উইকিপিডিয়া আলোচনা:অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২২

সাম্প্রতিক মন্তব্য: Tarunno কর্তৃক ২ বছর পূর্বে "পুরস্কার এবং সনদপত্র প্রদান প্রসঙ্গে" অনুচ্ছেদে

অনুরোধ

সম্পাদনা

তালিকা তো অধিকাংশই পরিপূর্ণ। Fresh water বাংলায় "স্বাদু পানি" এবং "শসা" "cucumber"যোগ করার জন্য অনুরোধ জানাচ্ছি। মিসবাহুল হক (আলাপ) ১৩:০০, ৩ মার্চ ২০২২ (ইউটিসি)উত্তর দিন

অনুরোধ ২

সম্পাদনা

Sir amar nam Debkumar Das kintu DEBKUMAR DAD hoygachay.Dayakaray samadan kare din DEBKUMAR DAD (আলাপ) ০৬:৩৮, ১৬ মার্চ ২০২২ (ইউটিসি)উত্তর দিন

অনুরোধ ৩

সম্পাদনা

জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী "দীপান্বিতা মার্টিন" "Deepanwita Martin" যোগ করার অনুরোধ জানাচ্ছি। জাফরিন জাহান জেরিন (আলাপ) ০৯:৩৮, ২৪ মার্চ ২০২২ (ইউটিসি)উত্তর দিন

Add

সম্পাদনা

আমি মনে করি আপনারা বাংলাদেশের জনগনের সবকিছু মুখবুজে সহ্য করার যে বর্তমান স্বভাব, তার জন্য "Boiling Frog" ”ফুটন্ত ব্যাঙ” নিবন্ধটি যোগ করতে পারেন।--আরশাদ সোহেল (আলাপ) ১৮:৫১, ৩ মার্চ ২০২২ (ইউটিসি)উত্তর দিন

আমি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করতে সকল ভাষা শহীদদের প্রতি যাদের কারণে আজ আমরা এমন একটা সুন্দর বাংলা মাতৃভাষা পেয়েছি Mohammed Hasan HR (আলাপ) ১০:৪৩, ১২ মার্চ ২০২২ (ইউটিসি)উত্তর দিন

আমি এখানে কি করবো বুঝতে পারছি না

সম্পাদনা

কি করতে হবে এখানে "" কাজ কি 103.106.0.243 (আলাপ) ১৮:৫৯, ৪ মার্চ ২০২২ (ইউটিসি)উত্তর দিন

Miraj Asif Hasan Miraj (আলাপ) ১০:২৭, ১২ মার্চ ২০২২ (ইউটিসি)উত্তর দিন

আমি প্রতিযোগিতার জন্য লগ ইন করেছি, নাম লিস্টে এড করেছি কিন্তু নিবন্ধ যুক্ত করতে পারছি না, কোথা থেকে অনুবাদ শুরু করবো সেটা ও বুঝতে পারছি না Sanjida suchy (আলাপ) ০৫:৪৭, ২০ মার্চ ২০২২ (ইউটিসি)উত্তর দিন

নিবন্ধন করেছি কিন্তু কি করব বুঝতে পারছি না। মোহাম্মদ মামুনুর রশিদ (আলাপ) ১৪:১৯, ২৭ মার্চ ২০২২ (ইউটিসি)উত্তর দিন

ব্যাবহার করুন ফাহিম সিদ্দিকী (আলাপ) ১২:০৯, ৩০ মার্চ ২০২২ (ইউটিসি)উত্তর দিন

বিষয় যোগ

সম্পাদনা

আয়োজকগণের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ। এর মাধ্যমে আমাদের মাতৃভাষা, বাংলা দারুণ সমৃদ্ধ হবে। আমি প্রাণিসম্পদ, মৎস্য সম্পদ, ভেটেরিনারি সাইন্স, এনিমেল হাসব্যান্ড্রি, কৃষি অর্থনীতি, কৃষি অর্থনীতিতে প্রাণিসম্পদের অবদান, কৃষি অর্থনীতিতে মৎস্য সম্পদের অবদান, অর্থনীতিতে কৃষির অবদান বিষয়াদি কৃষি শিরোনামের অধীন অনুবাদযোগ্য হিসেবে দেখতে চাই। ধন্যবাদ। Biplob Kumar Sarker (আলাপ) ০৮:৩৯, ৬ মার্চ ২০২২ (ইউটিসি)উত্তর দিন

গণিত MD. OMAR FARUK BIN MAHBUB (আলাপ) ০৮:১৭, ১৪ মার্চ ২০২২ (ইউটিসি)উত্তর দিন

নাম বসানো

সম্পাদনা

সবাইকে ধন্যবাদ। আমি বিষয়ে যা উল্লেখ করেছি, তা করতে, অর্থাৎ, নিবন্ধের পাশে Biplob Kumar Sarker (আলাপ) ০৮:৫২, ৬ মার্চ ২০২২ (ইউটিসি)সহ নাম বসাতে পারছি না; কারণ, সিলেক্ট করতে পারছি না। সাহায্য চাই। ধন্যবাদ।উত্তর দিন

যে নিবন্ধটির অনুবাদ করব সেই নিবন্ধের পাশে Supam Roy (Sabuj Basinda) (আলাপ) ১২ঃ২৩, ১৫ই মার্চ ২০২২ (ইউটিসি)সহ নাম বসাতে পারছি না; কারণ, সিলেক্ট করতে পারছি না। সাহায্য চাই। Supam Roy (Sabuj Basinda) (আলাপ) ০৬:৫৪, ১৫ মার্চ ২০২২ (ইউটিসি)উত্তর দিন

