রুপপুর রেলওয়ে স্টেশন
রুপপুর রেলওয়ে স্টেশন বাংলাদেশের রাজশাহী বিভাগের পাবনা জেলার একটি রেলওয়ে স্টেশন।[১] এটি চিলাহাটি-পার্বতীপুর-সান্তাহার-দর্শনা লাইনের ঈশ্বরদী-রূপপুর শাখার একটি রেলওয়ে স্টেশন।
রুপপুর রেলওয়ে স্টেশন | ||
---|---|---|
বাংলাদেশের রেলওয়ে স্টেশন | ||
অবস্থান | পাবনা জেলা রাজশাহী বিভাগ বাংলাদেশ | |
মালিকানাধীন | বাংলাদেশ রেলওয়ে | |
পরিচালিত | বাংলাদেশ রেলওয়ে | |
লাইন | ঈশ্বরদী-রুপপুর লাইন | |
প্ল্যাটফর্ম | ? | |
ট্রেন পরিচালক | পশ্চিমাঞ্চল রেলওয়ে | |
নির্মাণ | ||
গঠনের ধরন | ভূমিগত | |
ইতিহাস | ||
চালু | ৯ ফেব্রুয়ারী ২০২৩ | |
পরিষেবা | ||
চালু
| ||
অবস্থান | ||
অবস্থান
সম্পাদনারুপপুর রেলওয়ে স্টেশন পাবনা জেলার ঈশ্বরদী উপজেলায় অবস্থিত।[২]
ইতিহাস
সম্পাদনা২০১৮ সালে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যন্ত্রাংশ ও মালামাল পরিবহনের জন্য রূপপুরে একটি রেলস্টেশন নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়। এই জন্য ঈশ্বরদী বাইপাস রেলওয়ে স্টেশন থেকে রূপপুর পর্যন্ত ২৬.৫২ কিলোমিটার রেলপথ নির্মাণ ও সংস্কারের উদ্যোগ নেয়া হয়। এর আওতায় ৯ কিলোমিটার রেলপথ একেবারেই নতুনভাবে নির্মাণ করার ও বাকি ১৭.৫২ কিলোমিটার বিদ্যমান রেললাইনকে ডুয়েলগেজে রূপান্তর করার পরিকল্পনা নেওয়া হয়। ২০২০ সালের জুনের মধ্যে ৩৩৫.৯৭ কোটি টাকা ব্যয়ে এই রেললাইন নির্মাণ সম্পন্ন করার কথা জানানো হয়।[৩] ২০১৮ সালের এপ্রিলে রূপপুর রেলওয়ে স্টেশন এবং এর ট্র্যাকের নির্মাণ কাজ শুরু হয়।[২] তবে কোভিড-১৯ মহামারীর কারণে সময়মতো কাজ শেষ না হওয়ায় পরে সেই সময়সীমা পিছিয়ে ২০২২ সাল করা হয়।[৪] ২০২৩ সালের ৯ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বি-গ্রেডের রেলওয়ে স্টেশনটির উদ্বোধন করেন।[৫][৬]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "প্রধানমন্ত্রীর উদ্বোধন ঘিরে সাজ সাজ বর রূপপুর রেলওয়ে স্টেশন"। banglanews24.com। ২০২৩-০২-০৯। সংগ্রহের তারিখ ২০২৩-০২-০৯।
- ↑ ক খ নিউজ, সময়। "বৃহস্পতিবার ঈশ্বরদী-রূপপুর রেললাইনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী | বাংলাদেশ"। সময় সংবাদ। সংগ্রহের তারিখ ২০২৩-০২-০৯।
- ↑ "নতুন রেলপথ হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র"। যুগান্তর। ৩ এপ্রিল ২০১৮। সংগ্রহের তারিখ ৬ জুন ২০২৩।
- ↑ "ঈশ্বরদী-রূপপুর রেল সংযোগ প্রকল্প: ৩ কারণে দেরির শঙ্কা"। রাইজিংবিডি.কম। সংগ্রহের তারিখ ৬ জুন ২০২৩।
- ↑ "প্রধানমন্ত্রীর উদ্বোধন ঘিরে সাজ সাজ বর রূপপুর রেলওয়ে স্টেশন"। banglanews24.com। ৯ ফেব্রুয়ারি ২০২৩। সংগ্রহের তারিখ ৬ জুন ২০২৩।
- ↑ "নতুন রেলপথ হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে"। www.jugantor.com। সংগ্রহের তারিখ ২০২৩-০২-০৯।