটি নির্মাণে দুজন সেনা কর্মকর্তা মৃত্যুবরণ করে।
-- ব্যবহারকারী Masum-al-hasan (আলাপ) কর্তৃক প্রণীত/বর্ধিত নিবন্ধ; ও মনোনয়ন করেছেন Rafi Bin Tofa (আলাপ) ১৯:৪২, ২৪ জানুয়ারি ২০১৮ (ইউটিসি)
- @Rafi Bin Tofa: নিবন্ধের তথ্যের সাথে আজাকির তথ্যের মিল নেই। নিবন্ধে রয়েছে ৬জন সেনা কর্মকর্তা মৃত্যুবরণ করেন কিন্তু এখানে রয়েছে ২ জন। এছাড়া, নিবন্ধে আজাকির বাক্যটি ঠিকভাবে নিবন্ধের কোথাও উল্লেখ নেই। কষ্ঠসাধ্য ছিল বলেই ২৪ বছর লেগেছে, এমন তথ্যের তথ্যসূত্র প্রয়োজন। অন্য কোন ফ্যাক্টরের জন্য ২৪ বেশি সময় লাগতে পারে? ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৭:১৬, ১৩ মার্চ ২০১৮ (ইউটিসি)
নোকিয়া, ফিনল্যান্ড
সম্পাদনা- ...ফিনল্যান্ডের দক্ষিণাংশে অবস্থিত শহর নোকিয়ার নামানুসারে; মোবাইল নির্মাতা সংস্থা নোকিয়া-এর নামকরণ করা হয়েছে?
-- ব্যবহারকারী আজিজ (আলাপ) কর্তৃক প্রণীত নতুন নিবন্ধ; ও স্বমনোনীত ১৩:০২, ৩০ জানুয়ারি ২০১৮ (ইউটিসি)
- বিকল্প প্রস্তাবনা: মোবাইল নির্মাতা সংস্থা নোকিয়া-এর নামকরণ করা হয়েছে ফিনল্যান্ডের দক্ষিণাংশে অবস্থিত শহর নোকিয়ার নামানুসারে? ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৭:২০, ১৩ মার্চ ২০১৮ (ইউটিসি)
- এছাড়া, আপনি মনোনয়ন দিয়েছেন শহরের নামটি কিন্তু বোল্ড করেছেন কোম্পানির নামটি, আসলে কোনটা আজাকির জন্য দিয়েছেন? ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৭:২২, ১৩ মার্চ ২০১৮ (ইউটিসি)
- মার্জনা করবেন, ওটা হয়তো আমার ভুল বসত হয়েছে; আমি শহরটিই আজাকি তে প্রস্তাব করেছি। ধন্যবাদ!
- সেক্ষেত্রে, করা যাচ্ছে না। কারণ নিবন্ধটি ছোট, যথেষ্ট তথ্য নেই। এবং আজাকির তথ্যটিও নেই। নিবন্ধ সম্প্রসারণ করুন তথ্যসূত্রসহ, তখন করা যেতে পারে। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ২০:৫৭, ১৩ মার্চ ২০১৮ (ইউটিসি)
- মার্জনা করবেন, ওটা হয়তো আমার ভুল বসত হয়েছে; আমি শহরটিই আজাকি তে প্রস্তাব করেছি। ধন্যবাদ!
রুডিমেন্টাল
সম্পাদনা- ...ব্রিটিশ ব্যান্ড রুডিমেন্টালের নামটি এসেছে বুক অফ রুডিমেন্ডস নামে একটি বইয়ের নামানূসারে। ব্যান্ডের সদস্য কেসি ড্রাইডেন পিয়ানো ক্লাশে বইটি নিতে প্রায়ই ভূলে যেতেন, যেকারণে শিক্ষক তার উপর বিরক্ত হতেন?