Amar nam DEBKUMAR DAS hobay kintu DEBKUMAR DAD hoya gaychay .daya karay samadan karun. DEBKUMAR DAD (আলাপ) ১৪:৫৩, ১৫ মার্চ ২০২২ (ইউটিসি)উত্তর দিন

প্রযুক্তি ও প্রকৌশল

সম্পাদনা

নিবন্ধ তালিকায় প্রযুক্তি ও প্রকৌশল বিভাগটি দেখাচ্ছে না কেন? 27.147.191.57 (আলাপ) ০৭:৫১, ১০ মার্চ ২০২২ (ইউটিসি)উত্তর দিন

অনুবাদ করার পরেও আমার নাম দেখাচ্ছেনা কেনো? Al Rafiuzzaman (আলাপ) ১২:৩২, ১৬ মার্চ ২০২২ (ইউটিসি)উত্তর দিন

পর্যায়বিত্ত গতি

সম্পাদনা

পর্যায়বিত্ত গতি সংক্রান্ত ইংরেজি উইকিপিডিয়ার কোনো নিবন্ধ নেই। তালিকায় যেটা আছে সেটা হলো Periodic Function অর্থাৎ পর্যায়বৃত্ত করিয়া।পর্যায়বিত্ত গতি মানে Periodic Motion। Abdullah Al Aquib (আলাপ) ১৭:২৩, ১০ মার্চ ২০২২ (ইউটিসি)উত্তর দিন

আসসালামু আলাইকুম,

আমি এর আগে ও এই সম্পাদনার কাজ করেসিলাম, কিন্তু এই প্রক্রিয়াতা খুব জটিল । সহজভাবে সম্পাদনা কিভাবে করবো? একটু সাহায্যও চাই।

যেকোনো গতিশীল বস্তু যদি নির্দিষ্ট সময় পর পর একই দিকে একইভাবে একটি নির্দিষ্ট বিন Mst. Nowrin Amin Rimi (আলাপ) ১৪:৩৮, ২০ মার্চ ২০২২ (ইউটিসি)উত্তর দিন
যেকোনো গতিশীল বস্তু যদি নির্দিষ্ট সময় পর পর একই দিকে একইভাবে একটি নির্দিষ্ট বিন্দুকে অতিক্রম করে তাহলে তাকে পর্যায়বৃত্ত গতি (periodic Motion) বলে।  Mst. Nowrin Amin Rimi (আলাপ) ১৪:৪১, ২০ মার্চ ২০২২ (ইউটিসি)উত্তর দিন

পেজ সম্পাদনার সময় বিষয় তালিকাতে আমার নাম যোগ করতে পারছি না।

সম্পাদনা

আমি এ. পি. জে. আবদুল কালাম - এর পেজ সম্পাদনা করছি, কিন্তু যেখানে তালিকা আছে সেখানে আমি আমার নাম লিখতে পারছিনা । কারণ ও পদ্ধতি বলে দিলে ভালো হয়। -- Firdous Mehnaj Parveen (আলাপ) ১১:৫৯, ১৮ মার্চ ২০২২ (ইউটিসি)উত্তর দিন

আমার নাম নেই তালিকাতে

ইসরাত জাহান সুমি (আলাপ) ২০:২৭, ৩১ মার্চ ২০২২ (ইউটিসি)উত্তর দিন

খাদ্য, কৃষি ও অর্থনীতি

সম্পাদনা

খাদ্য, কৃষি ও অর্থনীতি অনুচ্ছেদে আলুটমেটো নিবন্ধ দুটি যোগ করা যায় কি? -- কৃষক (আলাপ) ০৭:৫০, ১৯ মার্চ ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@FARMER   করা হয়েছেশাকিল (আলাপ · অবদান) ০৮:০৬, ১৯ মার্চ ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@MdsShakil, আপনাকে আন্তরিক ধন্যবাদ। -- কৃষক (আলাপ) ০৮:০৭, ১৯ মার্চ ২০২২ (ইউটিসি)উত্তর দিন

ফাহিম মোঃ ফাহিম মৃধা (আলাপ) ১৩:৫১, ২৯ মার্চ ২০২২ (ইউটিসি)উত্তর দিন

আরও নিবন্ধ যোগ করার প্রস্তাবনা

সম্পাদনা

ঢাকা শহর ও এর ইতিহাস, সমাজকল্যাণ, মুক্তিযুদ্ধ ও প্রতিবন্ধী বিষয়ক নিবন্ধ যোগ করার বিষয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। আমি এইসকল বিষয়ে লিখতে ইচ্ছুক। সিমীন রহমান (আলাপ) ১৮:৩৮, ১৯ মার্চ ২০২২ (ইউটিসি)উত্তর দিন

নিবন্ধ যোগ

সম্পাদনা

দেশ ও শহর বিভাগে গ্যাবন নিবন্ধটি যোগ করার অনুরোধ। মোহাম্মদ হাসানুর রশিদ (আলাপ) ০১:২৯, ২০ মার্চ ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@মোহাম্মদ হাসানুর রশিদ:   করা হয়েছে--মাসুম-আল-হাসান (আলাপ) ১৭:১৮, ২০ মার্চ ২০২২ (ইউটিসি)উত্তর দিন

