জুয়াড়ী (২০০২-এর চলচ্চিত্র)

২০০২-এর চলচ্চিত্র

জুয়াড়ী এ কিউ খোকন রচিত ও পরিচালিত ২০০২ সালের বাংলাদেশী মারপিটধর্মী নাট্য চলচ্চিত্র। হাস্‌ক প্রোডাকশন্সের ব্যানারে চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন হেলাল খান। এর কাহিনী ও সংলাপ লিখেছেন ওয়াকিল আহমেদ এবং চিত্রনাট্য লিখেছেন কালাম কায়সার। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন পপি, শাকিব খান, শানু ও হেলাল খান।

জুয়াড়ী
পরিচালকএ কিউ খোকন
প্রযোজকহেলাল খান
রচয়িতাএ কিউ খোকন
শ্রেষ্ঠাংশে
সুরকারআলী হোসেন
চিত্রগ্রাহকশহীদুল্লাহ দুলাল
সম্পাদকমুনির হোসেন আবুল
প্রযোজনা
কোম্পানি
হাস্‌ক প্রোডাকশন্স
মুক্তি
  • ২৫ জানুয়ারি ২০০২ (2002-01-25)[]
দেশবাংলাদেশ
ভাষাবাংলা

চলচ্চিত্রটি ২০০২ সালের ২৫শে জানুয়ারি মুক্তি পায়। হেলাল খান এই চলচ্চিত্রে অভিনয়ের জন্য ২৭তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ খল অভিনেতা বিভাগে,[] এবং পপি ২৪তম বাচসাস পুরস্কারের শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে পুরস্কার অর্জন করেন।[]

অভিনয়শিল্পীদল

সম্পাদনা
  • পপি - প্রীতি মনি
  • শাকিব খান - রাজু
  • শানু - চুমকি
  • হেলাল খান - রাজা
  • খালেদা আক্তার কল্পনা - রাজুর মা
  • প্রবীর মিত্র - আশরাফ চৌধুরী
  • অমল বোস - হোসেন মোল্লা
  • সাদেক সিদ্দিকী - পুলিশ ইনস্পেক্টর
  • আবদুর রাতিন - বজলু
  • ডন - সিরাজ
  • অরুণ রবি - রাজার বাবা
  • যাদু আজাদ - আজাদ
  • মিলন
  • আজহারুল ইসলাম খান - প্রিন্সিপাল
  • জামিলুর রহমান শাখা - পুলিশের ওসি
  • দুলাল সরকার - ডাক্তার
  • মোজাম্মেল হোসেন চৌধুরী
  • তৈমুর লং
  • মনোয়ারা
  • মুরাদ
  • পলি
  • সেলিম
  • সোহাগ
  • সোনিয়া
  • টুক্কা

সঙ্গীত

সম্পাদনা

চলচ্চিত্রটির সঙ্গীত পরিচালনা করেছেন আলী হোসেন। গীত রচনা করেছেন কবির বকুল। গানে কণ্ঠ দিয়েছেন উমা খান, আসিফ আকবর, আগুন, ও রঞ্জন চৌধুরী।

গানের তালিকা

সম্পাদনা
নং.শিরোনামকণ্ঠশিল্পী(গণ)দৈর্ঘ্য
১."এ হৃদয় যে পুড়ে"  
২."বন্ধু ভাবো আর নাই ভাবো"রঞ্জন চৌধুরী৪:৪৭
৩."আমি প্রতিশোধ কেন নেবোনা"আগুন 
৪."আমার মাঝে নেই তো আমি"উমা খান৫:১৫
৫."লোকে বলে তুই বড় জুয়াড়ী"উমা খানআসিফ আকবর৫:১৪

পুরস্কার ও মনোনয়ন

সম্পাদনা
পুরস্কার বিভাগ মনোনীত ফলাফল সূত্র
২৭তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ খল অভিনেতা হেলাল খান বিজয়ী []
২৪তম বাচসাস পুরস্কার শ্রেষ্ঠ অভিনেত্রী পপি বিজয়ী []

তথ্যসূত্র

সম্পাদনা
  1. জোয়াদ, পৃ. ৬৩০
  2. শাওন, রাশেদ। "চার দশকে আমাদের সেরা চলচ্চিত্রগুলো"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২৮ ডিসেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০১২ 
  3. জোয়াদ, পৃ. ৪৮১
  4. "জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তদের নামের তালিকা (১৯৭৫-২০১২)" (পিডিএফ)এফডিসিবাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন 

গ্রন্থপঞ্জি

সম্পাদনা
  • জোয়াদ, আবদুল্লাহ (২০১০)। বাংলাদেশের চলচ্চিত্র: পাঁচ দশকের ইতিহাস। ঢাকা: জ্যোতিপ্রকাশ। আইএসবিএন 984-70194-0045-9 

বহিঃসংযোগ

সম্পাদনা