মালঞ্চি রেলওয়ে স্টেশন
মালঞ্চি রেলওয়ে স্টেশন বাংলাদেশের নাটোর জেলার প্রাচীনতম একটি রেলওয়ে স্টেশন। এটি ১৯২৭ সালে নির্মিত এবং নাটোর জেলার বাগাতিপাড়া ও লালপুর উপজেলার নিকটবর্তী মালঞ্চি নামক স্থানে অবস্থিত। স্টেশনের কয়েক মিটার পশ্চিমে বাগাতিপাড়া উপজেলা পরিষদের অবস্থান। বর্তমানে রেলওয়ে স্টেশনটি বন্ধ রয়েছে। [১][২]
মালঞ্চি রেলওয়ে স্টেশন | |
---|---|
বাংলাদেশ রেলওয়ে স্টেশন | |
অবস্থান | মালঞ্চি, বাগাতিপাড়া উপজেলা, নাটোর বাংলাদেশ |
স্থানাঙ্ক | ২৪°১৮′১৯″ উত্তর ৮৮°৫৭′৪৯″ পূর্ব / ২৪.৩০৫১৫৬৪° উত্তর ৮৮.৯৬৩৫০৮৬° পূর্ব |
উচ্চতা | ৪৮ মি (১৫৭ ফু) |
প্ল্যাটফর্ম | ৪ |
অন্য তথ্য | |
অবস্থা | সাময়িক বন্ধ |
ইতিহাস | |
চালু | ১৯২৭ |
অবস্থান | |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "৫ বছর ধরে বন্ধ নাটোরের দুই রেল স্টেশন"। বৈশাখী টেলিভিশন। সংগ্রহের তারিখ ২০২০-০১-২২।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "বন্ধ হয়ে গেছে পশ্চিম রেলের ৫২ স্টেশন"। banglanews24.com। সংগ্রহের তারিখ ২০২০-০১-২২।