আই থিয়েটার
আই থিয়েটার একটি বাংলাদেশি 'পরিশোধ-বাবদ-দর্শন' যোগ্য চাহিদা ভিডিও সেবা প্রদানকারি প্রতিষ্ঠান। সেবাটি চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান সেলেব্রিটি প্রডাকশনের একটি সহায়ক প্রতিষ্ঠান।[১] এটি মূলত গ্রাহকদের মূল্য পরিশোধ পূর্বক ইন্টারনেটে চলচ্চিত্র এবং চলচ্চিত্র সংক্রান্ত ভিডিও যেমনঃ গান, ট্রেইলার প্রভৃতি দেখার অনলাইন মঞ্চ।[২] আই থিয়েটারের অনুষ্ঠান তালিকায় চলচ্চিত্রের পাশাপাশি বিভিন্ন নাটক অন্তর্ভুক্ত আছে। ২০২০ সালের ২২ নভেম্বর পরীক্ষামূলক[৩] এবং ২৬ নভেম্বর হতে আই থিয়েটার আনুষ্ঠানিক সূচনা ঘটে এবং বিশ্বব্যাপী গ্রাহকদের জন্য সক্রিয় করা হয়।[৪] আই থিয়েটার মোবাইল অ্যাপ এবং ওয়েবসাইট হিসেবে উপলব্ধ।[২]
ব্যবসার প্রকার | ব্যক্তিগত কোম্পানি |
---|---|
সাইটের প্রকার | ভিডিও স্ট্রিমিং |
উপলব্ধ | বাংলা |
সদরদপ্তর | বনানী, ঢাকা, বাংলাদেশ |
দেশ | বাংলাদেশ |
পরিবেষ্টিত এলাকা | বিশ্বব্যাপী |
মালিক | আই থিয়েটার লিমিটেড (সেলেব্রিটি প্রোডাকশন) |
প্রধান নির্বাহী কর্মকর্তা | অনন্য মামুন |
শিল্প | 'পরিশোধ-বাবদ-দর্শন', চাহিদা ভিডিও সেবা |
ওয়েবসাইট | www |
বাণিজ্যিক | হ্যাঁ |
নিবন্ধন | অবশ্যক |
চালুর তারিখ | ২৬ নভেম্বর ২০২০ |
বর্তমান অবস্থা | সক্রিয় |
ইতিহাস
সম্পাদনাআই থিয়েটারের মূল উদ্যোক্তা সেলেব্রিটি প্রোডাকশন তাদের চলচ্চিত্র নবাব এলএলবি প্রযোজনার সময় বাংলাদেশে করোনাভাইরাস রোগের প্রাদর্ভাব শুরু হয়। সঙ্গনিরোধ এবং মহামারী ঠেকাতে বাংলাদেশের প্রেক্ষাগৃহ বন্ধ দীর্ঘসময়ের জন্য বন্ধ রাখা হয়।[৫] এসময় বিকল্প মাধ্যমে চলচ্চিত্র মুক্তি দেয়ার জন্য আই থিয়েটার প্লাটফর্ম নির্মাণ করা হয়। ২০২০ সালের ২২ নভেম্বর নবাব এলএলবি'র শিরোনাম সঙ্গীত মুক্তির মাধ্যমে অনলাইন মঞ্চটি পরীক্ষামূলক যাত্রা শুরু করে।[৩] একই মাসে ২৬ নভেম্বর হতে এটি বিশ্বব্যাপী গ্রাহক নিবন্ধনের জন্য আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।[৪]
গ্রাহক নিবন্ধন
সম্পাদনাআই থিয়েটারের গ্রাহকদের জন্য নির্দিষ্ট মূল্য পরিশোধের মাধ্যমে মূল্য অনুযায়ী নির্ধারিত সময়ের জন্য মঞ্চটিতে উপলব্ধ চলচ্চিত্র ও অন্যান্য অনুষ্ঠান উপভোগ করার উন্মুক্ত করে।[৬]
অনুষ্ঠান