-- ব্যবহারকারী MD Ismail123 (আলাপ) দ্বারা উল্লেখযোগ্যভাবে বর্ধিত নিবন্ধ; ও স্বমনোনীত ১০:০১, ১৪ সেপ্টেম্বর ২০১৮ (ইউটিসি)
- খুব একটা চমকপ্রদ তথ্য নয়। করা হয়নি। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ২১:২৪, ১৯ জানুয়ারি ২০১৯ (ইউটিসি)
চিংড়ি চাষ পদ্ধতি
সম্পাদনাগলদা চিংড়ি লোনা পানিতে বাস করে অার বগদা চিংড়ি মিঠা পানিতে বাস করে M D Tajul khan (আলাপ) ০৮:২১, ১১ অক্টোবর ২০১৮ (ইউটিসি)
- হুক অতটা চিত্তাকর্ষক নয়। শেষে প্রশ্নবোধক চিহ্নও যোগ করেননি। - রাফি (আলাপ) ১৮:৫৭, ২১ অক্টোবর ২০১৮ (ইউটিসি)
- করা হয়নি। তথ্য মজাদার ও চমকপ্রদ নয়। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ২১:২৩, ১৯ জানুয়ারি ২০১৯ (ইউটিসি)
কলকাতা নাইট রাইডার্স
সম্পাদনা- কলকাতা নাইট রাইডার্স দলের অফিসিয়াল থিম গান হল করব, লড়ব, জিতব রে এবং অফিসিয়াল রং হল কালো ও সোনালি?
-- ব্যবহারকারী Jonoikobangali (আলাপ) দ্বারা উল্লেখযোগ্যভাবে বর্ধিত নিবন্ধ; ও মনোনয়ন করেছেন খাঁ শুভেন্দু (আলাপ) ১৫:০০, ১৮ ডিসেম্বর ২০১৮ (ইউটিসি)
- করা হয়নি। তথ্যটি মজাদার ও চমকপ্রদ নয়। আজাকির তথ্য মজাদার ও চমকপ্রদ হতে হয়। অন্য দলগুলোরও থিম গান ও রং আছে। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ২১:২০, ১৯ জানুয়ারি ২০১৯ (ইউটিসি)
হুবলি
সম্পাদনা- হুবলি (অন্য নাম:হুব্বাল্লী) ভারতের কর্ণাটক রাজ্যের দ্বিতীয় বৃহত্তম শহর?
-- ব্যবহারকারী খাঁ শুভেন্দু (আলাপ) কর্তৃক প্রণীত নতুন নিবন্ধ; ও স্বমনোনীত ১৫:২১, ১৮ ডিসেম্বর ২০১৮ (ইউটিসি)
- করা হয়নি। তথ্যটি মজাদার ও চমকপ্রদ নয়। সব রাজ্যেই এবং সব দেশেই দ্বিতীয় বৃহত্তম শহর আছে। উপরের মন্তব্য দ্রষ্টব্য। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ২১:২১, ১৯ জানুয়ারি ২০১৯ (ইউটিসি)
বাংলা ভাষা আন্দোলন
সম্পাদনা২৪ ফেব্রুয়ারী শহীদ শফিউরের পিতা শহীদ মিনার উদ্বোধন করলেও ২৬ ফেব্রুয়ারী আনুষ্ঠানিকভাবে শহীদ মিনারের উদ্বোধন করেন দৈনিক আজাদ পত্রিকার সম্পাদক আবুল কালাম শামসুদ্দীন?(Habib Rabbi (আলাপ) ১৭:৩৫, ৩০ অক্টোবর ২০১৮ (ইউটিসি))
- @Habib Rabbi: কোন নিবন্ধটিতে এ তথ্যটি রয়েছে? ~ যুদ্ধমন্ত্রী আলাপ ২০:৪৭, ১৯ জানুয়ারি ২০১৯ (ইউটিসি)
বাংলা ভাষা আন্দোলন নিবন্ধের ১০-১২ লাইন পর এ তথ্যটি রয়েছে। ~ যুদ্ধমন্ত্রী ভাই
- @Habib Rabbi: বাংলাপিডিয়া এবং অন্যান্য অনলাইন পোর্টালের সূত্রমতে ২৩ ফেব্রুয়ারি উদ্বোধনের কথা বলা হয়েছে। যা নিবন্ধে তথ্যসূত্রসহ যোগ করা হয়েছে। ২৬ ফেব্রুয়ারী কোথাও দেখিনি।--আবু সাঈদ (আলাপ) ০৩:২০, ১ ফেব্রুয়ারি ২০১৯ (ইউটিসি)
- যেহেতু তারিখ নিয়ে সঠিক তথ্যের অভাব। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১০:১৯, ১৭ এপ্রিল ২০১৯ (ইউটিসি)
টেথিস সাগর
সম্পাদনা- ...আজ থেকে ১৫ কোটি বছর আগে টেথিস সাগর ছিল একটি অধুনালুপ্ত বিশাল মহাসাগর, আজকের ভূমধ্যসাগরের পূর্ব অংশ, কৃষ্ণসাগর, ক্যাস্পিয়ান সাগর, আরল সাগর প্রভৃতি যার বিক্ষিপ্ত কিছু অবশেষ মাত্র?