নিবন্ধ

সম্পাদনা

আমি পরিবেশ ও দুর্যোগ বিভাগে http://en.m.wiki.x.io/wiki/Ecobricks নিবন্ধটি যোগ করার জন্য অনুরোধ করছি। Amitfocus (আলাপ) ০৩:০৬, ২৭ মার্চ ২০২২ (ইউটিসি)উত্তর দিন

প্রতিযোগিতাই অংশ নিতে চাই

সম্পাদনা

অমর একুশে ফেব্রুয়ারি এই প্রতিযোগিতাই অংশ নিতে চাই Chaderbari24 (আলাপ) ২৩:৪৮, ২১ মার্চ ২০২২ (ইউটিসি)উত্তর দিন

জ্বি ইসরাত জাহান সুমি (আলাপ) ১৯:০৫, ২৮ মার্চ ২০২২ (ইউটিসি)উত্তর দিন

অমর একুশে ফেব্রুয়ারি প্রতিযোগিতায় আমি অংশগ্রহণ করতে চাই ইসরাত জাহান সুমি (আলাপ) ১৯:০৬, ২৮ মার্চ ২০২২ (ইউটিসি)উত্তর দিন

Yes MD Ibrahim khalil joy (আলাপ) অমর একুশে ফেব্রুয়ারি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাই.২৩:২০,৩০ মার্চ ২০২২(ইউটিসি) MD Ibrahim khalil joy (আলাপ) ১৭:২০, ৩০ মার্চ ২০২২ (ইউটিসি)উত্তর দিন

নিজের তৈরি নিবন্ধ মানোন্নয়ন প্রসঙ্গে

সম্পাদনা

বাংলা উইকিপিডিয়ার অনেক অবদানকারীই সাধারণত অন্যের তৈরি নিবন্ধ মানোন্নয়নে আগ্রহ দেখায় না। তাই সবার মধ্যে নিবন্ধ মানোন্নয়নের আগ্রহ তৈরি করার লক্ষ্যেই এই প্রতিযোগিতা। সম্প্রতি লক্ষ্য করেছি, একজন অবদানকারী তালিকায় থাকা "নিজের তৈরি নিবন্ধই" মানোন্নয়ন করেছেন। এরকম ক্ষেত্রে নিবন্ধটি গ্রহণ করা বা না করার বিষয়ে আয়োজকদলের সিদ্ধান্ত কী হবে? ≈ MS Sakib  «আলাপ» ০৭:২৫, ২৩ মার্চ ২০২২ (ইউটিসি)উত্তর দিন

যোগ

সম্পাদনা

আমি যে article গুলো সম্পাদন করেছি তা কি সঠিকভাবে যোগ হয়েছে? Tihi Das (আলাপ) ০৭:৪৮, ২৭ মার্চ ২০২২ (ইউটিসি)উত্তর দিন

পর্যালোচনার জন্য জমাদান করলাম

সম্পাদনা

মাননীয় মহাশয় / মহাশয়া, আমি আমার দ্বিতীয় নিবন্ধ অনুবাদের কাজ আজ শেষ করে পর্যালোচনার জন্য জমা দিলাম। আশা করি, ঠিকঠাক ভাবে জমা দিতে পারলাম এবং বিচারের অপেক্ষায় রইলাম। আপনাদের অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই। রূপক পাল (আলাপ) ১২:১১, ২৩ মার্চ ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@রূপক পাল:   গৃহীত হয়েছে, অভিনন্দন। —শাকিল (আলাপ · অবদান) ১৪:০০, ২৩ মার্চ ২০২২ (ইউটিসি)উত্তর দিন
মাননীয় পর্যালোচক মহাশয়কে আমার আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জানাই। এই প্রয়াস আমাকে আরো সমৃদ্ধ এবং উৎসাহিত করবে বলেই আমি মনে করি। দ্রুত পর্যালোচনার জন্য আরো একবার অসংখ্য ধন্যবাদ । রূপক পাল (আলাপ) ১৫:২৩, ২৩ মার্চ ২০২২ (ইউটিসি)উত্তর দিন

২১ শে ফেব্রুয়ারি প্রতিযোগিতা আমি ইসরাত জাহান সুমি সম্প্রদান করেছি কিন্তু জমা দিতে ভুলে গেছি আমি এখন কি করব ইসরাত জাহান সুমি (আলাপ) ২০:২৪, ৩১ মার্চ ২০২২ (ইউটিসি)উত্তর দিন

ইসোয়াতিনি নিবন্ধে প্রসঙ্গে

সম্পাদনা

সুপ্রিয় উইকিপিডিয়ান , আশা করি ভাল আছেন । আমি অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতার একজন প্রতিযোগী । আমি এবার ইসোয়াতিনি নিবন্ধটি অনুবাদ করেছিলাম। (সম্পাদনা ইতিহাস দেখতে পারেন) । কিন্তু আমার মানোন্নয়নকৃত নিবন্ধটি Tawhid is online (আলাপ) নিজ নামে জমা দিয়েছেন , যা নিবন্ধ সংগ্রহশালায় গৃহীত হয়েছে । অথচ আমি নিবন্ধটি ইংরেজি হতে বাংলায় অনুবাদ করেছিলাম । তাই আমি আশা করবো যে , Tawhid is online (আলাপ) এর নামে ইসোয়াতিনি নিবন্ধের জমাদান বাতিল করা হবে এবং সে জায়গায় আমার নামে নিবন্ধটি জমা নেয়া হবে । এ সম্বন্ধে বিস্তারিত তথ্য জানতে সম্পাদনা ইতিহাস দেখতে পারেন। সেখানে আমার সম্পাদনা ইতিহাস উল্লেখ করা হয়েছে , অথচTawhid is online (আলাপ) এর কোনো সম্পাদনা নেই । ধন্যবাদ। সৈয়দ মুহাম্মাদ ইশতিয়াক মাহফুজ আব্দুল্লাহ (আলাপ) ০১:০৬, ২৬ মার্চ ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@ইশতিয়াক আব্দুল্লাহ: ধন্যবাদ, জানানোর জন্য। মূল তালিকায় ঠিক করা হয়েছে। -- আফতাবুজ্জামান (আলাপ) ০১:১৪, ২৬ মার্চ ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@আফতাবুজ্জামান (আলাপ) অনেক অনেক ধন্যবাদ। আমি যখন উইকিপিডিয়ায় কোনো সমস্যায় পড়েছি, তখনি আপনাকে পাশে পেয়েছি। — ইশতিয়াক আব্দুল্লাহ (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

