স্বামী আর স্ত্রী বানায় যে জন মিস্ত্রি
‘স্বামী আর স্ত্রী বানায় যে জন মিস্ত্রি’ ১৯৯৯ সালে প্রকাশিত বাংলা চলচ্চিত্র সঙ্গীত। স্বামী-স্ত্রীর মেলবন্ধন ও মেলবন্ধন সৃষ্টিকারী সৃষ্টিকর্তার ভক্তিমূলক এই সঙ্গীত বা গানটি ১৯৯৯ সালে মুক্তিপ্রাপ্ত[১] কাজী হায়াৎ পরিচালিত চলচ্চিত্র ‘আম্মাজান’-এ ব্যবহার করা হয়েছে।[২] আহমেদ ইমতিয়াজ বুলবুলের[৩][৪][৫] গীতি ও সুরে এই গানে কন্ঠ দেন আইয়ুব বাচ্চু[৬][৭]। চলচ্চিত্রে এই গানের চিত্রায়নে অভিনয় ও ঠোট মিলিয়েছেন মান্না[৭][৮]। এই গানের মাধ্যমে বাংলা চলচ্চিত্রে গানে আইয়ুব বাচ্চু ব্যাপক জনপ্রিয়তা লাভ করে।[৯][১০]
"স্বামী আর স্ত্রী বানায় যে জন মিস্ত্রি" | ||
---|---|---|
আম্মাজান অ্যালবাম থেকে | ||
আইয়ুব বাচ্চু কর্তৃক সঙ্গীত | ||
ভাষা | বাংলা | |
মুক্তিপ্রাপ্ত | অডিওঃ ১৯৯৯ ভিডিওঃ ২৫ জুন , ২০১৮ | |
বিন্যাস | অডিও ক্যাসেট, ভিডিও স্ট্রিমিং | |
রেকর্ডকৃত | ১৯৯৯ | |
ধারা | চলচ্চিত্র সঙ্গীত | |
দৈর্ঘ্য | ০৪:১০ | |
লেবেল | অনুপম রেকর্ডিং মিডিয়া (২০১৮-বর্তমান) | |
লেখক | আহমেদ ইমতিয়াজ বুলবুল | |
সুরকার | আহমেদ ইমতিয়াজ বুলবুল | |
প্রযোজক | অমি বনি কথাচিত্র | |
সঙ্গীত ভিডিও | ||
ইউটিউবে "স্বামী আর স্ত্রী বানায় যে জন মিস্ত্রি" |
পটভূমি
সম্পাদনাকাজী হায়াৎ পরিচালিত আম্মাজান সিনেমার কাহিনী প্রেক্ষাপট অনুযায়ী স্বামী-স্ত্রীর মেলবন্ধন ও মেলবন্ধন সৃস্টিকারী সৃষ্টিকর্তার জাদুকরী গুনের রুপায়ন নিয়ে এই গানটি তৈরী করেন আহমেদ ইমতিয়াজ বুলবুল[১১][১২][১৩][১৪]
সঙ্গীত প্রযোজনা
সম্পাদনাইমতিয়াজ বুলবুল এই গানের গীতিরচনা ও সুরারোপ করেন[৮][১৫][১৬][১৭][১৮]। গানে কন্ঠ দেন আইয়ুব বাচ্চু [৬][১৯], গীতিরচনার ক্ষেত্রে আইয়ুব বাচ্চু’র গায়কী ও গানের ধরনকে প্রাধান্য দেয়া হয়েছিল[২০][২১]।
মুক্তি ও জনসংস্কৃতিতে প্রভাব
সম্পাদনাচলচ্চিত্রটি মুক্তি পাওয়ার পর শ্রোতারা এই গান সাদরে গ্রহণ করে এবং তুমুল জনপ্রিয় হয় এবং গানটি মানুষের মুখে মুখে উঠে আসে[২২][২৩]। বাংলাদেশ বেতারের চলচ্চিত্র সংগীতানুষ্ঠানে এই গান নিয়মিত প্রচার করা হয়।[১০][২৪] চলচ্চিত্র মুক্তির উনিশ বছর পর অনুপম রেকর্ডিং মিডিয়ার ব্যানারে গানটির ভিডিও ২৫ জুন , ২০১৮ তারিখে ইউটিউবে অবমুক্ত করা হয়[২৫]।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "টাঙ্গাইলের আসলাম থেকে মান্না"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২০-০৫-২৩।
- ↑ "যে কারণে মান্নার 'আম্মাজান' ছবিটি ফিরিয়ে দিয়েছিলেন শাবানা"। জাগো নিউজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ মে ২০২০।
- ↑ "আহমেদ ইমতিয়াজ বুলবুল শ্রোতাপ্রিয় কিছু গানের তালিকা"। সংগ্রহের তারিখ ২৪ মে ২০২০।