-- ব্যবহারকারী Arindam Maitra (আলাপ) কর্তৃক প্রণীত নতুন নিবন্ধ; ও স্বমনোনীত ০২:৪৫, ২৪ সেপ্টেম্বর ২০১৭ (ইউটিসি)
- নিবন্ধটিতে যে তথ্যসূত্র দেওা আছে এই তথ্যের সেটি স্লাইডশেয়ারের এবং নির্ভরযোগ্য নয়। তথ্যটির বিপরীতে যাচাইযোগ্য তথ্যসূত্র পাওয়া গেলে দেয়া যেতে পারে।--যুদ্ধমন্ত্রী আলাপ ১৪:৩৮, ২১ জানুয়ারি ২০১৮ (ইউটিসি)
কলকাতা বিশ্ববিদ্যালয়
সম্পাদনা- ...কাদম্বিনী গঙ্গোপাধ্যায় ও চন্দ্রমুখী বসু একই সাথে স্নাতক পাশ করেন এবং তারা ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী স্নাতক?
-- ব্যবহারকারী Ragib (আলাপ) কর্তৃক প্রণীত/বর্ধিত নিবন্ধ; ও মনোনয়ন করেছেন Rafi Bin Tofa (আলাপ) ২০:১৯, ২২ জানুয়ারি ২০১৮ (ইউটিসি)
- Rafi Bin Tofa এই তথ্যতে এটি উল্লেখ করা নেই। অমর যাদুকর (বার্তা) ১৭:৪২, ১ ফেব্রুয়ারি ২০১৯ (ইউটিসি)
- Rafi Bin Tofa এই নিবন্ধটি মনোনয়নের ১৫ দিন আগে সম্পাদনা হয় নি। তাই আমাকে এটি ব্যর্থ করতে হচ্ছে। অমর যাদুকর (বার্তা) ১৮:০২, ১ ফেব্রুয়ারি ২০১৯ (ইউটিসি)
সরদার জয়েনউদ্দীন
সম্পাদনা- ...সরদার জয়েনউদ্দীন বাংলাদেশে গ্রন্থমেলার প্রবর্তক, যিনি ইউনেস্কোর শিশুসাহিত্য বিষয়ক উপকরণ সংগ্রহ করে তা দিয়ে ১৯৬৪ সালে সেন্ট্রাল পাবলিক লাইব্রেরীতে (বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগার) প্রথম শিশুগ্রন্থমেলার আয়োজন করেন?
