নলুয়া ইউনিয়ন, সাতকানিয়া
নলুয়া ইউনিয়ন বাংলাদেশের চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।
নলুয়া | |
---|---|
ইউনিয়ন | |
৩নং নলুয়া ইউনিয়ন পরিষদ | |
বাংলাদেশে নলুয়া ইউনিয়ন, সাতকানিয়ার অবস্থান | |
স্থানাঙ্ক: ২২°৭′৪৫″ উত্তর ৯২°২′৪৫″ পূর্ব / ২২.১২৯১৭° উত্তর ৯২.০৪৫৮৩° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | চট্টগ্রাম জেলা |
উপজেলা | সাতকানিয়া উপজেলা |
সরকার | |
• চেয়ারম্যান | লেয়াকত আলী |
আয়তন | |
• মোট | ১২.৮৬ বর্গকিমি (৪.৯৭ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ৩৩,১৬৭ |
• জনঘনত্ব | ২,৬০০/বর্গকিমি (৬,৭০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৪৬.৪৫% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৪৩৮৭ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
আয়তন
সম্পাদনানলুয়া ইউনিয়নের আয়তন ৩১৭৭ একর (১২.৮৬ বর্গ কিলোমিটার)।[১]
জনসংখ্যা
সম্পাদনা২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী নলুয়া ইউনিয়নের লোকসংখ্যা ৩৩,১৬৭ জন। এর মধ্যে পুরুষ ১৬,৩৫৬ জন এবং মহিলা ১৬,৮১১ জন।[২]
অবস্থান ও সীমানা
সম্পাদনাসাতকানিয়া উপজেলার উত্তর-মধ্যাংশে নলুয়া ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ১১ কিলোমিটার। এ ইউনিয়নের পশ্চিমে আমিলাইশ ইউনিয়ন ও এওচিয়া ইউনিয়ন; দক্ষিণে পশ্চিম ঢেমশা ইউনিয়ন ও ঢেমশা ইউনিয়ন; পূর্বে ঢেমশা ইউনিয়ন, কেঁওচিয়া ইউনিয়ন ও খাগরিয়া ইউনিয়ন এবং উত্তরে খাগরিয়া ইউনিয়ন ও চন্দনাইশ উপজেলার বৈলতলী ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
সম্পাদনানলুয়া ইউনিয়ন সাতকানিয়া উপজেলার আওতাধীন ৩নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম সাতকানিয়া থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৯২নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-১৫ এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:
- মরফলা
- নলুয়া
- গাটিয়াডেঙ্গা
নামকরণ
সম্পাদনালোকমুখে কথিত, শত শত বছর আগে এ এলাকা নল বন দ্বারা ঢাকা ছিল। এই এলাকায় কোন বসতি ছিল না। সম্পূর্ণ এলাকা নল খাগড়া দ্বারা আচ্ছাদিত ছিল। ক্রমান্বয়ে যখন মানুষের বসবাস শুরু হয়, তখন এ এলাকা নলুয়া নামে পরিচিতি লাভ করে। আবার কারো কারো মতে, সাঙ্গু নদীতে বড় বড় জাহাজ চলত। জাহাজের নোঙ্গর এই এলাকায় ফেলত বলে এর নাম নলুয়া নামে প্রচলিত হয়।
১৯৮৫ সালে প্রশাসনিক কাজের সুবিধার্থে তৎকালীন প্রশাসক খাগরিয়া নলুয়া ইউনিয়নকে কয়েকটি মৌজায় পৃথক করে আলাদা দুটি ইউনিয়ন গঠন করেন।[৩]
শিক্ষা ব্যবস্থা
সম্পাদনানলুয়া ইউনিয়নের সাক্ষরতার হার ৪৬.৪৫%।[১] এ ইউনিয়নে ১টি কলেজ, ৪টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি মাদ্রাসা ও ৮টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান
সম্পাদনা- কলেজ
- মাধ্যমিক বিদ্যালয়
- নলুয়া দ্বিজেন্দ্র লাল করণ উচ্চ বিদ্যালয়
- পূর্ব গাটিয়াডেঙ্গা আলহাজ্ব শফিয়া মমতাজুল হক উচ্চ বিদ্যালয়
- পূর্ব গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়
- মরফলা আর এম এন উচ্চ বিদ্যালয়
- মাদ্রাসা
•পূর্ব গাটিয়াডেঙ্গা ইসলামিয়া আইনুল উলুম মাদ্রাসা
- প্রাথমিক বিদ্যালয়
- উত্তর গাটিয়াডেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- দক্ষিণ গাটিয়াডেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- দক্ষিণ মরফলা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পশ্চিম নলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পূর্ব গাটিয়াডেঙ্গা বিল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পূর্ব নলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মধ্য নলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মরফলা সরকারি প্রাথমিক বিদ্যালয়
