উইকিপিডিয়া আলোচনা:অনলাইন এডিটাথন/২০২২/রমজান
সংশোধন
সম্পাদনা@MdsShakil: নিয়মাবলির ১ নং না দিলে মনে হয় ভালো হবে। যেহেতু এটি প্রতিযোগিতা না ও পুরস্কারও নেই। -- আফতাবুজ্জামান (আলাপ) ২০:৫৭, ২১ মার্চ ২০২২ (ইউটিসি)
- @আফতাবুজ্জামান নিবন্ধগুলো যেহেতু ফাউন্টেনের মাধ্যমে পর্যালোচনা প্রক্রিয়ায় মধ্যে দিয়ে যাবে সেখানে অনিবন্ধিত সম্পাদকরা তাদের নিবন্ধ কীভাবে জমাদান করবেন? —শাকিল (আলাপ · অবদান) ২২:০৮, ২১ মার্চ ২০২২ (ইউটিসি)
নিবন্ধের তালিকা সংশোধন
সম্পাদনা@RiazACU: Muhammad Madni Ashraf Ashrafi Al-Jilani নিবন্ধটি বাংলায় মাদনী মিয়া নামে আছে। মোহাম্মদ হাসানুর রশিদ (আলাপ) ১০:৫১, ১ এপ্রিল ২০২২ (ইউটিসি)
- ঠিক করা হয়েছে —শাকিল (আলাপ · অবদান) ১১:০৯, ১ এপ্রিল ২০২২ (ইউটিসি)
নিবন্ধ যোগ করা প্রসঙ্গে
সম্পাদনাen:Hadhramaut শীর্ষক নিবন্ধটি তালিকায় যোগ করা যায় কি? -- কৃষক (আলাপ) ০২:৫৫, ৩ এপ্রিল ২০২২ (ইউটিসি)
- @FARMER: সুধী, নিবন্ধটি ইসলাম সম্পর্কিত মনে হচ্ছে না। আপনি ইসলাম সম্পর্কিত এমন কোনো নিবন্ধ তৈরি করতে চাইলে জানাতে পারেন। রিয়াজ (আলাপ) ০৭:১৯, ৩ এপ্রিল ২০২২ (ইউটিসি)
- @FARMER এটি একটি ভৌগলিক স্থান সম্পর্কিত নিবন্ধ। -- আঃ আজিজ ফাহাদ (আলাপ) ১০:৪২, ৩ এপ্রিল ২০২২ (ইউটিসি)
তালিকার বাইরে নিবন্ধ
সম্পাদনাতালিকার বাইরে নিবন্ধ যোগ হবে কি? -- মো. মাহমুদুল আলম (আলাপ) ২০:১২, ১২ এপ্রিল ২০২২ (ইউটিসি)
- @মো. মাহমুদুল আলম নিবন্ধটি অনুবাদের পর কমপক্ষে ৩০০ শব্দ হতে হবে এবং সম্পূর্ণ অনুবাদ করতে হবে। এবং অবশ্যই ইসলাম বিষয়ক নিবন্ধ হতে হবে। এই শর্তগুলো পূরণ করলে তালিকার বাইরের নিবন্ধও গ্রহণ করা হবে। -- — ইয়াহিয়া (আলাপ • অবদান) - ২৩:২২, ১২ এপ্রিল ২০২২ (ইউটিসি)
আরো নিবন্ধ যোগ করুন
সম্পাদনা@আফতাবুজ্জামান, @Riaz, @Yahya ভাই!! আরো নিবন্ধ যোগ করুন। যুক্তকৃত নিবন্ধগুলো অনুবাদ প্রায় শেষের দিকে। অ-অনুবাদকৃত নিবন্ধের সংখ্যা কম থাকলে ব্যবহারকারীগন কাজ শেষের দিকে মনে করে সময় দেওয়া কমিয়ে দিতে পারে। তাই বলছি যারা এই পবিত্র রমজানে ইসলাম প্রকল্পে আগ্রহী বাংলা উইকিকে সমৃদ্ধ করতে চান, তারা নতুন নিবন্ধ যুক্ত করে দিতে পারে।
- @আফতাবুজ্জামান ভাই ও @Riaz ভাইকে অনুরোধ করবো, বাংলাদেশ ও ভারতের কামিল মাদ্রাসা গুলোকে অটো উল্লেখোগ্যতা দিয়ে এই প্রকল্পের আওতায় আনা যায় কিনা দেখবেন। কারণ কামিল মাদ্রাসাগুলো একটি বিশ্ববিদ্যালয়ের আওতাধীন মাস্টার্স কলেজের মান রয়েছে। -- Prodipto Deloar (আলাপ • অবদান • লগ) ০৯:২০, ১৫ এপ্রিল ২০২২ (ইউটিসি)
- @Prodipto Deloar: ইংরেজি উইকিপিডিয়ার কোন কোন বিষয়শ্রেণী থেকে তালিকা করা দরকার মনে হয় সেটা বলতে পারেন। তাহলে আমি নিবন্ধ তালিকা করে দিবো। দ্বিতীয়, প্রস্তাবটি স্বয়ংক্রিয় উল্লেখযোগ্যতা দেওয়ার জন্য বা স্বয়ংক্রিয় উল্লেখযোগ্য কিনা এবিষয়ে আলোচনা অনুসারে অগ্রসর হলে ভালো হবে। রিয়াজ (আলাপ) ০৯:৩৩, ১৫ এপ্রিল ২০২২ (ইউটিসি)
একত্রীকরণ হতে পারে।