-- ব্যবহারকারী Wakim32 (আলাপ) কর্তৃক প্রণীত নতুন নিবন্ধ; ও স্বমনোনীত ১০:০৫, ৪ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)
- @Wakim32: তথ্যসূত্রের সাথে আজাকির সাল মিল নাই। উৎসে লেখা এভাবে: তাঁর উদ্যোগে পূর্ব পাকিস্তানে ১৯৬৪ সালে কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির নিচতলায় (বর্তমানে ভবনটি ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার) শিশু গ্রন্থমেলার আয়োজন করা হয়। আবার এখানে একটা কিন্তুও আছে, যদিও এই বইমেলার আগে ১৯৫৭ সালে ঢাকায় সোভিয়েত দূতাবাস স্বল্প পরিসরে একটি বইমেলার আয়োজন করেছিল মুখ্যমন্ত্রী আতাউর রহমান খানকে প্রধান অতিথি করে। সবকিছু বিবেচনায় এটা আজাকি হতে পারে কিন্তু বাক্যগত পরিবর্তন করতে হবে এবং অবশ্যই তথ্যগত সংশোধনের পর। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৭:২৯, ১৩ মার্চ ২০১৮ (ইউটিসি)
- সমর্থন করছি। সামান্য তথ্যগত সংশোধন করে এটা আজাকি হতে পারে। আ হ ম সাকিব (আলাপ · অবদান · ইমেইল) ১২:১০, ১ সেপ্টেম্বর ২০১৮ (ইউটিসি)
- যেহেতু এখনো কোন সংশোধন হয়নি। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১০:২০, ১৭ এপ্রিল ২০১৯ (ইউটিসি)
নাবি তাজিমা
সম্পাদনা- ...১১৭ বছর, ২৬০ দিন বয়সী নাবি তাজিমা পৃথিবীর সবচেয়ে প্রবীণ জীবিত ব্যক্তি এবং ১৯শ শতাব্দীতে জন্ম নিয়ে বেঁচে থাকা সর্বশেষ ব্যক্তি ছিলেন?
-- ব্যবহারকারী এম আবু সাঈদ (আলাপ) কর্তৃক প্রণীত নতুন নিবন্ধ; ও স্বমনোনীত ১৩:৩৮, ৮ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)
- দুঃখিত, এখন আর করা যাচ্ছে না। যদিও এটা এক বছর আগে জমা দেয়া ছিল। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ২০:৫৫, ১৯ জানুয়ারি ২০১৯ (ইউটিসি)
- নিবন্ধ এবং ভুক্তিটি হালনাগাদ করা হয়েছে।--আবু সাঈদ (আলাপ) ২১:১২, ১৯ জানুয়ারি ২০১৯ (ইউটিসি)
- en:List of the verified oldest people এই তালিকা কিন্তু তা বলে না। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ২১:২৯, ১৯ জানুয়ারি ২০১৯ (ইউটিসি)
নিবন্ধটি যখন লিখা হয়েছিল, তখন তিনিই ছিলেন সবথেকে বয়স্ক জীবিত ব্যক্তি। ঐ সময়েই এটি আজাকিতে অন্তর্ভুক্ত করা হয়েছিল। ধন্যবাদ। --আবু সাঈদ (আলাপ) ১১:০৫, ২০ জানুয়ারি ২০১৯ (ইউটিসি)
- বর্তমানে আজাকির জন্য গ্রহণযোগ্যতা হারিয়েছে। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১০:২১, ১৭ এপ্রিল ২০১৯ (ইউটিসি)
খালিদ বিন মহসিন শারি
সম্পাদনা- ...২০১৩ সালের আগস্ট মাসে ৬১০ কেজি (১,৩৪০ পা) ওজন নিয়ে জীবিত সবচেয়ে ভারী ব্যক্তি খালিদ বিন মহসিন শারি চিকিৎসার মাধ্যমে তার দেহের ৩২০ কেজি (৭১০ পা) ওজন কমাতে সক্ষম হন যার বিএমআই ছিল ২০৪, যা আজপর্যন্ত সর্বোচ্চ হিসেবে লিপিবদ্ধ?
-- ব্যবহারকারী এম আবু সাঈদ (আলাপ) কর্তৃক প্রণীত নতুন নিবন্ধ; ও স্বমনোনীত ১৮:৩৮, ৮ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)
- আজাকির নিবন্ধ আরও বড় হতে হয়। এটি একেবারেই ছোট নিবন্ধ। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ২২:১১, ২৬ জানুয়ারি ২০১৯ (ইউটিসি)
চিকনগুনিয়া
সম্পাদনা- ... চিকনগুনিয়ার প্রথম প্রাদুর্ভাব ঘটে তাঞ্জানিয়াতে?
