অলিম্পিকে পোল্যান্ড

পোল্যান্ড প্রথম অলিম্পিক গেমসে অংশগ্রহণ করে ১৯২৪ সালে এবং তারপর থেেক সকল গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসে অংশগ্রহণ করে আসছে। শুধু ১৯৮০ গেমস তারা যুক্তরাষ্ট্রের নেতৃত্বে বয়কট করেছিল। গ্রীষ্মকালীন গেমস ছাড়াও পোল্যান্ড প্রত্যেকটি শীতকালীন গেমসে অংশগ্রহণ করেছে।

অলিম্পিক গেমসে পোল্যান্ড

পোল্যান্ডের জাতীয় পতাকা
আইওসি কোড  POL
এনওসি পোলিশ অলিম্পিক কমিটি
ওয়েবসাইটwww.pkol.pl (পোলীয়)
অলিম্পিক ইতিহাস
গ্রীষ্মকালীন গেমস
শীতকালীন গেমস
অন্যান্য সম্পর্কিত উপস্থিতি
 অস্ট্রিয়া (১৯০৮–১৯১২)
 রুশ সাম্রাজ্য (১৯১২)

পোল্যান্ডের ক্রীড়াবিদগন সর্বমোট ২৯১টি পদক জিতেছে। সবচেয়ে বেশি পদক বিজয়ী ক্রীড়া হল দৌড়বাজী। হাঙ্গেরি ও রোমানিয়ার পরে পোল্যান্ড তৃতীয় সফল দেশ যারা কখনও স্বাগতিক হতে পারেনি।

পোল্যান্ডের জাতীয় অলিম্পিক কমিটি ১৯১৮ সালে গঠিত হয় এব ১৯১৯ সালে আইওসির স্বীকৃতি পায়।

পদক তালিকা 

সম্পাদনা

গ্রীষ্মকালীন ক্রীড়া অনুযায়ী পদক

সম্পাদনা

আরও দেখুন

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা
  • "Poland"। International Olympic Committee। 
  • "Results and Medalists" [ফলাফল ও পদক তালিকা]। Olympic.org (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। 
  • "Olympic Medal Winners"। International Olympic Committee। 
  • "Poland"। Sports-Reference.com। ৩১ জুলাই ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০১৬