উইকিপিডিয়া আলোচনা:উইকিপত্রিকা/দেয়ালিকা/মাঘ ১৪৩১

মন্তব্য

নিম্নলিখিত অংশটি "উইকিপত্রিকার" মাঘ ১৪৩১ সংখ্যার জন্য সমস্ত আলোচনা পাতার একটি স্বয়ংক্রিয় উৎপাদিত সংকলন। সাধারণ "উইকিপত্রিকা" সংক্রান্ত আলোচনা জন্য খোলা ঝাঁপি বিভাগে যান।

সম্পাদকীয়: ২০২৫ সালের প্রত্যাশা (১,৯৪৭ বাইট · 💬)

  • চমৎকার নিবন্ধ Shahinalam5047 (আলাপ) ১৬:২৫, ১৫ জানুয়ারি ২০২৫ (ইউটিসি)
@Shahinalam5047 ধন্যবাদ। মেহেদী আবেদীন ১৬:৪৫, ১৫ জানুয়ারি ২০২৫ (ইউটিসি)
  • সম্পাদকীয়টি অসাধারণ এবং গভীর দৃষ্টিভঙ্গির প্রতিফলন। তার প্রত্যাশাগুলো আমাদের নতুন উদ্যমে কাজ করার অনুপ্রেরণা জোগায়।
    নতুন বছরে মেহেদী ভাইয়ের উইকিযাত্রা শুভ হোক। ― ᱚᱨᱤᱡᱤᱛ ২৩:২৫, ১৫ জানুয়ারি ২০২৫ (ইউটিসি)
    @Arijit Kisku ধন্যবাদ। মেহেদী আবেদীন ০০:৪৯, ১৬ জানুয়ারি ২০২৫ (ইউটিসি)
  • নাহিয়ান ভাইয়ের উইকিপিডিয়া যাত্রার শুরু এবং প্রথম নিবন্ধ তৈরির প্রেক্ষাপট সত্যিই অনুপ্রেরণামূলক। এটি দেখায় যে সামান্য কৌতূহল থেকেও বড় অবদান শুরু হতে পারে। ― ᱚᱨᱤᱡᱤᱛ ২৩:৩৭, ১৫ জানুয়ারি ২০২৫ (ইউটিসি)
  • নাহিয়ানের কর্ম তৎপরতা সত্যি অনুপ্রেরণাদায়ক। তার জন্য শুভকামনা রইল।--সাজিদ রেজা করিম ০৬:১৫, ১৮ জানুয়ারি ২০২৫ (ইউটিসি)
  • খাত্তাব ভাই, আপনার সেন্স অফ হিউমারবোধ অসাধারণ!
আপনি আমার কষ্ট বুঝবেন, আমি আপনার কষ্ট বুঝি। পরস্পরের এই বোঝাবুঝি বুঝতে ব্যর্থ হওয়ায় চ্যাটজিপিটিকে শীতকালীন নির্বাসনদণ্ড দেবার প্রস্তাবনা করছি।
সবশেষ কথা, ভালো থাকবেন, ভালো সম্পাদনা করবেন আর বিয়ে করলে (হোক একটা বা চারটা) অবশ্যই দাওয়াত দিবেন! Ishtiak Abdullah (আলাপ) ১৫:৩৩, ১৫ জানুয়ারি ২০২৫ (ইউটিসি)
@Ishtiak Abdullah অবশ্যই, বিয়ের দাওয়াতে মোরগ-পোলাও না খাওয়ালে @খাত্তাব হাসান এর বাড়ি অবরোধ কার্যক্রম পরিচালনা করা হবে। মেহেদী আবেদীন ১৫:৩৭, ১৫ জানুয়ারি ২০২৫ (ইউটিসি)
