উয়েফা সুপার কাপ

ফুটবল প্রতিযোগীতা
(UEFA Super Cup থেকে পুনর্নির্দেশিত)

ইউরোপীয়ান সুপার কাপ (উয়েফা সুপার কাপ) একটি বার্ষিক ফুটবল খেলা যেটি উয়েফা কাপউয়েফা চ্যাম্পিয়নস লীগ বিজয়ী দলদুটির মধ্যে অনুষ্ঠিত হয়। ঘরোয়া লীগ শুরু হওয়ার সময় এই খেলা অনুষ্ঠিত হয়। সাধারণত আগস্ট মাসে এটি অনুষ্ঠিত হয়। ইউরোপে খেলাটিকে অবশ্য উয়েফা কাপ বা চ্যাম্পিয়নস লীগের সমান মর্যাদা দিয়ে কাপটিকে দেখা হয় না। [][] গ্রীষ্মকালীন দলবদলের পর এটি অনুষ্ঠিত হয় বলে দলে নানা পরিবর্তন আসে।

উয়েফা সুপার কাপ
প্রতিষ্ঠিত১৯৭২
(১৯৭৩ সাল থেকে উয়েফা কর্তৃক স্বীকৃতপ্রাপ্ত)
অঞ্চল ইউরোপ(উয়েফা)
দলের সংখ্যা
বর্তমান চ্যাম্পিয়নইংল্যান্ড চেলসি ফুটবল ক্লাব (দ্বিতীয় শিরোপা)
সবচেয়ে সফল দলইতালি এ.সি. মিলান
স্পেন এফসি বার্সেলোনা
(৫টি শিরোপা)
ওয়েবসাইটOfficial Website
২০২৩ উয়েফা সুপার কাপ

সবচেয়ে সফল সুপার কাপ বিজয়ী দল হচ্ছে বার্সেলোনা আর এ.সি. মিলান, যারা পাঁচবার এই ট্রফি জিতেছে।

দলগুলির সফলতা

সম্পাদনা
উয়েফা সুপার কাপে ক্লাবগুলোর সফলতা
ক্লাব বিজয়ী রানার্স-আপ বিজয়ী বছর রানার্স-আপ বছর
  বার্সেলোনা ১৯৯২, ১৯৯৭, ২০০৯, ২০১১, ২০১৫ ১৯৭৯, ১৯৮২, ১৯৮৯, ২০০৬
  মিলান ১৯৮৯, ১৯৯০, ১৯৯৪, ২০০৩, ২০০৭ ১৯৭৩, ১৯৯৩
  রিয়াল মাদ্রিদ ২০০২, ২০১৪, ২০১৬, ২০১৭ ১৯৯৮, ২০০০, ২০১৮
  লিভারপুল ১৯৭৭, ২০০১, ২০০৫,২০১৯ ১৯৭৮, ১৯৮৪
  আতলেতিকো মাদ্রিদ ২০১০, ২০১২, ২০১৮
  আয়াক্স ১৯৭৩, ১৯৯৫ ১৯৮৭
  এন্ডারলেখট ১৯৭৬, ১৯৭৮
  ভালেনসিয়া ১৯৮০, ২০০৪
  জুভেন্টাস ১৯৮৪, ১৯৯৬
  সেভিয়া ২০০৬ ২০০৭, ২০১৪, ২০১৫, ২০১৬
  পোর্তো ১৯৮৭ ২০০৩, ২০০৪, ২০১১
  ম্যানচেস্টার ইউনাইটেড ১৯৯১ ১৯৯৯, ২০০৮, ২০১৭
  বায়ার্ন মিউনিখ ২০১৩ ১৯৭৫, ১৯৭৬, ২০০১
  চেলসি ১৯৯৮ ২০১২, ২০১৩,২০১৯
  ডায়নামো কিয়েব ১৯৭৫ ১৯৮৬
  নটিংহাম ফরেস্ট ১৯৭৯ ১৯৮০
  এস্টন ভিলা ১৯৮২
  আবেরদীন ১৯৮৩
  স্তেয়াউয়া বুকুরেস্তি ১৯৮৬
  ম্যাচেলেন ১৯৮৮
  পারমা ১৯৯৩
  লাজিও ১৯৯৯
  গ্যালাতাসারে ২০০০
  জেনিত সেন্ট পিটার্সবার্গ ২০০৮
  হামবার্গ ১৯৭৭, ১৯৮৩
  ইন্ডহোভেন ১৯৮৮
  সাম্পডোরিয়া ১৯৯০
  সেড স্টার বেলগ্রেড ১৯৯১
  ওয়ের্ডার ব্রেমেন ১৯৯২
  আর্সেনাল ১৯৯৪
  রিয়াল জারাগোজা ১৯৯৫
  প্যারিস সেন্ট-জার্মেই ১৯৯৬
  বরুশিয়া ডর্টমুন্ড ১৯৯৭
  ফেইনোর্ড ২০০২
  সিএসকেএ মস্কো ২০০৫
  শাখতার দানেস্ক ২০০৯
  ইন্টার মিলান ২০১০

বিভিন্ন দেশের সফলতা

সম্পাদনা
দেশ বিজয়ী রানার্স-আপ মোট
  স্পেন ১৫ ১২ ২৭
  ইতালি ১৩
  ইংল্যান্ড ১০ ১৮
  বেলজিয়াম
  নেদারল্যান্ডস
  জার্মানি
  পর্তুগাল
  রাশিয়া
  সোভিয়েত ইউনিয়ন
 রোমানিয়া
  স্কটল্যান্ড
  তুরস্ক
  ফ্রান্স
  ইউক্রেন
  যুগোস্লাভিয়া
সর্বমোট ৪৪ ৪৪ ৮৮

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Tottenham eye rare European clean sweep"UEFA.com (ইংরেজি ভাষায়)। Union of European Football Associations। ৩০ মে ২০১৯। সংগ্রহের তারিখ ১৫ আগস্ট ২০১৯ 
  2. "Library – Inside UEFA"UEFA.com (ইংরেজি ভাষায়)। Union of European Football Associations। ২৫ আগস্ট ২০১০। সংগ্রহের তারিখ ১৫ আগস্ট ২০১৯ 

বহিঃসংযোগ

সম্পাদনা