টগরাই হাট রেলওয়ে স্টেশন
টগরাই হাট রেলওয়ে স্টেশন বাংলাদেশের রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলার একটি রেলওয়ে স্টেশন।[১]
টগরাই হাট রেলওয়ে স্টেশন | ||
---|---|---|
বাংলাদেশের রেলওয়ে স্টেশন | ||
অবস্থান | কুড়িগ্রাম জেলা রংপুর বিভাগ বাংলাদেশ | |
মালিকানাধীন | বাংলাদেশ রেলওয়ে | |
পরিচালিত | পশ্চিমাঞ্চল রেলওয়ে | |
লাইন | তিস্তা জংশন-কুড়িগ্রাম-চিলমারী লাইন | |
প্ল্যাটফর্ম | ১টি | |
ট্রেন পরিচালক | বাংলাদেশ রেলওয়ে | |
নির্মাণ | ||
গঠনের ধরন | মানক | |
পার্কিং | আছে | |
সাইকেলের সুবিধা | আছে | |
প্রতিবন্ধী প্রবেশাধিকার | নাই | |
অন্য তথ্য | ||
অবস্থা | সক্রিয় | |
ইতিহাস | ||
চালু | ? | |
পরিষেবা | ||
আছে
| ||
অবস্থান | ||
বুড়িমারী–লালমনিরহাট– পার্বতীপুর লাইন |
---|
উৎস: বাংলাদেশ রেলওয়ে মানচিত্র |
অবস্থান
সম্পাদনাটগরাই হাট রেলওয়ে স্টেশন তিস্তা জংশন-কুড়িগ্রাম-চিলমারী লাইনের তিস্তা জংশন-কুড়িগ্রাম অংশে অবস্থিত।[২]
ইতিহাস
সম্পাদনা১৮৭৯ সালে তৈরি পার্বতীপুর-লালমনিরহাট-বুড়িমারী লাইনের একটি শাখা তিস্তা জংশন থেকে বের হয়ে কুড়িগ্রাম পর্যন্ত যায়। এ সময় টগরাই হাট রেলওয়ে স্টেশন তৈরি করা হয়। এ লাইনটি প্রথমে ন্যারোগেজ লাইন ছিল। তিস্তা জংশন থেকে কুড়িগ্রাম পর্যন্ত লাইনটিকে ১৯২৮-১৯২৯ সালে মিটারগেজে রুপান্তর করা হয়।
পরিষেবা
সম্পাদনাটগরাই হাট রেলওয়ে স্টেশন দিয়ে চলাচল কারী ট্রেনের নাম নিম্নে উল্লেখ করা হলো:
- কুড়িগ্রাম এক্সপ্রেস [৩]
- রমনা লোকাল = (রমনা বাজার-পার্বতীপুর-রমনা বাজার)
- মিশ্র ট্রেন ও
- রংপুর এক্সপ্রেস সাটল = (কুড়িগ্রাম-কাউনিয়া-কুড়িগ্রাম)[৪]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Tograihat Railway Station Timeline - Railway Enquiry"। indiarailinfo.com। সংগ্রহের তারিখ ২০২০-০১-৩০।
- ↑ "ঢাকা-কুড়িগ্রাম আন্তঃনগর ট্রেন ছুটবেই | Ulipur.com"। শিক্ষা, প্রগতি ও তারুণ্যের উলিপুর। ২০১৬-১২-২১। সংগ্রহের তারিখ ২০২০-০১-৩০।
- ↑ "কুড়িগ্রাম এক্সপ্রেসের উদ্বোধন, ঢাকার দিকে ছুটবে কাল"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২০-০১-৩০।
- ↑ "প্রথম আন্তঃনগর ট্রেন পেতে যাচ্ছে কুড়িগ্রামবাসী"। Dhaka Tribune Bangla। ২০১৯-১০-১৫। ২০২০-০১-৩০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০১-৩০।