রাজাপালং ইউনিয়ন
রাজাপালং বাংলাদেশের কক্সবাজার জেলার অন্তর্গত উখিয়া উপজেলার একটি ইউনিয়ন।
রাজাপালং | |
---|---|
ইউনিয়ন | |
৪নং রাজাপালং ইউনিয়ন পরিষদ | |
বাংলাদেশে রাজাপালং ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২১°১৪′৩১″ উত্তর ৯২°৮′২০″ পূর্ব / ২১.২৪১৯৪° উত্তর ৯২.১৩৮৮৯° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | কক্সবাজার জেলা |
উপজেলা | উখিয়া উপজেলা |
সরকার | |
• চেয়ারম্যান | জাহাঙ্গীর কবির চৌধুরী |
আয়তন | |
• মোট | ৩৯.৩৪ বর্গকিমি (১৫.১৯ বর্গমাইল) |
জনসংখ্যা | |
• মোট | ৫৬,৮৯৫ |
• জনঘনত্ব | ১,৪০০/বর্গকিমি (৩,৭০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৩৪.৯৮% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৪৭৫০ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
আয়তন
সম্পাদনারাজাপালং ইউনিয়নের আয়তন ৯৭২০ একর (৩৯.৩৪ বর্গ কিলোমিটার)।[১]
জনসংখ্যা
সম্পাদনা২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী রাজাপালং ইউনিয়নের লোকসংখ্যা ৫৬,৮৯৫ জন। এর মধ্যে পুরুষ ২৮,৬৬৩ জন এবং মহিলা ২৮,২৩২ জন।[২]
অবস্থান ও সীমানা
সম্পাদনাউখিয়া উপজেলার মধ্য-পূর্বাংশে রাজাপালং ইউনিয়নের অবস্থান। উখিয়া উপজেলা সদর এ ইউনিয়নে অবস্থিত। এ ইউনিয়নের উত্তরে রত্নাপালং ইউনিয়ন, পশ্চিমে ও দক্ষিণে পালংখালী ইউনিয়ন এবং পূর্বে বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
সম্পাদনারাজাপালং ইউনিয়ন উখিয়া উপজেলার আওতাধীন ৪নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম উখিয়া থানার আওতাধীন। এ ইউনিয়ন জাতীয় সংসদের ২৯৭নং নির্বাচনী এলাকা কক্সবাজার-৪ এর অংশ। এটি উখিয়া, রাজাপালং ও ওয়ালাপালং এ ৩টি মৌজায় বিভক্ত।[২]
ওয়ার্ডভিত্তিক এ ইউনিয়নের গ্রামগুলো হল:
ওয়ার্ড নং | গ্রামের নাম |
---|---|
১নং ওয়ার্ড | তুতুরবিল, রেজুরকূল, পিনজীরকূল, রুমখা |
২নং ওয়ার্ড | কাশিয়ারবিল, হিজলিয়া, মধ্য রাজাপালং, পশ্চিম খালকাঁচা, রাজাপালং, জাদিমোরা, দক্ষিণ খালকাঁচা, উত্তর পুকুরিয়া, দক্ষিণ পুকুরিয়া |
৩নং ওয়ার্ড | হরিণমারা, হারাশিয়া, দোছড়ি |
৪নং ওয়ার্ড | পশ্চিম ডিঘলিয়া, পূর্ব ডিঘলিয়া, চাকবৈঠা, ডিঘলিয়া |
৫নং ওয়ার্ড | ঘিলাতলী, পশ্চিম সিকদারবিল, মৌলভীপাড়া, মালভিটাপাড়া, সিকদারবিল |
৬নং ওয়ার্ড | ফলিয়াপাড়া, মৌলভীপাড়া, ঘিলাতলী, মধুরছড়া, মাছকারিয়া, দক্ষিণ ফলিয়াপাড়া , মোহাম্মদ আলী ভিটা, হাজীপাড়া |
৭নং ওয়ার্ড | ডেইলপাড়া, তুলাতলী, করইবনিয়া, টাইপালং |
৮নং ওয়ার্ড | পূর্ব দরগারবিল, পশ্চিম দরগারবিল, লম্বাঘোনা |
৯নং ওয়ার্ড | কুতুপালং, ধইল্যারঘোনা, স্বর্ণপাড়া, পিএফপাড়া, পশ্চিমপাড়া, পূর্বপাড়া, দক্ষিণপাড়া, উত্তরপাড়া, শৈলেরডেবা, পাতাবাড়ী, হাঙ্গরঘোনা |
শিক্ষা ব্যবস্থা
সম্পাদনারাজাপালং ইউনিয়নের সাক্ষরতার হার ৩৪.৯৮%।[১] এ ইউনিয়নে ১টি ডিগ্রী কলেজ, ১টি ফাজিল মাদ্রাসা, ১টি উচ্চ মাধ্যমিক কলেজ, ১টি স্কুল এন্ড কলেজ, ৩টি মাধ্যমিক বিদ্যালয়, ২টি দাখিল মাদ্রাসা, ১টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, ২৫টি প্রাথমিক বিদ্যালয় ও ৪টি কিন্ডারগার্টেন রয়েছে।[২]
শিক্ষা প্রতিষ্ঠান
সম্পাদনা- কলেজ
- মাদ্রাসা
- রাজাপালং এমদাদুল উলুম ফাজিল মাদ্রাসা
- রাজাপালং বায়তুশ শরফ বালিকা দাখিল মাদ্রাসা
- হামেদিয়া দারুচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসা[২]
- স্কুল এন্ড কলেজ
• নুরুল ইসলাম চৌধুরী টেকনিক্যাল বি এম স্কুল এন্ড কলেজ
- মাধ্যমিক বিদ্যালয়
- আবুল কাশেম নুরজাহান চৌধুরী উচ্চ বিদ্যালয়
- উখিয়া সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়
- কুতুপালং উচ্চ বিদ্যালয়