সম্পাদনাen:Abidin Mosque হতে দুটি অনুবাদ হয়েছে আবেদীন মসজিদ ও আবেদিন মসজিদ। একত্রীকরণ করা দরকার।~ ফায়সাল বিন দারুল (২০২২) ১৭:১৮, ২৪ এপ্রিল ২০২২ (ইউটিসি)
- করা হয়েছে -- রিয়াজ (আলাপ) ১৭:৩২, ২৪ এপ্রিল ২০২২ (ইউটিসি)
মসজিদ সংযোজন
সম্পাদনামসজিদপাড়া মসজিদ ও ফতেহ শাহ মসজিদ নিবন্ধে যোা করুন। রিজওয়ান আহমেদ (আলাপ) ১০:৪৯, ২৬ এপ্রিল ২০২২ (ইউটিসি)
- @রিজওয়ান আহমেদ: নিবন্ধ দুটিতে কোন তথ্যসূত্র যোগ করেননি৷ আগে তথ্যসূত্র যোগ করুন, অনুচ্ছেদ আকারে ভাগ করে সম্প্রসারণ করুন৷ এভাবে উৎসহীন নিবন্ধ তালিকায় যোগ করতে চাচ্ছি না৷ রিয়াজ (আলাপ) ১০:৫২, ২৬ এপ্রিল ২০২২ (ইউটিসি)
- ফতেহ শাহ মসজিদ এবং মসজিদপাড়া মসজিদ (ঠিক করেছি) পুনরায় পর্যালোচনা করে নিবন্ধে যোগ করার জন্য আবারও অনুরোধ জানাচ্ছি। রিজওয়ান আহমেদ (আলাপ) ১১:৪৭, ২৬ এপ্রিল ২০২২ (ইউটিসি)
- @রিজওয়ান আহমেদ: করা হয়নি তথ্যসূত্র যোগ করার পর দেখা গেলো নিবন্ধ দুটি আপনি বাংলাপিডিয়া থেকে কপি-পেস্ট করেছেন, যা ৯৯% কপিরাইট লঙ্ঘন করেছে। এবং আপনি নিজেই আমার সম্পাদনা বাতিল করে পুনরায় নিবন্ধ দুটি কারণ না দেখিয়ে তালিকায় যোগ করেছেন, উল্লেখ্য এর পূর্বেও আপনি আলোচনা এবং যৌক্তিক কারণ ছাড়াই বেশ কয়েকবার আমার সম্পাদনা বাতিল করেছেন যা করা আপনার উচিত হয়নি৷ আশা করি পরবর্তীতে এসব বিষয়ে সতর্ক থাকবেন এবং কোনো ওয়েবসাইট থেকে হুবহু তথ্য নিয়ে কপি-পেস্ট করবেন না কারণ এতে কপিরাইট লঙ্ঘন হয়। এছাড়াও, এডিটাথনের নিয়মাবলি একটু পড়ে নিন। রিয়াজ (আলাপ) ১৩:২২, ২৬ এপ্রিল ২০২২ (ইউটিসি)
- ফতেহ শাহ মসজিদ এবং মসজিদপাড়া মসজিদ (ঠিক করেছি) পুনরায় পর্যালোচনা করে নিবন্ধে যোগ করার জন্য আবারও অনুরোধ জানাচ্ছি। রিজওয়ান আহমেদ (আলাপ) ১১:৪৭, ২৬ এপ্রিল ২০২২ (ইউটিসি)
নিবন্ধ যোগ
সম্পাদনাঅস্ট্রেলিয়ায় ইসলাম এই পাতাটি নেই।এটা যোগ করুন। রিজওয়ান আহমেদ (আলাপ) ০৮:৪২, ২৯ এপ্রিল ২০২২ (ইউটিসি)
- @রিজওয়ান আহমেদ: নিবন্ধটি তুলনামূলক বড়। এডিটাথনের নিয়মানুসারে নিবন্ধ সম্পূর্ণ অনুবাদ করতে হবে, আপনি যদি পুরোটা অনুবাদে আগ্রহী হন তাহলে তালিকায় যোগ করবো, অন্যথায় নয়। রিয়াজ (আলাপ) ০৮:৫৯, ২৯ এপ্রিল ২০২২ (ইউটিসি)
নিবন্ধের নাম সংশধন
সম্পাদনা"আত-তাকওয়া মসজিদ, সিরেবন" নিবন্ধটির শিরোনাম পরিবর্তন করে আত-তাকওয়া মসজিদ দেয়া হলো। কারন, এই নামে পূর্বে থেকেই একটি নিবন্ধ তৈরি করা আছে। নাম পরিবর্তন না করলে একই নিবন্ধের দুইটি পাতা তৈরি হওয়ার আশংকা থেকে যায়। বোরহান (আলাপ) ১৯:৩২, ৩০ এপ্রিল ২০২২ (ইউটিসি)
- @Borhan: আগের নামটিই ঠিক ছিলো, আমি সংশোধন করে দিয়েছি। কারণ দুইটা আলাদা নিবন্ধ তাই আলাদাভাবে তৈরি হবে৷ রিয়াজ (আলাপ) ১৯:৫৯, ৩০ এপ্রিল ২০২২ (ইউটিসি)
- @Riaz আপনাকে অনেক ধন্যবাদ। আমি রাতে নিবন্ধের ভিতরের দিকে নজর দিই নাই। শিরোনামের মিল থাকায় ভেবেছিলাম একই নিবন্ধ। এখন ভুলটা বুঝতে পেরেছি। -- বোরহান (আলাপ) ০৫:৫৮, ১ মে ২০২২ (ইউটিসি)
৩০০ শব্দ হয়েছে
সম্পাদনাইথিওপীয়ায় ইসলাম, নিবন্ধটিতে ৩০০ শব্দ হয়েছে। এখন মার্ক দেন। মো. মাহমুদুল আলম (আলাপ) ০৫:২৪, ১ মে ২০২২ (ইউটিসি)