উইকিপত্রিকা:খোলা ঝাঁপি

সাম্প্রতিক মন্তব্য: Mehedi Abedin কর্তৃক ২৭ দিন আগে "সাহায্য চাই" অনুচ্ছেদে
উইকিপত্রিকা
WT:WP
খোলা ঝাঁপি

সাহায্য চাই

সম্পাদনা

উইকিপত্রিকার আগামী সংখ্যার জন্য পরিসংখ্যান বিষয়ক একটি প্রতিবেদন জমা দিতে চাই। কিন্তু জমাদান পদ্ধতি এবং প্রতিবেদন তৈরির প্রক্রিয়া নিয়ে সুস্পষ্ট নির্দেশনা পাইনি। তাই, এই বিষয়ে আমাকে সাহায্য করার জন্য অনুরোধ রইল Md. T Mahtab (আলাপ) ১৬:৫০, ২৯ ডিসেম্বর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

@Md. T Mahtab আপনি প্রথমে উইকিপিডিয়া:উইকিপত্রিকা পাতায় যাবেন। সেখানে দেখবেন "বার্তাকক্ষ" নামে একটি সংযোগ আছে। বার্তাকক্ষে গেলে "প্রবন্ধের অবস্থা" অনুচ্ছেদ আপনাকে পরবর্তী সংখ্যার সম্ভাব্য বিভাগীয় তালিকা দেখাবে। সেখানে দেখবেন "পরিসংখ্যান" নামে একটি লাল বাক্স আছে। সেই লাল বাক্সের পাশের নীল রঙের একটি বোতাম আছে। নীল রঙের বোতামে লেখা আছে "প্রবন্ধ শুরু করুন"। সেই বোতামে ক্লিক করলে খসড়ার একটি ছাঁচ দেখাবে। প্যারামিটারগুলো পূরণ করে নিচে আপনার লেখা লিখলে তা উইকিপিডিয়া:উইকিপত্রিকা/পরবর্তী সংখ্যা/পরিসংখ্যান পাতায় খসড়া হিসেবে জমা হবে। পরে সেই খসড়া পাতাটিকে বিভিন্নভাবে সংশোধন করে আপনি আপনার লেখা গুছিয়ে নিতে পারবেন।
এরপর আরও কিছু জানার থাকলে আমাদের জানান। মেহেদী আবেদীন ০১:৩৮, ৩০ ডিসেম্বর ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
"উইকিপত্রিকা" প্রকল্প পাতায় ফিরুন।