গ্রীষ্মকালীন অলিম্পিকে তীরন্দাজী

অলিম্পিক গেমসে প্রথম তীরন্দাজী অন্তর্ভুক্ত হয় ১৯০০ গ্রীষ্মকালীন অলিম্পিকে এবং তখন থেকে ১৬টি অলিম্পিয়াডে প্রতিযোগিতা হয়েছে। ৮৪টি দেশ অলিম্পিকে তীরন্দাজী ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করেছে এবং সর্বোচ্চ প্রতিদ্বন্দ্বিতাকারী দেশ হল ফ্রান্স, যে ১৪টি অলিম্পিয়াডে অংশগ্রহণ করেছে। সবচেয়ে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে কোরিয়ান মহিলা তীরন্দাজরা, যারা ১৯৮৪ সাল থেকে ১৫ টি স্বর্ণের মধ্যে ১৪টি জিতেছে। কোরিয়ার পুরুষ তীরন্দাজরাও দলীয় ইভেন্টে দারুন পারদর্শী, সাতটি স্বর্ণের মধ্যে চারটি জিতেছে। এটি ওয়ার্ল্ড আর্চারি ফেডারেশন (ডব্লিউএ বা WA, প্রাক্তন এফআইটিএ) কর্তৃক নিয়ন্ত্রিত হয়। রিকার্ভ আর্চারি হল অলিম্পিক গেমসের একমাত্র বৈশিষ্ট্যপূর্ণ বিভাগ। এছাড়া গ্রীষ্মকালীন প্যারালিম্পিকেও তীরন্দাজী ইভেন্ট রয়েছে।

গ্রীষ্মকালীন অলিম্পিকে তীরন্দাজী
বিভাগ৪ (পুরুষ: ২; নারী: ২)
খেলা
  • ১৮৯৬
  • ১৯০০
  • ১৯০৪
  • ১৯০৮
  • ১৯১২
  • ১৯২০
  • ১৯২৪
  • ১৯২৮
  • ১৯৩২
  • ১৯৩৬
  • ১৯৪৮
  • ১৯৫২
  • ১৯৫৬
  • ১৯৬০
  • ১৯৬৪
  • ১৯৬৮
  • ১৯৭২
  • ১৯৭৬
  • ১৯৮০
  • ১৯৮৪
  • ১৯৮৮
  • ১৯৯২
  • ১৯৯৬
  • ২০০০
  • ২০০৪
  • ২০০৮
  • ২০১২
  • ২০১৬
  • ২০২০
  • ২০২৪
  • ২০২৮

ইতিহাস

সম্পাদনা

পদক টেবিল

সম্পাদনা

১৯৭২ থেকে 

সম্পাদনা

১৯৭২ সালে অলিম্পিক গেমসে আধুনিক তীরন্দাজী প্রতিযোগিতা শুরু হয়েছে বলে ধরা হয়।

ক্রম দেশ স্বর্ণ রৌপ্য ব্রোঞ্জ মোট
  দক্ষিণ কোরিয়া ১৯ ৩৪
  মার্কিন যুক্তরাষ্ট্র ১৪
  ইতালি
  চীন
  সোভিয়েত ইউনিয়ন
  ফিনল্যান্ড
  ইউক্রেন
  অস্ট্রেলিয়া
  ফ্রান্স
১০   স্পেন
১১   জাপান
১২   সুইডেন
১৩   চীনা তাইপেই
  জার্মানি
  মেক্সিকো
  পোল্যান্ড
১৭   ইন্দোনেশিয়া
১৮   গ্রেট ব্রিটেন
১৯   সমন্বিত দল
২০   নেদারল্যান্ডস
  রাশিয়া
সর্বমোট ২০ দেশ ৩৬ ৩৬ ৩৬ ১০৮

সর্বকালীন

সম্পাদনা
ক্রম দেশ স্বর্ণ রৌপ্য ব্রোঞ্জ মোট
  দক্ষিণ কোরিয়া (KOR) ১৯ ৩৪
  মার্কিন যুক্তরাষ্ট্র (USA) ১৪ ১০ ৩২
  বেলজিয়াম (BEL) ১১ ২০
  ফ্রান্স (FRA) ১০ ২৩
  গ্রেট ব্রিটেন (GBR)
  ইতালি (ITA)
  চীন (CHN)
  সোভিয়েত ইউনিয়ন (URS)
  ফিনল্যান্ড (FIN)
  ইউক্রেন (UKR)
১১   অস্ট্রেলিয়া (AUS)
  নেদারল্যান্ডস (NED)
১৩   স্পেন (ESP)
১৪   জাপান (JPN)
১৫   সুইডেন (SWE)
১৬   চীনা তাইপেই (TPE)
  জার্মানি (GER)
  মেক্সিকো (MEX)
  পোল্যান্ড (POL)
২০   ইন্দোনেশিয়া (INA)
২১   সমন্বিত দল (EUN)
২২   রাশিয়া (RUS)
সর্বমোট ৬১ ৬০ ৫২ ১৭৩

যোগ্যতা

সম্পাদনা

প্রতিযোগিতার

সম্পাদনা

ব্যক্তিগত 

সম্পাদনা

প্রাক-২০০৮

সম্পাদনা

প্রাথমিক গেমস 

সম্পাদনা
১৯০০ ১৯০৪ ১৯০৮ ১৯১২ ১৯২০
৬টি ইভেন্ট শুধু পুরুষদের জন্য ৬টি ইভেন্ট পুরুষ ও মহিলাদের ৩টি ইভেন্ট পুরুষ ও মহিলাদের অনুষ্ঠিত হয়নি ১০টি ইভেন্ট শুধু পুরুষদের জন্য
 

আধুনিক গেম

সম্পাদনা
ইভেন্ট ৭২ ৭৬ ৮০ ৮৪ ৮৮ ৯২ ৯৬ ০০ ০৪ ০৮ ১২ ১৬ বছর
পুরুষদের ব্যক্তিগত X X X X X X X X X X X X ১২
পুরুষদের দলগত X X X X X X X X
মহিলাদের ব্যক্তিগত X X X X X X X X X X X X ১২
মহিলাদের দলগত X X X X X X X X
ইভেন্টসমূহ ৪০

অংশগ্রহণকারী দেশ

সম্পাদনা

রেকর্ড

সম্পাদনা

আরও দেখুন

সম্পাদনা
  • তালিকা ফরোয়ার্ড ধনুর্বিদ্যা
  • তালিকা অলিম্পিক স্থানগুলোতে, ধনুর্বিদ্যা মধ্যে

তথ্যসূত্র

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা