অনন্ত জলিল

বাংলাদেশী অভিনেতা, প্রযোজক ও ব্যবসায়িক ব্যক্তিত্ব

এম.এ. জলিল অনন্ত যিনি অনন্ত জলিল হিসেবেই বেশি পরিচিত, একজন বাংলাদেশী চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, নায়ক ও ব্যবসায়ী।[]

এম.এ. জলিল অনন্ত
২০১৯ সালের অনন্ত
জন্ম
মো. আব্দুল জলিল অনন্ত

১৭ এপ্রিল ১৯৭৭[]
জাতীয়তাবাংলাদেশী
নাগরিকত্ববাংলাদেশি
শিক্ষাব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ফ্যাশন ডিজাইনিং[]
পেশাঅভিনেতা ,ব্যবসায়ী
কর্মজীবন২০০৯–বর্তমান
প্রতিষ্ঠানএজেআই গ্রুপ অব ইন্ড্রাস্টিজ, মুনসুন ফিল্মস
উল্লেখযোগ্য কর্ম
খোঁজ-দ্যা সার্চ, দ্য স্পিড, মোস্ট ওয়েলকাম, নিঃস্বার্থ ভালবাসা, মোস্ট ওয়েলকাম ২, দিন-দ্যা ডে
উচ্চতা৫ ফু ৭ ইঞ্চি (১.৭০ মি)
দাম্পত্য সঙ্গীআফিয়া নুসরাত বর্ষা
সন্তানআরিজ ইবনে জলিল, আবরার ইবনে জলিল[]

প্রাথমিক জীবন

সম্পাদনা

রেডিও ফুর্তিকে দেয়া এক সাক্ষাৎকারে অনন্ত জলিল বলেন, তিনি ও তার বড়ো ভাই মুন্সীগঞ্জ জেলায় বাবার কাছে বড়ো হয়েছেন। পাঁচ বছর বয়সে তার মা মারা যান।[] রেডিও এবিসিকে দেয়া আরেক সাক্ষাৎকারে অনন্ত তার নাম "আব্দুল জলিল" নামের গৃহশিক্ষকের অণুপ্রেরণায় তার বাবা রেখেছেন বলে জানান।

জলিল সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে ও লেভেল আর এ লেভেল করেছেন অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল থেকে। এরপর ম্যানচেস্টার থেকে বিবিএ এবং ফ্যাশন ডিজাইনিং পড়েন।[][]

জলিল ১৯৯৯ সালে একজন ব্যবসায়ী হিসেবে আত্মপ্রকাশ করেন। তিনি ২০১০ সালে খোঁজ-দ্যা সার্চ সিনেমার মাধ্যমে ঢালিউডের চলচ্চিত্রে যাত্রা শুরু করেন।

এম এ জলিল অনন্তর পূর্ব পরিচয় হলো, তিনি একজন গার্মেন্টস ব্যবসায়ী।[] ১৯৯৯ সালে গার্মেন্টস ব্যবসায়ী হিসেবে নিজে আত্মপ্রকাশ করেন তিনি।[][১০] তিনি গার্মেন্টস ব্যবসার পাশাপাশি চলচ্চিত্র ব্যবসায় বিনিয়োগ করেন, নিজের প্রযোজনা সংস্থার মাধ্যমে।[১১] নতুনত্ব ও বৈচিত্র্য আনার জন্য রূপালীপর্দায় ঝুঁকেছেন অনন্ত জলিল।[১২]

সামাজিক কর্মকাণ্ড

সম্পাদনা

অনন্ত জলিল সামাজিক কর্মকাণ্ডের অংশ হিসেবে ৩টি এতিমখানা নির্মাণ করেছেন। মিরপুর ১০ নং , বাইতুল আমান হাউজিং ও সাভার মধুমতি মডেল টাউনে আছে এতিমখানাগুলো। এ ছাড়াও সাভারের হেমায়েতপুরের ধল্লা গ্রামে সাড়ে ২৮ বিঘার উপর একটি বৃদ্ধাশ্রম নির্মাণের কাজ শুরু করেছেন অনন্ত জলিল।[১২] তিনি ঢাকার হেমায়েতপুরে অবস্থিত বায়তুস শাহ জামে মসজিদ এর নির্মাণকাজেও অবদান রাখেন। করোনা ভাইরাসের কারণে ঘরবন্দি মানুষ। তাই কর্মহীন হয়ে পড়েছেন বহু অসচ্ছল পরিবার। চলচ্চিত্র সংশ্লিষ্ট এমন ২৬০ জনের পরিবারকে সহযোগিতা করতে এগিয়ে এলেন শিল্পপতি, চিত্রনায়ক ও নির্মাতা অনন্ত জলিল। চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক সমিতির উদ্যোগে ২৬০ জনকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী দিয়েছেন অনন্ত। এদের মধ্যে রয়েছে চলচ্চিত্র প্রোডাকশন ম্যানেজার সমিতি, অ্যাসিসট্যান্ট প্রোডাকশন ম্যানেজার সমিতি ও মেকআপ আর্টিস্ট সমিতির সদস্যরা।[১৩]