নিবন্ধের শব্দ গণনা সম্পর্কে

সম্পাদনা

আমি নারী বিদ্যা নিবন্ধটি অনুবাদ করি, যেখানে আমি মান্নোয়নের জন্য অনেক পুরানো শব্দ মুছে, সেগুলোর স্থানে নতুন শব্দ ব্যবহার করি। কিন্তু নিবন্ধটি গৃহীত হলে, মূল্যায়ন ছকে দেখাচ্ছে যে, মাত্র ৩৬৩টি নতুন শব্দ যোগ হয়েছে, যা আমার হিসাব অনুযায়ী প্রকৃত নতুন শব্দের সংখ্যার তুলনায় অনেক কম। উল্লেখ্য যে, এটি সহ বিভিন্ন নিবন্ধে পূর্বে ভূল অনুবাদ থাকায় বা পূর্বের লেখুগুলো অসঙ্গতিপূর্ণ (বিষয়বস্তুর সাথে অসঙ্গতিপূর্ণ বা সম্পূর্ণ পাঠের অযোগ্য) থাকায় সম্পূর্ণ নতুন করে বা কিছু অনুচ্ছেদ নতুন করে লিখতে হয়েছে। তাই, জানতে চাইছিলাম এখানে কি পদ্ধতিতে নতুন শব্দ গণনা করা হচ্ছে।--T. Galib (আলাপ) ১৬:৩৬, ২৮ মার্চ ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@T. Galib আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। প্রতিযোগীতায় নিবন্ধ গৃহীত হওয়ার পর মোট‌ শব্দ সংখ্যা থেকে পহেলা ফেব্রুয়ারির পূর্বে বিদ্যমান শব্দ সংখ্যা বিয়োগ করে শব্দ গণণার পদ্ধতি অবলম্বন করা হচ্ছে। —শাকিল (আলাপ · অবদান) ১৮:০২, ২৮ মার্চ ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@MdsShakil: ধন্যবাদ। কিন্তু অনেক নিবন্ধে আগে থেকেই ভূল অনুবাদ ও সামঞ্জস্যহীন লেখা থাকায় নতুন করে কিছু অনুচ্ছেদ বা সম্পূর্ণ নিবন্ধটাই লিখতে হচ্ছে। তাই, এ পদ্ধতিতে সঠিক ফলাফল পাওয়া প্রায় অসম্ভব বলে আমার মনে হয়। এ কারণে শব্দ গণনা পদ্ধতিটি পুনরায় বিবেচনা করার প্রস্তাব দিচ্ছি। -- T. Galib (আলাপ) ১৮:১৩, ২৮ মার্চ ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@T. Galib প্রতিযোগীতার ধরণ বিবেচনায় আয়োজক দলের কাছে এটাই উত্তম পদ্ধতি বলে মনে হয়েছে যার কারণে এটা ব্যবহার করা হচ্ছে। এই পদ্ধতিতে যেই চ্যালেঞ্জগুলো সামনে আসছে সেগুলো কীভাবে পাশ কাটানো যায় সেবিষয়ে ভবিষ্যতে নিশ্চয়ই কোন পদক্ষেপ আয়োজক দলের পক্ষ থেকে নেওয়া হবে বলে আশা করছি, আপাতত আমরা এই প্রতিযোগিতায় বর্তমান পদ্ধতিটিই অনুসরণ করবো। —শাকিল (আলাপ · অবদান) ১৮:২০, ২৮ মার্চ ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@MdsShakil: ধন্যবাদ। আশা করছি যে, এই প্রতিকূলতাগুলো আয়োজক দলের সামনে উপস্থাপন করা হবে এবং তারা এই বিষয়ে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবেন। -- T. Galib (আলাপ) ১৯:২৯, ২৮ মার্চ ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@T. Galib এই রকম ক্ষেত্রে কীভাবে শব্দ গণনা করলে যথার্থ হতে পারে সে ব্যাপারে আপনার কোন পরামর্শ আছে কি? -- – তারুণ্য আলাপ১৩:১১, ২৯ মার্চ ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@Tarunno: আমার মতে, পর্যালোচনার সময়ে যে নিবন্ধ বা অনুচ্ছেদগুলোতে বা যে অংশে আগের থেকে অনেক বেশি পরিবর্তন আনা হয়েছে, সেই অনুচ্ছেদ বা নিবন্ধগুলোতে আগে (প্রতিযোগী কর্তৃক সম্পাদনার আগে) যে লেখাগুলো ছিল তা যদি সঠিক অনুবাদ বা পঠনযোগ্য না হয় বা যদি তা উইকিপিডিয়ায় নিবন্ধ লেখার নিতীমালা না মেনে চলে, সেক্ষেত্রে প্রতিযোগী কর্তৃক সম্পাদনার পর সেই অনুচ্ছেদ, অংশ বা নিবন্ধটিতে থাকা সকল শব্দকে নতুন যোগকৃত শব্দ হিসেবে গণনা করলে তুলনামূলক সঠিক ফলাফল পাওয়া যেতে পারে। -- T. Galib (আলাপ) ১৪:৩৬, ২৯ মার্চ ২০২২ (ইউটিসি)উত্তর দিন
"আগে থেকে অনেক বেশি" ঠিক পরিমাপযোগ্য নয়। কোন সংখ্যায় পরিমাপযোগ্য একক বলতে পারেন? এবং সেটা কি পদ্ধতিতে সহজে পরিমাপ করা যেতে পারে? – তারুণ্য আলাপ০৬:১৬, ৩০ মার্চ ২০২২ (ইউটিসি)উত্তর দিন