  • খাত্তাব হাসান ভাই, আপনার লেখা নিঃসন্দেহে উইকিরসের প্রকৃত উদাহরণ। রসিকতার এমন চমৎকার ব্যবহার দেখে মনে হচ্ছে, আপনি শীতকালীন সম্পাদনার সমস্যাগুলো শুধু অনুভবই করেননি, বরং সেগুলোকে হাস্যরসে রূপান্তর করার এক অসাধারণ ক্ষমতা অর্জন করেছেন।
শীতকালে উইকিপিডিয়ার সম্পাদনা নিয়ে এমন তীক্ষ্ণ রসিকতা এবং বিভিন্ন "প্রতীকী সমস্যা" তুলে ধরা যেন সম্পাদকদের দৈনন্দিন জীবনের এক মজার প্রতিচ্ছবি। বিশেষ করে, টাইপিংয়ের সময় আঙুল বরফ হয়ে যাওয়ার বিষয়টি এতটা বাস্তব এবং মজার ছিল যে পড়তে পড়তে নিজেও যেন শীত অনুভব করলাম!
বিয়ের প্রসঙ্গও যেভাবে বারবার ফিরে এসেছে, তাতে মনে হচ্ছে শীতকালীন রসিকতার অন্যতম প্রধান অনুষঙ্গ এটি। তবে লেখার প্রতিটি বাক্যে রসিকতা এতটাই সুক্ষ্মভাবে মিশে আছে যে, কোনো বিষয়কে আলাদা করে তুলে ধরাও কঠিন।
আপনার "উত্তেজিত উইকিপিডিয়ান" এবং "গ্লাভস পরে টাইপিং" নিয়ে যে চিত্র তুলে ধরেছেন, তা শুধু মজার নয়, বাস্তবিক সমস্যাগুলোতেও আলোকপাত করে। আর চ্যাটজিপিটির সাথে কথোপকথন তো পুরো লেখার মুকুট বলা যায়! এমন হাস্যরস সৃষ্টির জন্য আপনাকে আন্তরিক অভিনন্দন।
উইকিরসের মতো লেখাগুলো আমাদের জীবনের ছোটখাটো বিষয়গুলোতে নতুনভাবে হাসি খুঁজে পেতে সাহায্য করে। আপনার লেখাটি শীতকালের সমস্ত "সম্পাদনা সংকট" ভুলে এক কাপ চা হাতে হাসতে বাধ্য করবে। জেমিনি আপুর অপেক্ষায় রইলাম! 𝓑𝓐𝓓𝓗𝓞𝓝 (আলাপ) ২০:৫১, ১৫ জানুয়ারি ২০২৫ (ইউটিসি)
  • খাত্তাব ভাইয়ের কথার ধাঁচে, বলা যায়: "এমন মজাদার লেখা পড়ে মনে হলো শীতের কষ্ট কিছুটা হলেও কমে গেছে।" উইকিরসের এই রসবোধের ধারাবাহিকতা বজায় থাকুক। সবাই ভালো থাকুন, ভালো সম্পাদনা করুন, আর হাসতে থাকুন! ― ᱚᱨᱤᱡᱤᱛ ২৩:৩৩, ১৫ জানুয়ারি ২০২৫ (ইউটিসি)

