দ্যা স্পীড
দ্যা স্পীড ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশী চলচ্চিত্র।[১] সম্পূর্ণ এ্যাকশন ধর্মী এ ছবি চিত্রায়ীত হয়েছে মালয়েশিয়ার অপরূপ সৌন্দর্যমন্ডিত লোকেশন পুত্রাজায়া, লংজাউম্ব, কুয়ালালামপুর, সিপোর্ট ও এয়ারপোর্ট এ। এ ছবিতে অনন্তর বিপরীতে অভিনয় করেছেন মালয়েশিয়ান অভিনেত্রী পারভিন এবং রাশিয়ান অভিনেত্রী নানা।[২] ছবিটি পরিচালনা করেছেন বাংলাদেশের বিখ্যাত চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহান। ছবিটির প্রধান চরিত্রগুলোতে অভিনয় করেছেন এম এ জলিল অনন্ত, পারভিন (মালয়েশিয়া), নানা (রাশিয়া), আলমগীর, দিতি, নিনো (ইতালি), ডন, ইলিয়াস কোবরা, দীঘিসহ দেশী বিদেশী আরও অনেকে। ছবিটি প্রযোজনা-পরিবেশনায় করছে মনসুন ফিল্মস। এর আগে মনসুন ফিল্মস এর ব্যানারে খোঁজ-দি সার্চ ছবিটি মুক্তি পায় ২০১০ সালে এবং পরবর্তীতে একে একে মুক্তি পায় হৃদয় ভাঙ্গা ঢেউ, মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম ২।[৩]
দ্যা স্পীড | |
---|---|
পরিচালক | সোহানুর রহমান সোহান |
প্রযোজক | এম এ জলিল অনন্ত |
রচয়িতা | সোহানুর রহমান সোহান |
শ্রেষ্ঠাংশে |
|
সুরকার | ইমন সাহা হাবিব ওয়াহিদ ফুয়াদ হৃদয় খান |
পরিবেশক | মনসুন ফিল্মস |
মুক্তি | ১১ মে ২০১২ |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
কাহিনী সংক্ষেপ
সম্পাদনাশ্রেষ্ঠাংশে
সম্পাদনা- শেখ ফরিদ(SFB)
- অনন্ত -
- পারভিন (মালয়েশিয়া) -
- নানা (রাশিয়া) -
- আলমগীর -
- দিতি -
- নিনো (ইতালি) -
- ডন -
- ইলিয়াস কোবরা -
- দীঘি -
- জানেট দোখস (ইতালি) -
- মাইক বস (দক্ষিণ আফ্রিকা) -
- ইসমাদি বিন রিজি (রাশিয়া) -
- মারনা টাইরাই কিনা (রাশিয়া) -
- এলিনা কুক (রাশিয়া) -
- অ্যানডোলসা ডারমানসিস (রাশিয়া) -
- মাডানা (রাশিয়া) -
- ডিজুলাইনি বিন মালেক (ইরান) -
- মারগিজা আবদুরজা (ইরান) -
সংগীত
সম্পাদনাদ্য স্পীড ছবির সঙ্গীত পরিচালনা করেছেন ইমন সাহা, হাবিব ওয়াহিদ, ফুয়াদ, হৃদয় খান। গানে কণ্ঠ দিয়েছেন অ্যান্ড্রু কিশোর, হাবিব, হৃদয় খান, ফুয়াদ ও রমা।
গানের তালিকা
সম্পাদনাআরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ সোহানুর রহমান সোহানের 'দ্য স্পিড'[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ] তথ্যসুত্রঃ পিটিবি নিউজ অনলাইন, তথ্যসংগ্রহঃ ১১ মার্চ ২০১১
- ↑ মালয়েশিয়ার মনোরম লোকেশনে 'দ্য স্পিড[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ] তথ্যসুত্রঃ ওএসএম নিউজ বিডি-অনলাইন, তথ্যসংগ্রহঃ ১১ মার্চ ২০১১
- ↑ একসঙ্গে তিন ছবির কাজ শেষ তথ্যসুত্রঃ দৈনিক সংবাদ, তথ্যসংগ্রহঃ ১১ মার্চ ২০১১