-- ব্যবহারকারী ব্যবহারকারী:Abdur Rakib (আলাপ) দ্বারা প্রণীত নিবন্ধ; ও মনোনয়ন করেছেন -- ইকবাল হোসেন (আলাপ) ০৫:১০, ১ মার্চ ২০১৮ (ইউটিসি)
- IqbalHossain এই নিবন্ধটি মনোনয়নের ১৫ দিন আগে সম্পাদনা হয় নি। তাই আমাকে এটি ব্যর্থ করতে হচ্ছে। অমর যাদুকর (বার্তা) ১৭:৫৯, ১ ফেব্রুয়ারি ২০১৯ (ইউটিসি)
মৌর্য্য সাম্রাজ্য
সম্পাদনা- ... ভারতীয় উপমহাদেশের প্রথম সাম্রাজ্যের নাম মৌর্য্য সাম্রাজ্য?
-- ব্যবহারকারী ব্যবহারকারী:Muztaba (আলাপ) দ্বারা প্রণীত নিবন্ধ; ও মনোনয়ন করেছেন -- ইকবাল হোসেন (আলাপ) ০৯:২১, ১ মার্চ ২০১৮ (ইউটিসি)
- IqbalHossain এই নিবন্ধটি মনোনয়নের ১৫ দিন আগে সম্পাদনা হয় নি। তাই আমাকে এটি ব্যর্থ করতে হচ্ছে। অমর যাদুকর (বার্তা) ১৮:১০, ১ ফেব্রুয়ারি ২০১৯ (ইউটিসি)
- তথ্যসূত্র নিশ্চিত হওয়া যাচ্ছে না। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১০:২৩, ১৭ এপ্রিল ২০১৯ (ইউটিসি)
পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান (ধারাবাহিক চলচ্চিত্র)
সম্পাদনা- পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান এখন পর্যন্ত বিশ্বের সর্বোচ্চ আয় করা চলচ্চিত্রগুলোর মাঝে চতুর্থ?
-- ব্যবহারকারী Wikitanvir (আলাপ) কর্তৃক প্রণীত/বর্ধিত নিবন্ধ; ও মনোনয়ন করেছেন Rafi Bin Tofa (আলাপ) ০৭:০০, ৪ মে ২০১৮ (ইউটিসি)
- Wikitanvir "চতুর্থ" এতো "আকর্ষণীয়” নয়। অমর যাদুকর (বার্তা) ১০:৩৩, ১ ফেব্রুয়ারি ২০১৯ (ইউটিসি)
- Wikitanvir এই নিবন্ধটি মনোনয়নের ১৫ দিন আগে সম্পাদনা হয় নি। তাই আমাকে এটি ব্যর্থ করতে হচ্ছে। অমর যাদুকর (বার্তা) ১৮:০৫, ১ ফেব্রুয়ারি ২০১৯ (ইউটিসি)
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
সম্পাদনা- নিউমেনিয়া নোবিপ্রবিয়া নামের একটি সামুদ্রিক প্রাণীর, নোবিপ্রবিয়া অংশটি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাম থেকে নেওয়া হয়েছে?
-- ব্যবহারকারী Rafi Bin Tofa (আলাপ) দ্বারা উল্লেখযোগ্যভাবে বর্ধিত নিবন্ধ; ও স্বমনোনীত ০০:৫২, ২৪ নভেম্বর ২০১৮ (ইউটিসি)
- নিউমেনিয়া নোবিপ্রবিয়া নামে নিবন্ধ থাকা প্রয়োজন এটিকে আজাকি করতে হলে। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ২১:২৩, ১৯ জানুয়ারি ২০১৯ (ইউটিসি)
- করা হয়নি।~ যুদ্ধমন্ত্রী আলাপ ১০:৩৯, ১৭ এপ্রিল ২০১৯ (ইউটিসি)
উত্তর দিনাজপুর জেলা
সম্পাদনা- ১৯০৫ এ প্রথমবার বঙ্গভঙ্গের (বাংলা ভাগ) সময় মালদহ জেলা পূর্ববঙ্গ ও আসাম প্রদেশটির অংশ হিসাবে ঘোষিত হয়?