সাহিত্য: উইকিপিডিয়া (২,৮৬৩ বাইট · 💬)

  • অসাধারণ তবে মনে হয় ছন্দ ও অন্যান্য দিকগুলো সংশোধন করা প্রয়োজন। ---- মোবাশশির' (আলাপ) ১৩:৫৫, ১৫ জানুয়ারি ২০২৫ (ইউটিসি)
@Md Mobashir Hossain Ibn Md Zakir Hossain পরবর্তী মাসে আপনার থেকে একটি ভালো কাব্য কামনা করছি। ―  ☪  কাপুদান পাশা () ১৪:৩৩, ১৫ জানুয়ারি ২০২৫ (ইউটিসি)
ধন্যবাদ ভাই। ইনশাআল্লাহ চেষ্টা করব। দেখি অনেক কিছুই লিখলাম উইকিপিডিয়া নিয়ে পারি কিনা? মোবাশশির' (আলাপ) ১৪:৩৭, ১৫ জানুয়ারি ২০২৫ (ইউটিসি)
  • উইকিপিডিয়ার ২৪ বছরের দীর্ঘ পথচলাকে এমন নান্দনিক ভাষায় তুলে ধরার জন্য মেহেদী ভাই প্রশংসার দাবিদার। উইকিপিডিয়ার অবদান এবং এর পিছনে থাকা অগণিত মানুষের নিরলস পরিশ্রমকে সম্মান জানানোর এই উপস্থাপন সত্যিই প্রশংসনীয়। ― ᱚᱨᱤᱡᱤᱛ ২৩:৪১, ১৫ জানুয়ারি ২০২৫ (ইউটিসি)
  • আমিও একদা সাধু ভাষায় বিকিপীডিয়ার কথা ভাবিয়াছিলাম, যেখানে নব্য নব্য বিষয়াদি বাঙ্গালার নবজাগরণের লেখনীতে লিখিত হইবে। আশা করি, অতীতকালের সাহিত্যিক মাধুর্য্য ও বর্ত্তমানের প্রগতিশীল লেখকগোষ্ঠী একত্রিত হইয়া ভবিষ্যতে এইপার-ওইপার বঙ্গের দ্বিতীয় নবজাগরণের সৃষ্টি করিতে পারে। কলিকাতা-নিকটস্থ হুগলী জেলার এক জনপদ হইতে ধন্যবাদ। --এসবিবি১৪১৩ (আলাপঅবদানসমূহ) ১৫:০৪, ১৫ জানুয়ারি ২০২৫ (ইউটিসি)
    এসবিবি১৪১৩ আশাবাদী লোকেদের দেখিলে প্রীত হই যে, ইহা খুব বেশি অসম্ভব নহে। ―  ☪  কাপুদান পাশা () ০৮:১৯, ১৬ জানুয়ারি ২০২৫ (ইউটিসি)
  • আমার মনে হয় চাইলেই উইকিমিডিয়ায় সাধু বাংলা ভাষার উইকিপিডিয়া প্রকল্প চালু করা সম্ভব। কিন্তু আসল সমস্যা হচ্ছে এখন বাঙালিদের অনেকেই সাধু ভাষা ভুলে গেছে। সাধারণ কথাবার্তায় সাধু ভাষা অচল হয়ে যাওয়ায় আমরা এটা আর ব্যবহার করিনা। পাশাপাশি সাধু ভাষা কঠিন হওয়ায় মানুষ আজকাল অনাগ্রহ বোধ করে। এমনকি বর্তমানে উর্দু উইকিপিডিয়াতে অনেক উইকিপিডিয়ানের ব্যবহারকারী পাতায় একটি ব্যবহারকারী টেমপ্লেট দেখা যায় যেখানে লেখা আছে "এই ব্যক্তি উইকিপিডিয়ায় সহজ উর্দু ব্যবহার সমর্থন করেন"। সহজ উর্দু হলো উর্দুর একটি সাধারণ সংস্করণ যেখানে কঠিন আরবি-ফারসি শব্দ ও জটিল ব্যাকরণের নিয়ম বর্জন করা হয়ে থাকে। সুতরাং উর্দুভাষীদের মাঝেও "ক্লাসিক" ভাষা বর্জনের প্রবণতা বাড়ছে অনুমান করা যেতে পারে। মনে রাখতে হবে উর্দু হচ্ছে হিন্দি বলয় অঞ্চলের মুসলিমদের মাতৃভাষা আর তাদের আঞ্চলিক উর্দু মূলত প্রমিত উর্দুর চেয়ে বেশ সহজ। অন্যদিকে সাধু ভাষা সংস্কৃত প্রভাবিত। চলিত ভাষায় সংস্কৃত ভাষার প্রভাব অনেক কমিয়ে আনা হয়েছে। সুতরাং এক কথায় বলা যায় সাধু ভাষায় পারদর্শী উইকিপিডিয়ান খুঁজে পাওয়া কঠিন হবে। মেহেদী আবেদীন ১৫:১০, ১৫ জানুয়ারি ২০২৫ (ইউটিসি)

