মোর্তেজা অতাশ জমজম

মোর্তেজা অতাশ জমজম হলেন একজন ইরানি চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক যিনি ১৯৭৭ সালে ইরানের এসফাহনে জন্মগ্রহণ করেন।

মোর্তেজা অতাশ জমজম
জন্ম (1977-11-27) ২৭ নভেম্বর ১৯৭৭ (বয়স ৪৭)
জাতীয়তাইরানি
পেশাচলচ্চিত্র পরিচালক ও প্রযোজক
কর্মজীবন২০০২–বর্তমান
উল্লেখযোগ্য কর্ম
সিমিন (২০১৮), মেলেনকোলি (২০১৬)

কর্মজীবন

সম্পাদনা

মোর্তেজা অতাশ জমজম বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার বিজ্ঞানে স্নাতক পাশ করেন। ২০০২ সাল থেকে তিনি চল্লিশটিরও বেশি স্বাধীন চলচ্চিত্র, তথ্যচিত্র ও টেলিভিশন ধারাবাহিক পরিচালনা ও নির্মাণ করেছেন। তিনি বাম চলচ্চিত্র উৎসবের (২০০৮ ও ২০১০) পরিচালক ছিলেন। ২০১৬ সালের চলচ্চিত্র মেলেনকোলি ছিলো পরিচালক হিসেবে তার প্রথম পূর্ণাঙ্গ চলচ্চিত্র।[]

চলচ্চিত্রের তালিকা

সম্পাদনা

তথ্যচিত্র

সম্পাদনা
বছর শিরোনাম প্রযোজনার স্থান পরিচালক প্রযোজক অর্জন
২০০৭ অ্যান অপেরা ফ্রম দ্য ডিপ ফ্রান্স, প্যারিস হ্যাঁ না আইআরআইবি টিভি১ থেকে সম্প্রচার
২০০৮ সুনামি ইন্দোনেশিয়া হ্যাঁ হ্যাঁ আইআরআইবি টিভি১ থেকে সম্প্রচার
২০১০ অ্যা সিস্টার ইন লাহোর পাকিস্তান হ্যাঁ হ্যাঁ আইআরআইবি টিভি১ থেকে সম্প্রচার
২০১৪ ফ্রেইবোর্গ জার্মানি হ্যাঁ না আইআরআইবি টিভি১ থেকে সম্প্রচার
২০১৪ পিনোক্কিও ইতালি, ফ্লোরেন্স হ্যাঁ না আইআরআইবি টিভি১ থেকে সম্প্রচার
২০১৪ রোদি কাহ কেশতেহ সাদ (যে নদীকে হত্যা করা হয়েছে) ইরান হ্যাঁ হ্যাঁ ইরানের সিনেমার ১৬ তম গ্র্যান্ড সিনেমার জুরির বিশেষ পুরস্কার
২০১৫ কুয়ালালামপুর মালয়েশিয়া হ্যাঁ না আইআরআইবি টিভি১ থেকে সম্প্রচার
২০১৫ উই ডোন্ট অ্যানিথিং ফ্রম দ্য প্রেসিডেন্ট ইরান হ্যাঁ হ্যাঁ গোপনীয়
২০১৮ বিমর্ষ বুদ্ধ বাংলাদেশ হ্যাঁ হ্যাঁ ৩৭ তম ফজর বিশ্ব বাজার উৎসবে প্রদর্শিত হয়

চলচ্চিত্র

সম্পাদনা
বছর শিরোনাম প্রযোজনার স্থান পরিচালক প্রযোজক অর্জন
২০১০ ডেড-এন্ড লেবানন হ্যাঁ হ্যাঁ ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দেন
২০১১ মার্গে সেপিদ (শ্বেত মৃত্যু) ইরান হ্যাঁ হ্যাঁ ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দেন
২০১৬ মেলানকোলিয়া ইরান হ্যাঁ হ্যাঁ আন্তর্জাতিক প্রতিযোগিতায় বুলগেরিয়ার বর্ণ উৎসবে ২৫ তম সময়ের বুলগেরিয়ান ফিল্মমেকারস অ্যাসোসিয়েশন দ্বারা নির্বাচিত চলচ্চিত্র
২০১৮ সিমিন ইরান হ্যাঁ হ্যাঁ রাশিয়ার সার্বিয়ায় বৈকাল চলচ্চিত্র উৎসবের জুরির বিশেষ পুরস্কার
২০২০-২১ জোলেখা'স লিভার ইরান হ্যাঁ হ্যাঁ
২০২২ দিন-দ্যা ডে বাংলাদেশইরান হ্যাঁ হ্যাঁ মুক্তি পেয়েছে

ধারাবাহিক

সম্পাদনা
বছর শিরোনাম প্রযোজনার স্থান পরিচালক প্রযোজক অর্জন
২০০৪ আখরিন গুজরেশ (শেষ প্রতিবেদন) লেবানন হ্যাঁ হ্যাঁ আইআরআইবি টিভি১ থেকে সম্প্রচার
২০০৮ সাইহেহাই শাহর (শহরের ছায়া) লেবানন হ্যাঁ হ্যাঁ আইআরআইবি টিভি১ থেকে সম্প্রচার
২০১১ সায়েহ সুলতান (সুলতানের ছায়া) ইরান, ফ্রান্স, লেবানন হ্যাঁ হ্যাঁ আইআরআইবি টিভি১ থেকে সম্প্রচার
২০১৪ খাতুন ইরান হ্যাঁ হ্যাঁ ৪টি ভিন্ন টিভি চ্যানেল থেকে সম্প্রচার

অন্যান্য

সম্পাদনা
বছর শিরোনাম প্রযোজনার স্থান পরিচালক প্রযোজক কাজের ধরন অর্জন
২০০১ দ্য ফ্রেন্ড (বন্ধু) ইরান সংক্ষিপ্ত চলচ্চিত্র আইআরআইবি টিভি১ থেকে সম্প্রচারিত, ইরান স্থানীয় টিভি চলচ্চিত্র উৎসবে সেরা শর্ট ফিল্ম
২০১১ বেহেশত গোমশেদেহ (হারানো স্বর্গ) ইরান না হ্যাঁ তথ্যচিত্র ধারাবাহিক আইআরআইবি টিভি১ থেকে সম্প্রচার

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Ist 3D Movie Planned" (পিডিএফ)  old.iran-daily.com Accessed 2016-4-11

বহিঃসংযোগ

সম্পাদনা