গাইদঘাট রেলওয়ে স্টেশন

গাইদঘাট রেলওয়ে স্টেশন বর্তমান বাংলাদেশের খুলনা বিভাগের চুয়াডাঙ্গা জেলার একটি রেলওয়ে স্টেশন [][] ছিলো। এটি বর্তমানে অব্যবহৃত অবস্থায় আছে।[]

গাইদঘাট রেলওয়ে স্টেশন
বাংলাদেশের রেলওয়ে স্টেশন
অবস্থানচুয়াডাঙ্গা জেলা,
খুলনা বিভাগ
 বাংলাদেশ
লাইনচিলাহাটি-পার্বতীপুর-সান্তাহার-দর্শনা লাইন
প্ল্যাটফর্মনাই
নির্মাণ
গঠনের ধরনঅব্যবহৃত
অন্য তথ্য
অবস্থানিস্ক্রিয়
পরিষেবা
নাই
অবস্থান
মানচিত্র

ইতিহাস

সম্পাদনা

গাইদঘাট দুর্ঘটনা

সম্পাদনা

১৯৭৯ সালের ২৬ জানুয়ারী চুয়াডাঙ্গার গাইদঘাটে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটে। সেদিন বেলা ১টা ২০ মিনিটে খুলনা থেকে পার্বতীপুরগামী রকেট মেইল ট্রেনটি চুয়াডাঙ্গার গাইদঘাটে পৌছুলে দুর্ঘটনাকবলিত হয়। সরকারি হিসেবে এ দুর্ঘটনায় নিহতের সংখ্যা ছিল ৭৪। বেসরকারি হিসেবে নিহতের সংখ্যা ৫ শতাধিক। আহত হয়েছিল কয়েকশত যাত্রী । এ দুর্ঘটনার আগে ১৯৪০ সালে একই স্থানে ট্রেন দুর্ঘটনায় বেশ কয়েকজন মারা যায়। ১৯৭৯ সালের ৩০ অক্টোবর একই স্থানে ঘটে আরেকটি ট্রেন দুর্ঘটনা। ১৯৮০ সালের ১০ আগস্ট এখানে আবারো ট্রেন দুর্ঘটনায় মারা যায় ৪ জন।[]

অবস্থান

সম্পাদনা

চিলাহাটি-পার্বতীপুর-সান্তাহার-দর্শনা লাইনের চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনজয়রামপুর রেলওয়ে স্টেশন এর মাঝে গাইদঘাট রেলওয়ে স্টেশনটি ছিলো।

স্টেশনটির সর্বশেষ অবস্থা'গাঢ় লেখা' : ১৯৭৯ সালের ২৬ জানুয়ারি গাইদঘাটে ঘটে যাওয়া ভয়াবহ ট্রেন দুর্ঘটনার পর ১৯৮১ সালে এখানে নিহতদের স্মরণে  স্মৃতিসৌধ নির্মাণ করা হয় । গাইদঘাট স্টেশনকে ঘিরে এখানে ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটে । কিন্তু এ স্টেশন থেকে আশানুরূপ আয় না হওয়ায় রেলওয়ে কর্তৃপক্ষ কয়েক বছর পরই স্টেশনটি বন্ধ ঘোষণা করে । ঐ এলাকার তিন কিলোমিটার লাইন এখনো ঝুঁকিপূর্ণ ‌।‌ জনশ্রুতি অনুযায়ী এখনো সেখানে ট্রেনের গতি কমিয়ে পাস করানো হয় । ১৯৭৯ সালের দুর্ঘটনাকবলিত সেই স্থানের খুব কাছে ওয়াল তৈরি করে মাটি ধসে পড়া রোধ করা হয়েছে । বর্তমানে এ স্টেশনের চিহ্ন খুঁজে পাওয়া দায় । শুধুমাত্র স্টেশনের একটি টিনশেড বিল্ডিং রয়েছে । 

তথ্যসূত্র

সম্পাদনা
  1. সংবাদদাতা, জেলা (২০১৯-১০-০৪)। "চুয়াডাঙ্গায় ট্রেনের ধাক্কায় বৃদ্ধ নিহত"risingbd.com। সংগ্রহের তারিখ ২০২০-০১-২৮ 
  2. "আসনসংখ্যা বাড়ানোর দাবিতে রেলপথ অবরোধ"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২০-০১-২৮ 
  3. "বন্ধ চুয়াডাঙ্গার ৫টি রেলস্টেশন, ধুঁকছে বাকিগুলোও"Sarabangla.net। ২০১৯-১০-১৫। সংগ্রহের তারিখ ২০২০-০১-২৮ 
  4. "চুয়াডাঙ্গার গাইদঘাট ট্রাজেডি দিবস আজ - :: আন্দোলনের বাজার ::"। ২০২০-০১-২৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০১-২৮