-- ব্যবহারকারী সুদীপ্ত (আলাপ) কর্তৃক প্রণীত নতুন নিবন্ধ; ও মনোনয়ন করেছেন খাঁ শুভেন্দু (আলাপ) ১৪:৪৯, ১৮ ডিসেম্বর ২০১৮ (ইউটিসি)
- খাঁ শুভেন্দু উত্তর দিনাজপুর জেলা ব্যাপারে কিছু লেখা নেই এবং কোনো লিংক দেওয়া নেই। অমর যাদুকর (বার্তা) ১০:২৭, ১ ফেব্রুয়ারি ২০১৯ (ইউটিসি)
কেকা ফেরদৌসী
সম্পাদনা- ... যে বাংলাদেশি রন্ধন বিশেষজ্ঞ কেকা ফেরদৌসী ২০১১ সালে
স্বাস্থ্যসচেতন রান্না বইটি লেখার জন্য ১৫৭টি দেশের প্রতিযোগীদের সাথে প্রতিযোগিতায় লড়ে. "গুরম্যান্ডস কুক বুক অ্যাওয়ার্ডস" লাভ করেছিলেন?
- ... যে বাংলাদেশি রন্ধনবিশেষজ্ঞ কেকা ফেরদৌসী পঞ্চম শ্রেণীতে থাকতে প্রথম রান্না করেন।
- ... যে বাংলাদেশি রন্ধনবিশেষজ্ঞ কেকা ফেরদৌসী রন্ধনশিল্পে অনন্যসাধারণ অবদানের জন্য "ব্রিটিশ কারি অ্যাওয়ার্ডস" এর ২০১১ সালের আসরে বিশেষ সম্মাননা লাভ করেন?
-- ব্যবহারকারী Smnsbd1971 (আলাপ) কর্তৃক প্রণীত নতুন নিবন্ধ; ও স্বমনোনীত ০৮:২১, ১৭ এপ্রিল ২০১৯ (ইউটিসি)
- যে মানুষটাকে নিয়ে সামাজিক যোগযোগমাধ্যমে হরহামেশা সমালোচনা করা হয়, তাঁর দুইটি আন্তর্জাতিক পুরস্কার পাবার বিষয়টি কি আকর্ষণীয় নয়, ভাই? Smnsbd1971 (আলাপ) ১২:২৯, ১৭ এপ্রিল ২০১৯ (ইউটিসি)
- না, আসলে। অনেকেই আন্তর্জাতিক পুরস্কার পান এবং অনেকেই আলোচনায় থাকনে। ব্যাপার হলো, তাদের মধ্যে তার আলোচনায় বা পুরস্কার পাবার বিষয়টি বিশেষ কেন, সেটিই বিষয়। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৩:১০, ১৭ এপ্রিল ২০১৯ (ইউটিসি)
ভাই, বিশেষ কেন পরে উল্লেখ করেছি। ১৫৭ টি দেশের প্রতিযোগীদের সাথে লড়ে পুরস্কার জিতেছিলেন তিনি। আশা করি, বাক্য এখন আকর্ষণীয় হয়েছে।
- আজাকির জন্য বাক্য আকর্ষনীয় হতে হয়। করা হয়নি। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১০:৩৯, ১৭ এপ্রিল ২০১৯ (ইউটিসি)
ঈদুল আযহা
সম্পাদনা- ...যে ২০১৯ সালে বাংলাদেশে ঈদুল আযহায় কোরবানির পশুর চাহিদা ছিল ১ কোটি ১০ লক্ষ আর বাংলাদেশে কোরবানির উপযোগী পশুর সংখ্যা ছিল ১ কোটি ১৮ লক্ষ?
-- ব্যবহারকারী Bellayet (আলাপ) দ্বারা উল্লেখযোগ্যভাবে বর্ধিত নিবন্ধ; ও মনোনয়ন করেছেন S. M. Nazmus Shakib (আলাপ) ১১:৫১, ১১ আগস্ট ২০১৯ (ইউটিসি)
-- ব্যবহারকারী Bellayet (আলাপ) দ্বারা উল্লেখযোগ্যভাবে বর্ধিত নিবন্ধ; ও মনোনয়ন করেছেন S. M. Nazmus Shakib (আলাপ) ১৩:১৩, ১১ আগস্ট ২০১৯ (ইউটিসি)
- আজাকির জন্য আকর্ষণীয় না হওয়ায় ২০১৯-এ করা হয়নি। ~ ফায়সাল বিন দারুল (২০২২) ০৪:৪৮, ২০ আগস্ট ২০২২ (ইউটিসি)