জজ ব্যারিস্টার পুলিশ কমিশনার
জজ ব্যারিস্টার পুলিশ কমিশনার ২০১৩ সালে বাংলাদেশী বাংলা ভাষায় নির্মিত চলচ্চিত্র। ছায়াছবিটি পরিচালনা করেছেন এফ আই মানিক। দেলোয়ার জাহান ঝন্টুর কাহিনী অনুসারে সংলাপ লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, পূর্ণিমা, রাজ্জাক, সোহেল রানা, আলমগীর।[২] এই চলচ্চিত্রের মাধ্যমে ৩৫ বছর পরে আবার একত্রিত হলেন তিন গুনী শিল্পী রাজ্জাক, সোহেল রানা, ও আলমগীর। তারা এর আগে ১৯৭৮ সালে দিলীপ বিশ্বাস পরিচালিত 'জিঞ্জির' সিনেমায় প্রথম একসঙ্গে অভিনয় করেন।[৩]
জজ ব্যারিস্টার পুলিশ কমিশনার | |
---|---|
পরিচালক | এফ আই মানিক |
প্রযোজক | শিরিন সুলতানা বর্ষা ও ইয়ায়ীষ (নিবেদিত) |
কাহিনিকার | দেলোয়ার জাহান ঝন্টু মোহাম্মদ রফিকউজ্জামান (সংলাপ ) |
শ্রেষ্ঠাংশে | শাকিব খান পূর্ণিমা রাজ্জাক সোহেল রানা আলমগীর |
সুরকার | আলাউদ্দিন আলী |
চিত্রগ্রাহক | মোস্তফা কামাল |
সম্পাদক | তৌহিদ হোসেন চৌধুরী |
পরিবেশক | এফআইএম ইন্টারন্যাশনাল |
মুক্তি | ১০ মে, ২০১৩[১] |
স্থিতিকাল | ১৫৩ মিনিট |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
কাহিনী সংক্ষেপ
সম্পাদনাএটি তিন বন্ধুর গল্প। বন্ধুদের একজন জজ, একজন ব্যারিস্টার, অন্যজন পুলিশ অফিসার থেকে পদোন্নতি নিয়ে পুলিশ কমিশনার। এই তিন বন্ধুর কাজকর্মই অপরাধ ও অপরাধীদের সাথে সংশ্লিষ্ট। অন্যায়-অনৈতিকতার সাথে যুদ্ধ করতে হয় সর্বক্ষন ভিন্ন ভিন্ন পেশার এই তিন বন্ধুকে।
কুশীলব
সম্পাদনা- শাকিব খান - ভিক্টর
- পূর্ণিমা - লিলি
- রাজ্জাক - জজ
- সোহেল রানা - ব্যারিস্টার
- আলমগীর - পুলিশ কমিশনার
- সাদেক বাচ্চু
- মিশা সওদাগর
- আহমেদ শরীফ
- প্রবীর মিত্র
- শিবা শানু
- সুচরিতা
- শান্তা ইসলাম
- রেহানা জলি
- আমির সিরাজী
- আদিল
- রতন খান
- জ্যাকী আলমগীর
- সোহেল রশিদ
- দেলোয়ার
- শওকত
- রাজু সরকার
নির্মাণ নেপথ্য
সম্পাদনাজর্জ ব্যারিস্টার পুলিশ কমিশনার ছায়াছবিটির মহরত ও শুটিং শুরু হয়েছিল ২০০৭ সালের ২২ অক্টোবর এফসিডির ২নং ফ্লোরে।[৪] দেশের অস্থিতিশীল পরিস্থিতির জন্য বারবার ছবির মুক্তির তারিখ নিয়ে বিভিন্ন জটিলতা দেখা দেয়। অবশেষে ২০১৩ সালের ১০ মে ৬০ টি প্রক্ষাগৃহে ছায়াছবিটি মুক্তি দেয়া হয়।[৫]
সঙ্গীত
সম্পাদনাচলচ্চিত্রটির সঙ্গীত পরিচালনা করেছেন আলাউদ্দিন আলী। গান লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার, মুনশী ওয়াদুদ ও কবির বকুল। কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন, এন্ড্রু কিশোর, কনক চাঁপা, এসআই টুটুল, বিপ্লব ও মনির খান।[৬]
গানের তালিকা
সম্পাদনা- কে তুমি
- ওরে চোখ
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "১০ মে মুক্তি পাচ্ছে 'জজ ব্যারিস্টার পুলিশ কমিশনার'"। দৈনিক আমার দেশ। ঢাকা, বাংলাদেশ। ৮ মে ২০১৩। সংগ্রহের তারিখ ১৮ ফেব্রুয়ারি ২০১৬।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "মুক্তি পেল 'জজ ব্যারিস্টার পুলিশ কমিশনার'"। দৈনিক সংবাদ। ঢাকা, বাংলাদেশ। ১১ মে ২০১৩। সংগ্রহের তারিখ ১৮ ফেব্রুয়ারি ২০১৬।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "৩৫ বছর পর একসাথে রাজ্জাক, সোহেল রানা ও আলমগীর"। প্রিয় নিউজ। ঢাকা, বাংলাদেশ। ৬ মে ২০১৩। ২৫ মার্চ ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ ফেব্রুয়ারি ২০১৬।
- ↑ "একসঙ্গে রাজ্জাক-সোহেল রানা-আলমগীর"। দৈনিক বাংলাদেশ প্রতিদিন। ঢাকা, বাংলাদেশ। ৯ মে ২০১৩। সংগ্রহের তারিখ ১৮ ফেব্রুয়ারি ২০১৬।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "৬০ প্রেক্ষাগৃহে 'জর্জ ব্যারিস্টার পুলিশ কমিশনার'"। দৈনিক প্রথম আলো। ঢাকা, বাংলাদেশ। ৯ মে ২০১৩। ২০১৭-০৫-১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ ফেব্রুয়ারি ২০১৬।
- ↑ "কাল মুক্তি পাচ্ছে জজ ব্যারিস্টার পুলিশ কমিশনার"। দৈনিক জনকণ্ঠ। ঢাকা, বাংলাদেশ। ৯ মে ২০১৩। সংগ্রহের তারিখ ১৮ ফেব্রুয়ারি ২০১৬।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
বহিঃসংযোগ
সম্পাদনা- বাংলা মুভি ডেটাবেজে জজ ব্যারিস্টার পুলিশ কমিশনার