    সহজ উর্দু হলো উর্দুর একটি সাধারণ সংস্করণ যেখানে কঠিন আরবি-ফারসি শব্দ ও জটিল ব্যাকরণের নিয়ম বর্জন করা হয়ে থাকে। সুতরাং উর্দুভাষীদের মাঝেও "ক্লাসিক" ভাষা বর্জনের প্রবণতা বাড়ছে অনুমান করা যেতে পারে। মনে রাখতে হবে উর্দু হচ্ছে হিন্দি বলয় অঞ্চলের মুসলিমদের মাতৃভাষা আর তাদের আঞ্চলিক উর্দু মূলত প্রমিত উর্দুর চেয়ে বেশ সহজ।

    একটি কথা না বলিয়াই পারিলাম না যে "সহজ উর্দ্দূ" এবং "চলিত হিন্দী"-র মধ্যে লিপিব্যতীত কোনো বিভেদ নাই। হিন্দী আমার তৃতীয় ভাষা এবং আমার পাকিস্তানের জনগণের সংলাপ বুঝিতে তেমন অসুবিধা হয়নি। তাহারা কী যেন "বজীর-এ-আজম" বলিতেছিল, আর আন্তর্জ্জালের অনুসন্ধান যন্ত্র থেকে আমি ইহার অর্থ "প্রধানমন্ত্রী" পাইলাম। যাহা হউক, সাধু ভাষায় রচনার জন্য মিরাহেজের "ইনকিউবেটর প্লাস ২.০" রহিয়াছে, যদিচ আমি মিরাহেজ একাউণ্ট তৈয়ারীতে বিবিধ অসুবিধায় পড়িয়াছি। সমস্ত সমস্যার সমাধান হইলে আমি সেখানে সাধু ভাষার বিকিপীডিয়া তৈয়ারী করিব। এসবিবি১৪১৩ (আলাপঅবদানসমূহ) ০৪:৪৭, ১৬ জানুয়ারি ২০২৫ (ইউটিসি)
    মেহেদী আবেদীন সাধু ভাষা তো ভাষাপ্রেমীদের জন্য। পাঠকদের জন্য, যাহারা পড়িতে ভালোবাসেন; নাকি তাহাদের জন্য যাহারা বাধ্য হইয়া বা সময় কাটাইবার জন্য পড়িতেছেন। উইকিপিডিয়া সাধুভাষায় হইলে পাঠক বৃদ্ধি পাইবে। চর্চাকারীরা ইহার অন্ত্যমিলগুলিতে উন্নতি করিবে। গদ্যের মধ্যেও যে অন্ত্যমিল থাকিতে পারে, চলিত ভাষা তো ইহা অসম্ভবপ্রায় করিয়া ফেলিয়াছে। তবে আমার আবু তাহের মিসবাহ সাহেবের কথা মনে এলো, তিনি চলিত ভাষায় লিখিলেও উনি অন্ত্যমিলের জন্য পরিশ্রম করিয়া থাকেন, তাঁহার লিখা দেখিলেই উপলব্ধি করা যাইবে। ‍―  ☪  কাপুদান পাশা () ০৮:১৯, ১৬ জানুয়ারি ২০২৫ (ইউটিসি)
  • লিখাটি সত্যিই চিন্তনীয়। সাধু ভাষার চর্চা বর্তমান প্রেক্ষাপটে এক চ্যালেঞ্জ, তবে এর মাধুর্য এবং ঐতিহ্য রক্ষা করার গুরুত্বও অস্বীকারযোগ্য। উইকিপিডিয়ায় এর ব্যবহারকে নতুন দৃষ্টিভঙ্গিতে দেখলে এটি একটি সুন্দর যাত্রা হতে পারে, তবে যেহেতু সাধু ভাষা শিখতে এবং ব্যবহার করতে কঠিন, তাই এর চর্চা চালিয়ে যাওয়া একটু কঠিন কাজ হতে পারে। ― ᱚᱨᱤᱡᱤᱛ ২৩:৪৭, ১৫ জানুয়ারি ২০২৫ (ইউটিসি)
    আমি আপনার সহিত একমত, আর আমি আমার উপপাতায় সাধু ভাষায় নিবন্ধ লিখিবার চেষ্টা করিব। মিরাহেজের একাউণ্ট তৈয়ারীর সমস্যার সমাধান হইলে সাধু ভাষায় রচিত নিবন্ধসমূহকে ঐখানে স্থানান্তরিত করিব। এসবিবি১৪১৩ (আলাপঅবদানসমূহ) ০৪:৫৪, ১৬ জানুয়ারি ২০২৫ (ইউটিসি)
    @Arijit Kisku আপনি সত্য বলিয়াছেন যে, ইহা একটি কঠিন বিষয় হইবে। কিন্তু সহজে উপলব্ধ বিষয়াবলী উপকারই বা কতটুকু করিয়াছে, ইহাও ভাবিয়া দেখা উচিত। সাধু ভাষা ব্যতীত থাকিতে থাকিতে বাংলা ভাষার (মূলে বাঙালা ভাষার) সৌন্দর্য্যের যেই কালিময় দিন আসিয়াছে, সংস্কৃত হইতে বাঁচিতে যাইয়া ইংরাজি আর ভিন্ন ভিন্ন ভাষাগুলির কালো থাবা পড়িয়াছে, ইহা কে অস্বীকার করিতে পারিবে? ‍―  ☪  কাপুদান পাশা () ০৮:১৯, ১৬ জানুয়ারি ২০২৫ (ইউটিসি)
আমি নিজস্ব উপপাতায় সাধু ভাষায় কলিকাতা নিবন্ধ লিখিয়াছি। এসবিবি১৪১৩ (আলাপঅবদানসমূহ) ০৫:৩৪, ১৬ জানুয়ারি ২০২৫ (ইউটিসি)
@Sbb1413 দেখিয়া প্রীত হইলাম। কখনো ব্যস্ততা কমিলে হাত লাগাইবো। ―  ☪  কাপুদান পাশা () ০৮:১৯, ১৬ জানুয়ারি ২০২৫ (ইউটিসি)

