জাতীয় সমবায় পুরস্কার

জাতীয় সমবায় পুরস্কার বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত বেসামরিক সম্মাননা পদক। সমবায় অঙ্গনে সমবায়ী এবং সমবায় সমিতিকে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় সমবায় পুরস্কার প্রদান করা হয়। দেশের দারিদ্র্য বিমোচন এবং আর্থ-সামাজিক উন্নয়নে অনন্য উল্লেখযোগ্য অবদানের জন্য প্রতি বছর বাংলাদেশ সরকার দেশের সেরা সমবায়ী ও সমবায় সমিতিকে এই পুরস্কার প্রদান করে।[]

জাতীয় সমবায় পুরস্কার
বিবরণসমবায় আন্দোলনকে আরও গতিশীল করতে।
পৃষ্ঠপোষকস্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়
অবস্থানঢাকা, বাংলাদেশ
দেশবাংলাদেশ বাংলাদেশ
পুরস্কারদাতাবাংলাদেশ
উপস্থাপকবাংলাদেশ সরকার
প্রথম পুরস্কৃত২০১২
ওয়েবসাইটwww.coop.gov.bd

সাধারণত জাতীয় সমবায় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এই পুরস্কার বিজয়ীদের হাতে তুলে দেন।[][][][]

ইতিহাস

সম্পাদনা

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১২ সালে জাতীয় সমবায় পুরস্কার প্রবর্তন করেন। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত একটি অনুষ্ঠানে ১০টি ক্ষেত্রে প্রথমবারের মতো জাতীয় সমবায় পুরস্কার প্রদান করা হয়।[]

উদ্দেশ্য

সম্পাদনা

সমবায় আদর্শ ও দর্শনে যথাযথ প্রয়োগের মাধ্যমে সমবায় আন্দোলনকে আরও গতিশীল ও সমবায়ীদের মধ্যে আরও ভাল কাজ করার এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখার ক্ষেত্রে আগ্রহ, উদ্দীপনা এবং প্রতিযোগিতা মনোভাব সৃষ্টি করা।[]

সমবায় পুরস্কার হিশেবে ১৮ ক্যারেটের সোনা দিয়ে তৈরি ১০ গ্রাম ওজনের একটি পদক এবং একটি সন্মাননাপত্র প্রদান করা হয়।[][]

মনোনয়ন কমিটি

সম্পাদনা

জাতীয় সমবায় পুরস্কার নির্বাচনের জন্য বিভিন্ন পর্যায়ের কমিটি আছে। সেগুলো হলঃ জাতীয় কমিটি, বিভাগীয় কমিটি, জেলা কমিটি, উপজেলা কমিটি। তবে চূড়ান্ত ফলাফল করার ক্ষমতা শুধু জাতীয় কমিটির। জাতীয় কমিটির প্রধান স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী/প্রতিমন্ত্রী।[]

পুরস্কারের ক্ষেত্রসমূহ

সম্পাদনা

জাতীয় সমবায় পুরস্কার প্রদানের ক্ষেত্রে বাংলাদেশ সরকার কর্তৃক নির্ধারিত কিছু বিষয়ের প্রতি নজর দেয়া হয়:[]

  • কৃষিভিত্তিক/সার্বিক গ্রাম উন্নয়ন
  • সঞ্চয় ও ঋণদান
  • দুগ্ধ সমবায়
  • মহিলা সমবায়
  • বহুমুখী সমবায়
  • মৎস্য সমবায়
  • মুক্তিযোদ্ধা সমবায়
  • বিত্তহীন, ভূমিহীন সমবায়
  • যুব, বিশেষ শ্রেণী, তাঁতিসহ অন্যান্য পেশাভিত্তিক সমবায়
  • কর্মকর্তা/কর্মচারী, পরিবহন শ্রমিক কর্মচারী সমবায়

পুরস্কার প্রাপ্তদের তালিকা

সম্পাদনা
কৃষিভিত্তিক/সার্বিক গ্রাম উন্নয়ন সঞ্চয় ও ঋণদান দুগ্ধ সমবায় মহিলা সমবায় বহুমুখী সমবায় মৎস্য সমবায় মুক্তিযোদ্ধা সমবায় বিত্তহীন, ভূমিহীন সমবায় যুব, বিশেষ শ্রেণী, তাঁতিসহ অন্যান্য পেশাভিত্তিক সমবায় কর্মকর্তা/কর্মচারী, পরিবহন শ্রমিক কর্মচারী সমবায়
২০১২[] দ্বারিয়াপুর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা সম্প্রীতি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের(বনানী, ঢাকা) প্রধান নির্বাহী এমদাদ হোসেন মালেক হাটুরিয়া জগন্নাথপুর প্রাথমিক দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতি, বেড়া উপজেলা, পাবনা করিমগঞ্জ মহিলা সমবায় সমিতি, করিমগঞ্জ উপজেলা, কিশোরগঞ্জ দৌলতপুর বাজার বহুমুখী সমবায় সমিতি, দৌলতপুর, খুলনা আনোয়ারপুর গ্রামের সোমা মৎস্যজীবী সমবায় সমিতি, দিরাই উপজেলা, সুনামগঞ্জ লক্ষ্মণপুরের শার্শা থানা মুক্তিযোদ্ধা মৎস্যজীবী সমবায় সমিতি, শার্শা উপজেলা, যশোর পাটগুদাম দুলদুল ক্যাম্প ভূমিহীন সমবায় সমিতি, পাটগুদাম দুলদুল ক্যাম্প, ময়মনসিংহ সাফা বন্দর ক্ষুদ্র ব্যবসায়ী ভোগ্যপণ্য সরবরাহ সমবায় সমিতি, সাফা বন্দর গ্রাম, মঠবাড়িয়া উপজেলা, পিরোজপুর কুড়িগ্রাম জেলা মোটর শ্রমিক সমবায় সমিতি, কুড়িগ্রাম
২০১৩
২০১৪[] এনামুল হক, সম্পাদক, অগ্রণী সেচ প্রকল্প ও পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি,