- ↑ "আহমেদ ইমতিয়াজ বুলবুলের কিছু শ্রোতাপ্রিয় গানের তালিকা"। সমকাল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ মে ২০২০।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ রিপোর্টার, স্টাফ। "বুলবুলের জনপ্রিয় যত গান"। DailyInqilabOnline। সংগ্রহের তারিখ ২৪ মে ২০২০।
- ↑ ক খ "অনন্ত-প্রেম থেকে আম্মাজান চলচ্চিত্রে আইয়ুব বাচ্চু"। ৪ সেপ্টেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ মে ২০২০।
- ↑ ক খ "নায়ক মান্নার অনুরোধে চলচ্চিত্রে প্লে-ব্যাক করেছিলেন তিনি"। www.somoynews.tv। ২৫ সেপ্টেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ মে ২০২০।
- ↑ ক খ "আমার চোখে বাচ্চুর মুখটাই ভাসছিল : বুলবুল"। Risingbd.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ মে ২০২০।
- ↑ "চলচ্চিত্রেও দারুণ জনপ্রিয়তা পেয়েছিল বাচ্চুর গান"। কালের কণ্ঠ। সংগ্রহের তারিখ ২০১৯-১০-০৩।
- ↑ ক খ "'অনন্ত প্রেম' থেকে 'আম্মাজান আম্মাজান'"। Purboposchim। ২৩ মে ২০২০। ২০১৯-১০-০৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৫-২৩।
- ↑ "গানের বুলবুল ছাড়া এক বছর"। Risingbd.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ মে ২০২০।
- ↑ "তার জনপ্রিয় গান"। www.bhorerkagoj.com। ২ অক্টোবর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ মে ২০২০।
- ↑ "বুলবুলের জনপ্রিয় গানগুলো | বিনোদন প্রতিদিন"। ittefaq। সংগ্রহের তারিখ ২৪ মে ২০২০।
- ↑ "চলচ্চিত্রে বুলবুল"। www.jaijaidinbd.com। সংগ্রহের তারিখ ২৪ মে ২০২০।
- ↑ "একনজরে আহমেদ ইমতিয়াজ বুলবুলের জনপ্রিয় গান | কালের কণ্ঠ"। Kalerkantho। সংগ্রহের তারিখ ২৪ মে ২০২০।
- ↑ "আমরা তোমাকে ভুলব না"। সংগ্রহের তারিখ ২৪ মে ২০২০।
- ↑ "আহমেদ ইমতিয়াজ বুলবুলের জনপ্রিয় যত গান"। আমাদের সময় (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ মে ২০২০।
- ↑ "আহমেদ ইমতিয়াজ বুলবুলের জনপ্রিয় গানগুলো | বাংলাদেশ প্রতিদিন"। Bangladesh Pratidin (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ মে ২০২০।
- ↑ "বেলা শেষে ফিরে এসে পাই না তারে"। সংগ্রহের তারিখ ২৩ মে ২০২০।
- ↑ "মান্নার সবচেয়ে জনপ্রিয় সিনেমা কোনটি?"। m.poriborton.com। সংগ্রহের তারিখ ২৩ মে ২০২০।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "আহমেদ ইমতিয়াজ বুলবুলকে হারানোর এক বছর"। সংগ্রহের তারিখ ২৪ মে ২০২০।
- ↑ "চলে গেলেন গানের পাখি আইয়ুব বাচ্চু"। The Daily Sangram। ৩১ আগস্ট ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ মে ২০২০।
- ↑ "২০ বছরে আম্মাজান, মনে পড়ে সেই মান্নাকে?"। সংগ্রহের তারিখ ২৩ মে ২০২০।
- ↑ "'আমার সারা দেহ খেয়ো গো মাটি'"। Jugantor। সংগ্রহের তারিখ ২৪ মে ২০২০।
- ↑ "স্বামী আর স্ত্রী বানায় যে জন মিস্ত্রি"। ইউটিউব। সংগ্রহের তারিখ ২৪ মে ২০২০।