সম্পাদনামৌলিক চলচ্চিত্র
সম্পাদনাসাল | তারিখ | শিরোমান | সূত্র |
---|---|---|---|
২০২০ | ১৬ ডিসেম্বর | নবাব এলএলবি | [৭] |
২০২১ | ২১ মার্চ | মেকাপ | [৮] |
১৪ মে | কসাই | [৯] |
সমালোচনা
সম্পাদনা২০২০ সালের ১৬ ডিসেম্বর,আই থিয়েটার তাদের প্রথম মৌলিক চলচ্চিত্র নবাব এলএলবি অর্ধাংশ প্রকাশ করে। কোনরূপ পূর্ব ঘোষণা ছাড়া এধরনের 'প্রতারণামূলক' কর্মকাণ্ডের জন্য সেবাটির গ্রাহকদের কাছে সমালোচিত হয়।[১০] ২০২১ সালের ১ জানুয়ারি, চলচ্চিত্রটির দ্বিতীয় অর্ধ মুক্তি দেয়া হয়।[১১]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "অনলাইনে মুক্তি পাবে শাকিব খানের নবাব এলএলবি"। দৈনিক যুগান্তর। ২০২০-০৯-২৬। সংগ্রহের তারিখ ২০২০-১২-০৮।
- ↑ ক খ "আসছে অনলাইনে সরাসরি সিনেমা দেখার প্ল্যাটফর্ম 'আই থিয়েটার'"। দেশ রূপান্তর। ২০২০-১১-২০। সংগ্রহের তারিখ ২০২০-১২-০৮।
- ↑ ক খ "শাকিবকে দেখতে দর্শকের চাপ, অ্যাপ ডাউন!"। চ্যানেল আই অনলাইন। ২০২০-১১-২৩। সংগ্রহের তারিখ ২০২০-১২-০৮।
- ↑ ক খ "১৬ ডিসেম্বর মুক্তি পাচ্ছে শাকিবের 'নবাব এলএলবি'"। বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ২০২০-১১-২৭। সংগ্রহের তারিখ ২০২০-১২-০৮।
- ↑ "মঙ্গলবার থেকে দেশের সকল প্রেক্ষাগৃহ বন্ধ"। বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ২০২০-০৩-১৬। সংগ্রহের তারিখ ২০২০-১২-০৮।
- ↑ "২৬ নভেম্বর খুলছে আই থিয়েটার"। দৈনিক কালের কণ্ঠ। ২০২০-১১-২১। সংগ্রহের তারিখ ২০২০-১২-০৮।
- ↑ "আজ প্রথম অ্যাপে মুক্তি, শাকিব খান অভিনীত বাণিজ্যিক ছবি"। দ্য ডেইলি স্টার। ২০২০-১২-১৬। সংগ্রহের তারিখ ২০২০-১২-১৬।
- ↑ "নিষিদ্ধ 'মেকআপ' মুক্তি পাচ্ছে ২১ মার্চ"। এনটিভি অনলাইন। ২০২১-০৩-১২। সংগ্রহের তারিখ ২০২১-০৩-২৫।
- ↑ "ওটিটিতে দেশ-বিদেশের নতুন এক ঝাঁক কন্টেন্ট"। চ্যানেল আই অনলাইন। ২০২১-০৫-১৫। সংগ্রহের তারিখ ২০২১-০৫-১৫।
- ↑ "'নবাব এলএলবি' পাইরেসি, সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের"। এনটিভি অনলাইন। ২০২০-১২-২০। সংগ্রহের তারিখ ২০২১-০১-০৪।
- ↑ "শাকিবের অর্ধেক সিনেমা মুক্তি ও পরিচালকের ব্যাখ্যা"। এনটিভি অনলাইন। ২০২০-১২-১৭। সংগ্রহের তারিখ ২০২১-০১-০৪।
বহিঃসংযোগ
সম্পাদনা- দাপ্তরিক ওয়েবসাইট (ইংরেজি)
- ফেসবুকে আই থিয়েটার