পর্যালোচনার জন্য নিবন্ধ জমাদান

সম্পাদনা

মাননীয় মহাশয় / মহাশয়া, আমি আমার তৃতীয় নিবন্ধ অনুবাদের কাজ আজ শেষ করে পর্যালোচনার জন্য জমা দিলাম। আশা করি, ঠিকঠাক ভাবে জমা দিতে পারলাম এবং বিচারের অপেক্ষায় রইলাম। আপনাদের অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই। রূপক পাল (আলাপ) ০৮:০০, ২৯ মার্চ ২০২২ (ইউটিসি)উত্তর দিন

নাসা

সম্পাদনা

-- Md Minhajul Hoque Chowdhury (আলাপ) ১৫:০৬, ২৯ মার্চ ২০২২ (ইউটিসি)উত্তর দিন

কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা

সম্পাদনা

মাননীয় মহাশয়/মহাশয়া,

প্রথমেই আপনাদের সকলকে আমার অসংখ্য ধন্যবাদ, শ্রদ্ধা এবং আন্তরিক অভিনন্দন জানাই। দেখতে দেখতে দুইমাস ব্যাপী চলা এই প্রতিযোগীতা একদম সমাপ্তির দোড়গোড়ায় উপস্থিত হল। এমতাবস্থায়, প্রতিযোগীতাটির সাফল্যের সঙ্গে সঙ্গে কিছু সমস্যার সমাধান প্রসঙ্গে ও কিছু প্রশ্নের উত্তরের আশায় এই পত্র লিখছি।

১) আগামীকাল এই প্রতিযোগীতার অন্তিম দিন। সুতরাং যারা যে বিষয় নিয়ে কাজ করছেন তাদের সেই বিষয় জমা দেওয়ার শেষ দিন আগামীকাল। এরপর নতুন করে কোনো নিবন্ধ জমা নেওয়া হবে না তাই তো?

২) ইতিমধ্যেই যে সমস্ত নিবন্ধগুলির পর্যালোচনা করা চলছে সেই সব নিবন্ধে যদি প্রতিযোগী কর্তৃক কোনো সংশোধনের প্রয়োজন হয়, সেক্ষেত্রে প্রতিযোগীরা সংশোধনের জন্য সময় পাবেন তো? এবং সংশোধনের পর তাদের নিবন্ধে কোনো ত্রুটি না থাকলে সেগুলি গৃহীত হবে তো?

৩) প্রতিযোগীদের যেমন দীর্ঘদিন ব্যাপী সম্পাদনা না করলে একটি অনুস্মারক বা রিমাইন্ডার দেওয়া হত, তেমনিই কোনো একটি/একাধিক নিবন্ধ নিয়ে পর্যালোচনার কাজ শুরু করলেও দীর্ঘদিনব্যাপী কোনো পর্যালোচনা না হলে, মাননীয় পর্যালোচকগণও সেই বিষয়ে কোনো অনুস্মারক পাচ্ছেন তো?

৪) কারোর ক্ষেত্রে ৩টি নিবন্ধ গৃহীত হলে সেই প্রতিযোগীকে কি মুদ্রিত সনদপত্রের সাথে সাথে ডিজিটাল সনদপত্রও দেওয়া হবে নাকি শুধুমাত্র মুদ্রিত সনদপত্রই দেওয়া হবে? এবং এই বিষয় সম্পর্কে প্রতিযোগীরা বিশদে কবে নাগাদ জানতে পারবেন?

৫) অবদানের শীর্ষ তালিকায় মোট যোগকৃত শব্দসংখ্যা নিয়ে অনেকের মনে সংশয় আছে দেখলাম। আমার মতে সংশয়টি খুব একটা ভুল নয়, কারণ অনুবাদের পূর্বে যে কয়েকটি শব্দযুক্ত ছিল তা অনেকেই বাদ দিয়েছেন আবার কিছুজন তাকে যুক্ত রেখেই নিবন্ধ অনুবাদের কাজ শেষ করেছেন। এই গণনা সংক্রান্ত সমস্যার সমাধান অনেকে জানতে চেয়েছেন। আমার মতে, এখন যেমন অনুবাদের পরে নতুন যোগকৃত শব্দসংখ্যা থেকে ১লা ফেব্রুয়ারির আগে যোগকৃত শব্দসংখ্যার পুরোটাই বাদ দিয়ে শব্দগণনা করা হচ্ছে, তা না করে যদি নিবন্ধ অনুবাদের পূর্বে যোগকৃত শব্দসংখ্যার গড়মানকে বাদ দেওয়া হয় তাহলে বিষয়টি ভবিষ্যতে আরো নিঁখুত হবে বলে আশা করি।