- চাকবৈঠা উচ্চ বিদ্যালয়[২]
- নিম্ন মাধ্যমিক বিদ্যালয়
- ডেইলপাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়[২]
- প্রাথমিক বিদ্যালয়
- উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়
- উত্তর পুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কুতুপালং সরকারি প্রাথমিক বিদ্যালয়
- খয়রাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ঘোনারপাড়া শফি সরকারি প্রাথমিক বিদ্যালয়
- চাকবৈঠা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ডেইলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- তুতুরবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়
- দক্ষিণ ফলিয়াপাড়া নুরুল ইসলাম চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- দরগাহপালং সরকারি প্রাথমিক বিদ্যালয়
- দরগাহবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়
- দোছড়ি পাহাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- নতুনপাড়া জে চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পূর্ব ডিঘলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পাতাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ফলিয়াপাড়া আলিমুদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মধ্য রাজাপালং সরকারি প্রাথমিক বিদ্যালয়
- রাজাপালং মোহছেন আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- রাজাপালং সরকারি প্রাথমিক বিদ্যালয়
- রেজুরকূল সরকারি প্রাথমিক বিদ্যালয়
- লম্বাঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- সিকদারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়
- হরিণমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- হাঙ্গরঘোনা অরিবিন্দু বড়ুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- হাতীমোরা সরকারি প্রাথমিক বিদ্যালয়[৩]
যোগাযোগ ব্যবস্থা
সম্পাদনারাজাপালং ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক হল কক্সবাজার-টেকনাফ সড়ক। সব ধরনের যানবাহনে যোগাযোগ করা যায়।
ধর্মীয় উপাসনালয়
সম্পাদনারাজাপালং ইউনিয়নে ৯৯টি মসজিদ, ৭টি মন্দির ও ৯টি বিহার রয়েছে।[২]
খাল ও নদী
সম্পাদনারাজাপালং ইউনিয়নের উত্তর প্রান্ত দিয়ে প্রবাহিত হচ্ছে রেজু খাল। এছাড়া রয়েছে দোছড়ি খাল এবং গয়ালমারা খাল।[২]
হাট-বাজার
সম্পাদনারাজাপালং ইউনিয়নের প্রধান ২টি হাট-বাজার হল উখিয়া দারোগা বাজার এবং কুতুপালং বাজার।[২]
দর্শনীয় স্থান
সম্পাদনা- পাতাবাড়ী বৌদ্ধ বিহার
- আছিয়ার বর দীঘি
- ইনানী সমুদ্র সৈকত
উল্লেখযোগ্য ব্যক্তিত্ব
সম্পাদনা- শাহজাহান চৌধুরী; সাবেক সংসদ সদস্য, কক্সবাজার-৪।[৫]
জনপ্রতিনিধি
সম্পাদনা- চেয়ারম্যান (ভারপাপ্ত) - সালা উদ্দিন
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "উখিয়া উপজেলা - বাংলাপিডিয়া"। bn.banglapedia.org।
- ↑ ক খ গ ঘ ঙ চ ছ জ ঝ ঞ ট "এক নজরে উখিয়া - উখিয়া উপজেলা - উখিয়া উপজেলা"। ukhiya.coxsbazar.gov.bd। ১৮ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ ডিসেম্বর ২০১৭।
- ↑ http://180.211.137.51:321/DashboardunionN.aspx?div=4&dis=412&thana=41201&union=04[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "দর্শনীয়স্থান - রাজাপালং ইউনিয়ন - রাজাপালং ইউনিয়ন"। rajapalongup.coxsbazar.gov.bd। ২৬ এপ্রিল ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ ডিসেম্বর ২০১৭।
- ↑ "প্রখ্যাত ব্যক্তিত্ব - রাজাপালং ইউনিয়ন - রাজাপালং ইউনিয়ন"। rajapalongup.coxsbazar.gov.bd। ২৬ এপ্রিল ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ ডিসেম্বর ২০১৭।