অভিনীত চলচ্চিত্র

সম্পাদনা
চাবি
  ছবি এখনও মুক্তি পায়নি
বছর চলচ্চিত্র চরিত্র সহ-শিল্পী পরিচালক মন্তব্য
২০১০ খোঁজ-দ্যা সার্চ ববি, বর্ষা ইফতেখার চৌধুরী
২০১১ হৃদয় ভাঙ্গা ঢেউ বর্ষা গাজী মাজহারুল আনোয়ার
২০১২ দ্য স্পীড পারভীন, নানা সোহানুর রহমান সোহান
২০১২ মোস্ট ওয়েলকাম বর্ষা অনন্য মামুন মেরিল-প্রথম আলো বর্ষ সেরা অভিনেতা-২০১২ হিসাবে মনোনীত হয়েছেন
২০১৩ নিঃস্বার্থ ভালবাসা বর্ষা অনন্ত জলিল মেরিল-প্রথম আলো বর্ষ সেরা অভিনেতা-২০১৩ হিসাবে মনোনীত হয়েছেন
২০১৪ মোস্ট ওয়েলকাম ২ বর্ষা অনন্ত জলিল
২০১৯ দিন-দ্য ডে বর্ষা মোর্তেজা অতাশ জমজম
২০২৩ কিল হিম বর্ষা মোহাম্মদ ইকবাল [১৪]
- দ্যা স্পাই বর্ষা অনন্ত জলিল ছবি তৈরির কাজ চলছে
নেত্রী-দ্য লিডার আফিয়া নুসরাত বর্ষা অনন্ত জলিল নির্মাণাধীন[১৫]

পুরস্কার এবং মনোনয়ন

সম্পাদনা
সন পুরস্কার ক্যাটাগরি চলচ্চিত্র ফলাফল
২০১২ মেরিল প্রথম আলো পুরস্কার সেরা অভিনেতা মোস্ট ওয়েলকাম মনোনীত
CJFB পারফরমেন্স পুরস্কার সেরা অভিনেতা মোস্ট ওয়েলকাম বিজয়ী
২০১৩ বায়োস্কোপ বর্ষসেরা সেরা অভিনেতা নিঃস্বার্থ ভালোবাসা বিজয়ী
বায়োস্কোপ বর্ষসেরা সেরা জুটি (আফিয়া নুসরাত বর্ষার সাথে ) নিঃস্বার্থ ভালোবাসা বিজয়ী
মেরিল প্রথম আলো পুরস্কার (জনপ্রিয়) সেরা অভিনেতা নিঃস্বার্থ ভালোবাসা মনোনীত

তথ্যসূত্র

সম্পাদনা
  1. জাগো নিউজ"শুভ জন্মদিন অনন্ত জলিল"জাগো নিউজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৭-১৬ 
  2. রিয়েলি আই ডোন্ট বদার ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৭ নভেম্বর ২০১৮ তারিখে,দৈনিক প্রথম আলো। ঢাকা থেকে প্রকাশের তারিখ: ২২-১০-২০১২ খ্রিস্টাব্দ।
  3. "About"। Aji Group। ২০১২-১০-৩১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১২-১১-০৭ 
  4. "পুত্র সন্তানের বাবা হলেন অনন্ত জলিল"dmpnews.org। নভেম্বর ১৩, ২০১৭। সংগ্রহের তারিখ মে ১৭, ২০২০ 
  5. এ সপ্তাহের সাক্ষাৎকারঃ চিত্রতারকা অনন্ত জলিল,বিবিসি নিউজ। ঢাকা থেকে প্রকাশের তারিখ: ০৩-০১-২০১৩ খ্রিস্টাব্দ।
  6. "Ananta Jalil on Radio foorti"। YouTube। ১৬ সেপ্টেম্বর ২০১২। সংগ্রহের তারিখ ৭ নভেম্বর ২০১২ 
  7. Jalil, Ananta। "Josephites' Technovation'17 @ Saint Joseph Higher Secondary School_Ananta Jalil_AJ"via YouTube 
  8. "শুভ জন্মদিন অনন্ত জলিল"জাগো নিউজ। ১৭ এপ্রিল ২০২০। সংগ্রহের তারিখ মে ১৭, ২০২০ 
  9. "গার্মেন্টস নিয়ে আবেগঘন ও গুরুত্বপূর্ণ বার্তা দিলেন অনন্ত জলিল"rtvonline.com। ১৩ মে ২০২০। জুন ৬, ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ মে ১৭, ২০২০ 
  10. "করোনাকালে যেভাবে গার্মেন্টস চালাচ্ছেন অনন্ত জলিল"dhakatimes24.com। ২৯ এপ্রিল ২০২০। সংগ্রহের তারিখ মে ১৭, ২০২০ 
  11. মোস্ট ওয়েলকামের অনন্তকে নিয়ে উত্তেজনা কেন ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৪ মার্চ ২০১৬ তারিখে,চিন্তামন তুষার,নিউজুয়ালি। ঢাকা থেকে প্রকাশের তারিখ: ২৪-০৯-২০১২ খ্রিস্টাব্দ।
  12. ডামি নয়, আমিই পাঁচতলা থেকে মাটিতে ঝাঁপ দিলাম : অনন্ত ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২১ সেপ্টেম্বর ২০১৩ তারিখে,ফাহিম ফয়সাল, বাংলানিউজটোয়েন্টিফোর.কমঢাকা থেকে প্রকাশের তারিখ: ১০-০৫-২০১২ খ্রিস্টাব্দ।
  13. https://www.banglanews24.com/entertainment/news/bd/779875.details
  14. "ঈদে মুক্তি পেল ৮ সিনেমা"দৈনিক মানবজমিন 
  15. "'নেত্রী : দ্য লিডার' ছবিটি নিয়ে যা বললেন অনন্ত জলিল | বাংলাদেশ প্রতিদিন"Bangladesh Pratidin। সংগ্রহের তারিখ ২০২১-০৩-০২ 

বহিঃসংযোগ

সম্পাদনা