যোগাযোগ ব্যবস্থা
সম্পাদনানলুয়া ইউনিয়নে যোগাযোগের প্রধান ২টি সড়ক চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মৌলভীর দোকান-নলুয়া সড়ক ও কেরানীহাট-নলুয়া সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম গ্যাসচালিত সিএনজি এবং বিদ্যুৎ চালিত অটোরিক্সা।
ধর্মীয় উপাসনালয়
সম্পাদনানলুয়া ইউনিয়নে ২৪টি মসজিদ, ১০টি ঈদগাহ ও ৭টি মন্দির রয়েছে।
খাল ও নদী
সম্পাদনানলুয়া ইউনিয়নের উত্তর পাশ দিয়ে বয়ে চলেছে সাঙ্গু নদী। স্থানীয়রা সাঙ্গু নদীকে শঙ্খ নদী বা শঙ্খ খাল নামে অবহিত করে থাকে এছাড়া এ ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে ডলু খাল,নতুন খাল এবং গরল খাল।[৮]
হাট-বাজার
সম্পাদনানলুয়া ইউনিয়নের প্রধান ২টি হাট-বাজার হলো মরফলা বাজার ও পূর্ব গাটিয়াডেংগা হাঙ্গরমুখ বাজার। এছাড়া পশ্চিম নলুয়ার তালতল বাজার হিসেবে স্থানীয়দের নিকট জনপ্রিয়তা পেয়েছে [৯]
দর্শনীয় স্থান
সম্পাদনা- বৌদ্ধদেব মন্দির
- গাটিয়াডেঙ্গা মাদ্রাসা ময়দান
- মধ্যম নলুয়া গ্রামে অবস্থিত মাটি ভেদকরা রক্ষা কালী মন্দির
- পশ্চিম নলুয়া বুড়া কালী মন্দির
- মধ্যম নলুয়া জ্বালাকুমারী মন্দির
জনপ্রতিনিধি
সম্পাদনা- বর্তমান চেয়ারম্যান: লেয়াকত আলী[১১]
- চেয়ারম্যানগণের তালিকা
ক্রম নং | চেয়ারম্যানের নাম | সময়কাল |
---|---|---|
০১ | সুলতান আহমদ | |
০২ | সুলতান আহমদ | |
০৩ | জাগির হোসেন | |
০৪ | আব্দুর রহিম | |
০৫ | মাওলানা আবদুল কবির | |
০৬ | রাখাল চক্রবর্ত্তী | |
০৭ | আব্দুল মোনাফ | |
০৮ | আলমগীর মোহাম্মদ রাশেদ | |
০৯ | অধ্যাপক নুরুল আবছার | ২০১২-২০১২ |
১০ | হাশেম উদ্দীন খান (ভারপ্রাপ্ত) | ২০১৩-২০১৩ |
১১ | তসলিমা আবছার | ২০১৩-২০২২ |
১২ | লেয়াকত আলী | ২০২২-বর্তমান |
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "সাতকানিয়া উপজেলা - বাংলাপিডিয়া"। bn.banglapedia.org।
- ↑ ক খ "গ্রামভিত্তিক লোকসংখ্যা - নলুয়া ইউনিয়ন - নলুয়া ইউনিয়ন"। naluaup.chittagong.gov.bd। ১২ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জুলাই ২০১৭।
- ↑ "নলুয়া ইউনিয়নের ইতিহাস - নলুয়া ইউনিয়ন - নলুয়া ইউনিয়ন"। naluaup.chittagong.gov.bd। ১২ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জুলাই ২০১৭।
- ↑ "কলেজ - নলুয়া ইউনিয়ন - নলুয়া ইউনিয়ন"। naluaup.chittagong.gov.bd।
- ↑ "মাধ্যমিকবিদ্যালয় - নলুয়া ইউনিয়ন - নলুয়া ইউনিয়ন"। naluaup.chittagong.gov.bd।
- ↑ "মাদ্রাসা - নলুয়া ইউনিয়ন - নলুয়া ইউনিয়ন"। naluaup.chittagong.gov.bd।
- ↑ "প্রাথমিকবিদ্যালয় - নলুয়া ইউনিয়ন - নলুয়া ইউনিয়ন"। naluaup.chittagong.gov.bd।
- ↑ "খাল ও নদী - নলুয়া ইউনিয়ন - নলুয়া ইউনিয়ন"। naluaup.chittagong.gov.bd। ১২ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জুলাই ২০১৭।
- ↑ "হাট বাজারের তালিকা - নলুয়া ইউনিয়ন - নলুয়া ইউনিয়ন"। naluaup.chittagong.gov.bd। ১২ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জুলাই ২০১৭।
- ↑ "দর্শণীয় স্থান - নলুয়া ইউনিয়ন - নলুয়া ইউনিয়ন"। naluaup.chittagong.gov.bd। ১২ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জুলাই ২০১৭।
- ↑ "সাতকানিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান হলেন যারা"। সিটিজ টাইমস। ৮ ফেব্রুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০২২।
- ↑ "ইউনিয়ন পরিষদের পূর্বতন চেয়ারম্যানবৃন্দ - নলুয়া ইউনিয়ন - নলুয়া ইউনিয়ন"। naluaup.chittagong.gov.bd। ১২ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জুলাই ২০১৭।