১৯৮৮ গ্রীষ্মকালীন অলিম্পিক
২৪তম গ্রীষ্মকালীন অলিম্পিক ১৯৮৮ সালের সেপ্টেম্বরের ১৭ তারিখ থেকে ২রা অক্টোবর পর্যন্ত দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে অনুষ্ঠিত হয়। ১৬০ টি দেশের সর্বমোট ৮৩৯১ জন অ্যাথলেট এতে অংশ নেন।
অংশগ্রহণকারী রাষ্ট্রগুলো
সম্পাদনা১৫৯টি দেশ থেকে আগত ক্রিড়াবিদরা সিওল গেমের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। আরুবা, আমেরিকান সামোয়া, কুক দ্বীপপুঞ্জ, গুয়াম, মালদ্বীপ, ভানুয়াটু, সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইন দ্বীপপুঞ্জ, এবং দক্ষিণ ইয়েমেন তারা তাদের প্রথম অলিম্পিক গেমে অংশগ্রহণ করেন। নিম্নলিখিত তালিকায় দেশসমূহের পাশে তাদের সিওল প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ক্রীড়াবিদের সংখ্যা নির্দেশনা করে হল :[১]
পদক গণনা
সম্পাদনাএই টেবিলে প্রথম দশটি দেশের পদক জয়ী :[২]
১ | সোভিয়েত ইউনিয়ন | ৫৫ | ৩১ | ৪৬ | ১৩২ |
২ | পূর্ব জার্মানি | ৩৭ | ৩৫ | ৩০ | ১০২ |
৩ | মার্কিন যুক্তরাষ্ট্র | ৩৬ | ৩১ | ২৭ | ৯৪ |
৪ | দক্ষিণ কোরিয়া (নিমন্ত্রাতা দেশ) | ১২ | ১০ | ১১ | ৩৩ |
৫ | পশ্চিম জার্মানি | ১১ | ১৪ | ১৫ | ৪০ |
৬ | হাঙ্গেরি | ১১ | ৬ | ৬ | ২৩ |
৭ | বুলগেরিয়া | ১০ | ১২ | ১৩ | ৩৫ |
৮ | রোমানিয়া | ৭ | ১১ | ৬ | ২৪ |
৯ | ফ্রান্স | ৬ | ৪ | ৬ | ১৬ |
১০ | ইতালি | ৬ | ৪ | ৪ | ১৪ |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Olympic Games Participating Countries - 1988 Seoul"। www.olympic-museum.de। ২০০৭-১০-১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৭-১০-০৭।
- ↑ "Seoul 1988"। www.olympic.org। সংগ্রহের তারিখ মার্চ ১২, ২০১০।
বহিঃসংযোগ
সম্পাদনা- "Olympic Review 1988 - Official results" (পিডিএফ)। ১২ জানুয়ারি ২০১২ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ অক্টোবর ২০১১।
- The program of the 1988 Seoul Olympics
- "1988 Seoul Olympic Archive"। Seoul Olympic Sports Promotion Foundation। ২০০৯-০৭-২৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১১-১০-২০।
ক্রীড়া অবস্থান | ||
---|---|---|
পূর্বসূরী লস অ্যাঞ্জেলেস |
গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস সিউল ১৯৮৮ |
উত্তরসূরী বার্সেলোনা |