৬) প্রতিযোগীতার নিবন্ধতালিকাতে থাকা নিবন্ধগুলির পাশেও যদি গৃহীত হয়েছে/হয়নি/বা, পর্যালোচনা চলছে এমন কিছু লেখা থাকলে সকলের বুঝতেও সুবিধা হত।

আশা করি, ভবিষ্যতে এইসমস্ত বিষয়গুলি প্রতিযোগীতার মানকে আরো বৃদ্ধি করতে সাহায্য করবে। সকলকে জানাই আমার আন্তরিক অভিনন্দন! রূপক পাল (আলাপ) ০৬:২৯, ৩০ মার্চ ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@রূপক পাল জিজ্ঞাসার জন্য ধন্যবাদ।
১. হ্যাঁ, কালকেই জমা দানের শেষদিন।
২. হ্যাঁ, কয়েকদিন সময় দেওয়া হবে।
৩. এইরকম হয়না সাধারণত, তবে দীর্ঘদিন কোন অ্যাকশন না নেওয়া হলে তাদের সেবিষয়ে বার্তা দেওয়া হয়।
৪. দুটোই দেওয়া হবে।
৫. উপরে একটি অনুচ্ছেদে এটা আলোচনা করা হয়েছে, ভবিষ্যতে আরও নিখুঁত পদ্ধতি ব্যবহার করা হবে আশা করি।
৬. একাজ করাটা একটু সমস্যা, তালিকায় লেখার পরিমাণ অনেক বেড়ে যাবে যার কারণে সম্পাদনা করতে সমস্যা হবে। তাই এটা করা হয় না।
শাকিল (আলাপ · অবদান) ০৬:৪০, ৩০ মার্চ ২০২২ (ইউটিসি)উত্তর দিন


@শাকিল প্রত্যেকটি বিষয়কে ভালো করে বোঝানোর জন্য এবং সদুত্তর দেওয়ার জন্য মহাশয় আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই । রূপক পাল (আলাপ) ০৬:৫৯, ৩০ মার্চ ২০২২ (ইউটিসি)উত্তর দিন

অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতায় নিবন্ধ সংশোধনী প্রক্রিয়া সম্বন্ধে

সম্পাদনা

সুপ্রিয় উইকিপিডিয়ান,

আশা করি ভাল আছেন। অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতায় আর মাত্র দুই দিনের কাছাকাছি সময় বাকি আছে। এমতাবস্থায় অনেক নিবন্ধ রয়েছে যেগুলো পরবর্তী সময়ে সংশোধন করার প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে কোন সময় দেয়া হবে কি ?? হলেও তা কতদিন দেয়া হবে ???

ধন্যবাদান্তে -- সৈয়দ মুহাম্মাদ ইশতিয়াক মাহফুজ আব্দুল্লাহ (আলাপ) ১৩:৫৩, ৩০ মার্চ ২০২২ (ইউটিসি)উত্তর দিন

পর্যালোচনার সময় কোন নিবন্ধে সংশোধনী প্রয়োজন পড়লে পর্যালোচক সংশোধনীর জন্য তিন (৩) দিন সময় দেবেন। -- – তারুণ্য আলাপ১৪:০৯, ৩০ মার্চ ২০২২ (ইউটিসি)উত্তর দিন

পর্যালোচনা

সম্পাদনা

নিবন্ধ পর্যালোচনা ছকেরউপরের দিকে থাকা নিবন্ধগুলো অর্থাৎ আগে জমা দেওয়া নিবন্ধগুলো অগ্রাধিকারের ভিত্তিতে আগে পর্যালোচনার অনুরোধ করছি। মিসবাহুল হক (আলাপ) ০৪:২৪, ১৩ এপ্রিল ২০২২ (ইউটিসি)উত্তর দিন