পরিসংখ্যান: উইকিপত্রিকা বার্ষিক পরিসংখ্যান (১,৭১৮ বাইট · 💬)

  • আমি আগে নতুন নিবন্ধ তৈরির উপর মনোযোগ দিয়েছিলাম। পরে আমি লক্ষ করছি যে অনেকেই কেবল নতুন নিবন্ধ তৈরির উপরেই মনোযোগ দিচ্ছে। তাই আমি নতুন নিবন্ধ তৈরির জায়গায় নিবন্ধ মানোন্নয়নের উপর জোর দিই। --এসবিবি১৪১৩ (আলাপঅবদানঅনুবাদ করা নিবন্ধ) ১৫:২৬, ১৫ জানুয়ারি ২০২৫ (ইউটিসি)
@Sbb1413 শুভকামনা রইলো! Mahtab(আলাপ) ১৫:৪১, ১৫ জানুয়ারি ২০২৫ (ইউটিসি)
  • বিষয়টি বেশ আগ্রহজনক। পরিসংখ্যানের পাশাপাশি বিষয়টি কেন এত আগ্রহের কারণ হলো, তাও উল্লেখ করা যেতে পারে। — আদিভাইআলাপ • ০৩:৩২, ১৬ জানুয়ারি ২০২৫ (ইউটিসি)


"উইকিপত্রিকা/দেয়ালিকা/মাঘ ১৪৩১" প্রকল্প পাতায় ফিরুন।