রাজশাহী

সাবের হোসেন চৌধুরী,

সবুজমতি ক্রেডিট কো-অপারেটিড লিমিটেড

মুন্সী রফিকুল ইসলাম, সভাপতি, দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতি লিমিটেড, টুঙ্গীপাড়া ছবি রায়, নারী সমবায় সমিতি, উলিপুর কুড়িগ্রাম বাহাউদ্দিন বেপারী, সভাপতি, নবদিগন্ত বহুমুখী সমবায় সমিতি লিমিটেড গুলজার আহমেদ জগলু, মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড, লালবাজার, সিলেট মীর আবদুল হান্নান, সমন্বিত মুক্তিযোদ্ধা সমবায় সমবায় সমিতি লিমিটেড, চট্টগ্রাম মো. ইউনুস আলী, বিত্তহীন সমবায় সমিতি লিমিটেড, কাশিমনগর, খুলনা আবু নঈম পাটোয়ারী দুলাল, সভাপতি, বিষ্ণুদে আদর্শ সমবায় সমিতি, চট্টগ্রাম গোলাম রসুল, সম্পাদক, মোবারকগঞ্জ চিনিকল কর্মচারী সঞ্চয় ও সরবরাহ সমবায় সমিতি লিমিটেড, খুলনা
২০১৫
২০১৬ নাজিম উদ্দীন হায়দার, সভাপতি, প্রাথমিক দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতি লিমিটেড, কর্ণফুলী উপজেলা, চট্টগ্রাম []
২০১৭ পাথরঘাটা ভিশন মহিলা সমবায় সমিতি লিঃ, কোতোয়ালী থানা, চট্টগ্রাম [] আ জ ম নাছির উদ্দিন, দি চিটাগাং কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেড, নাছিরাবাদ, পাঁচলাইশ থানা, চট্টগ্রাম[]
২০১৮[] আমিনুল ইসলাম, ম্যানেজার, কুমিল্লার রাইচৌ সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি সুমন রোজারিও, চেয়ারম্যান, নাগরী খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড, কালীগঞ্জ উপজেলা, গাজীপুর সুবীর ঘোষ, সভাপতি, চণ্ডিপুর প্রাথমিক দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতি, ডুমুরিয়া,

খুলনা

রীনা বেগম, বাকলিয়া মহিলা সমবায় সমিতি, চট্টগ্রাম মোখলেছুর রহমান, সভাপতি, সানরাইজ বহুমুখী সমবায় সমিতি, কানাইঘাট উপজেলা, সিলেট মনীন্দ্র চন্দ্র বর্মণ, সভাপতি, সুনই মৎস্যজীবী সমবায় সমিতি, ধর্মপাশা উপজেলা,

সুনামগঞ্জ

আব্দুল হাই মিয়া, সভাপতি, মুক্তিযোদ্ধা বহুমুখী সমবায় সমিতি, মহম্মদপুর উপজেলা,

মাগুরা

আবুল হোসেন পাশা, সভাপতি, পাটগুদাম দুলদুল ক্যাম্প ভূমিহীন সমবায় সমিতি,

ময়মনসিংহ সদর

আবু সুফিয়ান চৌধুরী, সদস্য, বড়ছড়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি, শ্রীমঙ্গল উপজেলা,

মৌলভীবাজার

গোলাম রসুল, সম্পাদক, মোবারকগঞ্জ চিনিকল কর্মচারী সঞ্চয় ও সরবরাহ সমবায় সমিতি, কালীগঞ্জ উপজেলা,

ঝিনাইদহ

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "জাতীয় সমবায় পুরস্কার নীতিমালা,২০১১" (পিডিএফ)সববায় অধিদপ্তর। ২৮ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ জুন ২০২০ 
  2. "সমবায়ী কর্মকাণ্ডে আধুনিক প্রযুক্তি ব্যবহারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২০-০৬-২৩ 
  3. "জাতীয় সমবায় দিবস আজ | banglatribune.com"Bangla Tribune। ২০২০-০৬-২৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৬-২৩ 
  4. "জাতীয় সমবায় পুরস্কার পাচ্ছে ১০ সমিতি"সমকাল। ২০২০-০৬-২৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৬-২৩ 
  5. "সমবায়ে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর"Daily Nayadiganta। সংগ্রহের তারিখ ২০২০-০৬-২৩ 
  6. "'সোনার ডিম পেতে' সমবায়কে লালন করুন: প্রধানমন্ত্রী"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২০২০-০৬-২৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৬-২৩ 
  7. "জাতীয় সমবায় পুরস্কার পাচ্ছে চট্টগ্রামের ৩ সমবায়"cvoice24.com। সংগ্রহের তারিখ ২০২০-০৬-২৩ 
  8. "জাতীয় সমবায় পুরস্কার পাচ্ছেন ১০ নারী-পুরুষ"কালের কণ্ঠ। ২৮ অক্টোবর ২০১৯। সংগ্রহের তারিখ ২০২০-০৬-২৩ 

বহিঃসংযোগ

সম্পাদনা