পর্যালোচনা করে ফল প্রকাশে বিলম্বের কারন

সম্পাদনা

মাননীয়/মাননীয়া, আজ "অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২২" শেষ হওয়ার দীর্ঘ একমাস কেটে গেলেও পর্যালোচনার সেইরূপে কোনো গতি দেখা যাচ্ছে না কেন? এছাড়াও অবদানকারীদের শীর্ষ তালিকাতেও দীর্ঘদিন যাবত কোনো হালনাগাদ করা হয়নি। পবিত্র রমজান মাস উপলক্ষ্যেই কি এটি করা সম্ভব হচ্ছে না? আসলে আমি লক্ষ্য করে দেখলাম যে, অন্যান্য বছর এপ্রিলের শেষেই এই প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়ে থাকে । তাই একটু জিজ্ঞেস করলাম । এক্ষেত্রে কি আরো কিছুদিন সময় লাগতে পারে ? ধন্যবাদ এবং পবিত্র রমজান মাসের শুভেচ্ছা ও শুভকামনা জানাই। রূ পা(আলাপ)০৭:৪৭, ২৭ এপ্রিল ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@রূপক পাল ব্যক্তিগত কারণে অনেক পর্যালোচকই সময় দিতে পারছেন না, এখনও ৫০+ নিবন্ধ পর্যালোচনা করা বাকী, তাই‌ ফলাফল প্রকাশে আরও কিছু সময় লাগবে অব্যশই। —শাকিল (আলাপ · অবদান) ১০:৫৬, ২৭ এপ্রিল ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@শাকিল আচ্ছা! আপনাকে ধন্যবাদ রূ পা(আলাপ)
@শাকিল মহাশয়, আরেকটি বিষয়ে একটু দৃষ্টি আকর্ষণ করছি। প্রতিযোগিতার জমাদান বিভাগে ৮৫ টি নিবন্ধ মূলপাতার সংগ্রহশালাতে স্থানান্তর করা হলেও জমাদান অংশে ৮৫ টি থেকে গেছে। এটিকে সরিয়ে নিবন্ধ জমাদানের সময়সীমা শেষ হয়েছে এমন নির্দেশিকা দিয়ে পাতাটি কি বন্ধ করা যেতে পারে? তাহলে বিভ্রান্তির কোনো অবকাশ থাকবেনা। রূপ পা(আলাপ) ০৭:০১, ২৮ এপ্রিল ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@রূপক পাল করেছি —শাকিল (আলাপ · অবদান) ০৮:২৫, ২৮ এপ্রিল ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@শাকিল মহাশয়, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর কোনো বিভ্রান্তি রইল না। রূপ পা(আলাপ) ১১:৫৮, ২৮ এপ্রিল ২০২২ (ইউটিসি)উত্তর দিন

নিবন্ধ পর্যালোচনা ছক এ নাম সংশোধন

সম্পাদনা

@শাকিল ।আমি এই প্রতিযোগিতায় তিনটি নিবন্ধ জমা দিয়েছি। কিন্তু আমার একটি নিবন্ধ এর পাশে মানোন্নয়নকারী এর নাম Oliur Rahman এবং দুইটি নিবন্ধ এর পাশে মানোন্নয়নকারী এর নাম Orsuhag সংযোজন করা হয়েছে। যেহেতু তিনটি নিবন্ধই আমি জমা দিয়েছি, তাই সংশয় এড়াতে যেকোনো একটি নাম উল্লেখ করার অনুরোধ রইল। Oliur Rahman ০৯:৪০, ১৩ মে ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@Orsuhag করেছি —শাকিল (আলাপ · অবদান) ১১:৩৯, ১৩ মে ২০২২ (ইউটিসি)উত্তর দিন

সংক্ষিপ্ত হালনাগাদ

সম্পাদনা

মহাশয়, সকলের বোঝার সুবিধার্থে একটি সংক্ষিপ্ত হালনাগাদ করার চেষ্টা করলাম- হালনাগাদ:- ১৩ ই জুন, ২০২২ পর্যন্ত,

মোট নিবন্ধ জমাদান সংখ্যা:- ২০৫ টি,

আজ পর্যন্ত গৃহীত নিবন্ধ সংখ্যা:- ৮৩ টি,

আজ পর্যন্ত গৃহীত না হওয়া নিবন্ধ সংখ্যা:- ৭৭ টি,

অবদানকারীর শীর্ষ তালিকাভুক্ত গৃহীত নিবন্ধ সংখ্যা (৮ ই জুন, ২০২২ অনুযায়ী):- ৮১ টি,

এখনো পর্যালোচনা করা বাকি এমন নিবন্ধ সংখ্যা:- ২৬ টি,

পর্যালোচনাধীন নিবন্ধ সংখ্যা:- ১৯ টি ,

মোট ৪৫ টি নিবন্ধের মন্তব্য প্রকাশের পর চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে।

এই হালনাগাদ উপকারে আসলে খুশি হব। ধন্যবাদ ☆🙏রূপক পাল 💬  💭🙏 ০৪:২৬, ১৩ জুন ২০২২ (ইউটিসি)উত্তর দিন

