উলিপুর রেলওয়ে স্টেশন
উলিপুর রেলওয়ে স্টেশন বাংলাদেশের রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলার একটি রেলওয়ে স্টেশন।[১]
উলিপুর রেলওয়ে স্টেশন | ||
---|---|---|
বাংলাদেশের রেলওয়ে স্টেশন | ||
অবস্থান | কুড়িগ্রাম জেলা রংপুর বিভাগ বাংলাদেশ | |
মালিকানাধীন | বাংলাদেশ রেলওয়ে | |
পরিচালিত | পশ্চিমাঞ্চল রেলওয়ে | |
লাইন | তিস্তা জংশন-কুড়িগ্রাম-চিলমারী লাইন | |
প্ল্যাটফর্ম | ১টি | |
ট্রেন পরিচালক | বাংলাদেশ রেলওয়ে | |
নির্মাণ | ||
গঠনের ধরন | মানক | |
পার্কিং | আছে | |
সাইকেলের সুবিধা | আছে | |
প্রতিবন্ধী প্রবেশাধিকার | নাই | |
অন্য তথ্য | ||
অবস্থা | সক্রিয় | |
ইতিহাস | ||
চালু | ১৯৬৭ | |
পরিষেবা | ||
আছে
| ||
অবস্থান | ||
বুড়িমারী–লালমনিরহাট– পার্বতীপুর লাইন |
---|
উৎস: বাংলাদেশ রেলওয়ে মানচিত্র |
অবস্থান
সম্পাদনাউলিপুর রেলওয়ে স্টেশন তিস্তা জংশন-কুড়িগ্রাম-চিলমারী লাইনের কুড়িগ্রাম - রমনা অংশে অবস্থিত।[২]
ইতিহাস
সম্পাদনা১৯৬৭ সালে তৈরি কুড়িগ্রাম-চিলমারী লাইন তৈরি করার সময় উলিপুর রেলওয়ে স্টেশন করা হয়।
পরিষেবা
সম্পাদনারেলওয়ে স্টেশন দিয়ে চলাচলকারী ট্রেন গুলোর তালিকা নিম্নে দেওয়া হলো:
- রমনা লোকাল (রমনা বাজার -পার্বতীপুর- রমনা বাজার)
- মিশ্র ট্রেন (রমনা বাজার -পার্বতীপুর- রমনা বাজার)[৩]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "উলিপুরে রেলসেতুর স্লিপারে বাঁশ ও সাইকেলের টায়ার | daily nayadiganta"। The Daily Nayadiganta। ২০২০-০১-৩০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০১-৩০।
- ↑ "রেললাইনে লোহার পাতের পরিবর্তে বাঁশ"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২০-০১-৩০।
- ↑ "তিস্তা থেকে রমনা ৫৪ কিলোমিটার রেললাইন ঝুঁকিপূর্ণ"। www.m.mzamin.com। সংগ্রহের তারিখ ২০২০-০১-২৯।