চামোড় দিলশান
চামোড় দিলশান উনকিরি হেত্তিগে ডন (ইংরেজি: Chamod Dilshan; জন্ম: ১১ মার্চ ১৯৯৭; চামোড় দিলশান নামে সুপরিচিত) হলেন একজন শ্রীলঙ্কান পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে শ্রীলঙ্কান ক্লাব কলম্বো এবং শ্রীলঙ্কা জাতীয় দলের হয়ে রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত কেন্দ্রীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | চামোড় দিলশান উনকিরি হেত্তিগে ডন | ||
জন্ম | ১১ মার্চ ১৯৯৭ | ||
জন্ম স্থান | শ্রীলঙ্কা | ||
মাঠে অবস্থান | রক্ষণভাগের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | কলম্বো | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০১৮–২০২০ | সোন্ডার্স | ||
২০২০– | কলম্বো | ||
জাতীয় দল‡ | |||
২০২১– | শ্রীলঙ্কা | ২ | (০) |
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১৮:৩১, ১০ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৮:৩১, ১০ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
২০১৮–১৯ মৌসুমে, শ্রীলঙ্কান ক্লাব সোন্ডার্সের হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ি জীবন শুরু করেছেন; সোন্ডার্সের হয়ে ২ মৌসুম অতিবাহিত করার পর ২০২০–২১ মৌসুমে তিনি কলম্বোয় যোগদান করেছেন। ২০২১ সালে, দিলশান শ্রীলঙ্কার হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; শ্রীলঙ্কার জার্সি গায়ে তিনি এপর্যন্ত ২ ম্যাচে অংশগ্রহণ করেছেন।
প্রারম্ভিক জীবন
সম্পাদনাচামোড় দিলশান উনকিরি হেত্তিগে ডন ১৯৯৭ সালের ১১ই মার্চ তারিখে শ্রীলঙ্কায় জন্মগ্রহণ করেছেন।
আন্তর্জাতিক ফুটবল
সম্পাদনা২০২১ সালের ৫ই জুন তারিখে, মাত্র ২৪ বছর ২ মাস ২৫ দিন বয়সে, উভয় পায়ে ফুটবল খেলায় পারদর্শী দিলশান লেবাননের বিরুদ্ধে অনুষ্ঠিত ২০২২ ফিফা বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে শ্রীলঙ্কার হয়ে অভিষেক করেছেন।[১] উক্ত ম্যাচের ৬৮তম মিনিটে রক্ষণভাগের খেলোয়াড় চরিথা রথনায়কের বদলি খেলোয়াড় হিসেবে তিনি মাঠে প্রবেশ করেছিলেন;[২] ম্যাচে তিনি ৫ নম্বর জার্সি পরিধান করে রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেছিলেন। ম্যাচটি লেবানন ২–৩ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল।[৩][৪]
পরিসংখ্যান
সম্পাদনাআন্তর্জাতিক
সম্পাদনা- ১০ সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত হালনাগাদকৃত।
দল | সাল | ম্যাচ | গোল |
---|---|---|---|
শ্রীলঙ্কা | ২০২১ | ২ | ০ |
সর্বমোট | ২ | ০ |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Lebanon - Sri Lanka 3:2 (WC Qualifiers Asia 2019-2021, 2nd Round Group H)"। worldfootball.net (ইংরেজি ভাষায়)। ২৭ নভেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ১০ সেপ্টেম্বর ২০২১।
- ↑ "Lebanon - Sri Lanka, Jun 5, 2021 - World Cup qualification Asia - Match sheet"। Transfermarkt (ইংরেজি ভাষায়)। ৫ জুন ২০২১। সংগ্রহের তারিখ ১০ সেপ্টেম্বর ২০২১।
- ↑ Strack-Zimmermann, Benjamin (৫ জুন ২০২১)। "Lebanon vs. Sri Lanka (3:2)"। National Football Teams। সংগ্রহের তারিখ ১০ সেপ্টেম্বর ২০২১।
- ↑ "Lebanon vs. Sri Lanka - 5 June 2021"। Soccerway। ৫ জুন ২০২১। সংগ্রহের তারিখ ১০ সেপ্টেম্বর ২০২১।
বহিঃসংযোগ
সম্পাদনা- সকারওয়েতে চামোড় দিলশান (ইংরেজি)
- ট্রান্সফারমার্কেটে চামোড় দিলশান (ইংরেজি)
- ওয়ার্ল্ডফুটবল.নেটে চামোড় দিলশান (ইংরেজি)
- ইএসপিএন এফসিতে চামোড় দিলশান (ইংরেজি)
- ন্যাশনাল-ফুটবল-টিমস.কমে চামোড় দিলশান (ইংরেজি)