সংশোধনের জন্য দৃষ্টিআকর্ষণ

সম্পাদনা

মাননীয় পর্যালোচকগণ, সমস্ত নিবন্ধগুলি দ্রুত পর্যালোচনার জন্য অসংখ্য ধন্যবাদ। একটি বিষয়ে একটু দৃষ্টি আকর্ষণ করছি। চূড়ান্ত নিবন্ধ তালিকায় ১৯৪ নম্বরে মসজিদ আল-হারাম শীর্ষক নিবন্ধটি গৃহীত না হলেও তার শব্দ সংখ্যা ঘরে ৩৬৪ টি শব্দকে ভুলবশতঃ গণনা করা হয়েছে। @Abazizfahad:; @MdsShakil: পর্যালোচক মহাশয় বা অন্যান্য পর্যালোচকের কাছে এটিকে অপসারণের অনুরোধ জানাই এবং একই সঙ্গে অবদানকারীদের শীর্ষ তালিকায় এটি যুক্ত করা হলে তাও সংশোধনের অনুরোধ জানাই। ধন্যবাদ ☆🙏রূপক পাল 💬  💭🙏 ০৪:২৪, ২৮ জুন ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@Yahya: মহাশয়, এখনও ১৩৪ নম্বরের উগান্ডা শীর্ষক নিবন্ধটি গৃহীত হলেও শব্দ সংখ্যা গণনা করা বাকি থেকে গেছে। দৃষ্টি আকর্ষণ করছি....☆🙏রূপক পাল 💬  💭🙏 ০৩:০২, ২৯ জুন ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@রূপক পাল অবগত করার জন্য ধন্যবাদ। এই ব্যবহারকারীর মোট দুইটি নিবন্ধ চূড়ান্ত ফলাফলে আসে নাই দেখতে পাচ্ছি। দ্রুত ঠিক করা হবে। আরও কোনও ভুল পেলে জানানোর অনুরোধ করছি। — ইয়াহিয়া (আলাপঅবদান) - ০৬:৫০, ২৯ জুন ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@Yahya: না,শীর্ষ স্থানাধিকারী তালিকাভুক্তই আছে কিন্তু তালিকাটিতে কিছু সংশোধনের প্রয়োজন। আসলে আমি লক্ষ্য করলাম যে, এই Orsuhag মহাশয় Orsuhag নাম ব্যবহার করেই মোট তিনটি নিবন্ধ জমা দিয়েছিলেন যারমধ্যে তিনটিই গৃহীত হয়েছে। এর একটি নিবন্ধের শব্দসংখ্যা ভুলবশতঃ শীর্ষ স্থানাধিকারী তালিকাভুক্ত ১২ নম্বরে Oliur Rahman এবং আরেকটি নিবন্ধের শব্দসংখ্যা ৪০ নম্বরে Orsuhag নামক ব্যবহারকারীর পাশে যুক্ত হয়েছে। কিন্তু, বাস্তবে তিনি একই ব্যক্তি। তাই দুটিকে Orsuhag ব্যবহারকারীতে একত্রীকরণ করার অনুরোধ জানাই। এরপর ১৩৪ নম্বর নিবন্ধের যে শব্দ গণনা বাকি আছে, তা সম্পূর্ণ করে Orsuhag এ জুড়ে দিন। মোটামুটি তিনটি নিবন্ধের শব্দ সংখ্যা হিসেবে হয়তো তিনি সপ্তম হবেন এবং তাহলে মোট ৪০ জন শীর্ষ স্থানাধিকারী হবে।
এছাড়াও, আরেকটি জিনিস একটু লক্ষ্য করুন। মূলপাতায় অবদানকারীদের শীর্ষ তালিকাতে শীর্ষস্থান অধিকারী FARMER মহাশয়ের গৃহীত নিবন্ধ সংখ্যা ১৪ টি, কিন্তু ফলাফল সাইটের তালিকায় ১৩ টি। আসলে ওনার ১৩ টি নিবন্ধই গৃহীত হয়েছে। নীড় পাতার তালিকায় ওটির সংশোধন প্রয়োজন। এ সম্পর্কে মাননীয় @MdsShakil: মহাশয় মারফত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
ধন্যবাদ ☆🙏রূপক পাল 💬  💭🙏 ০৭:৫৫, ২৯ জুন ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@Yahya:; @MdsShakil: তথ্যগুলো গুরুত্ব সহকারে সমাধানের জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। ☆🙏রূপক পাল 💬  💭🙏 ০৯:২২, ২৯ জুন ২০২২ (ইউটিসি)উত্তর দিন

পুরস্কার

সম্পাদনা

পুরস্কার ও সনদ কবে প্রদান‌ করা হবে? 27.147.191.41 (আলাপ) ০৮:৪৯, ২ জুলাই ২০২২ (ইউটিসি)উত্তর দিন

তথ্য সংগ্রহ করা হচ্ছে, শীঘ্রই প্রেরণ করা হবে —শাকিল (আলাপ · অবদান) ০৯:০১, ২ জুলাই ২০২২ (ইউটিসি)উত্তর দিন
পুরস্কার প্রদান করা হয়েছে। * NusJaS - আলাপ ১৯:৩১, ৫ জুলাই ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@NusJaS: এখনও পর্যন্ত (একমাস পরেও) আমি আমার মুদ্রিত এবং ডিজিটাল কোনো সনদপত্রই পাইনি।। ☆🙏রূপক পাল 💬  💭🙏 ০৪:৪২, ৮ আগস্ট ২০২২ (ইউটিসি)উত্তর দিন

পুরস্কার এবং সনদপত্র প্রদান প্রসঙ্গে

সম্পাদনা

মহাশয়/মহাশয়া, এই প্রতিযোগিতাটির ফলাফল ঘোষণা এবং ফর্ম পূরণের প্রায় একমাস কেটে যাওয়ার পরও আমি এখনও আমার মুদ্রিত এবং ডিজিটাল কোনো সনদপত্রই পাইনি। এগুলি পাঠাতে আর কতদিন সময় লাগবে? দয়া করে একটু যদি বলেন। ☆🙏রূপক পাল 💬  💭🙏 ০৪:৩৪, ৮ আগস্ট ২০২২ (ইউটিসি)উত্তর দিন

সমস্যার সমাধানের জন্য অসংখ্য ধন্যবাদ ☆🙏রূপক পাল 💬  💭🙏 ০৮:০৪, ৯ আগস্ট ২০২২ (ইউটিসি)উত্তর দিন

বেশ অনেকদিন পূর্বে নির্ধারিত ফর্ম পূরণ করবার পরেও কোন ডিজিটাল সনদ বা পুরস্কার পাইনি। অনুগ্রহ করে বিষয়টি সম্পর্কে জানাবেন। মোঃ আসিমুজ্জামান (আলাপ) ১৯:৫২, ১৫ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@Tarunno ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি। — ইয়াহিয়া (আলাপঅবদান) - ২৩:৪৮, ১৫ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন
উনার ব্যবহারকারীর আলাপ পাতায় উত্তর দেয়া হয়েছে। – তারুণ্য আলাপ০৬:৩৮, ১৬ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন
"অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২২" প্রকল্প পাতায় ফিরুন।