ফুটবল ক্লাব জিনিত সেন্ট পিটার্সবার্গ

(FC Zenit Saint Petersburg থেকে পুনর্নির্দেশিত)

ফুটবল ক্লাব জিনিত (রুশ: Футбольный клуб «Зенит»; [fʊdˈbolʲnɨj ˈkɫup zʲɪˈnʲit]; জিনিত সেন্ট পিটার্সবার্গ বা শুধুমাত্র জিনিত নামেও পরিচিত) হচ্ছে সেন্ট পিটার্সবার্গ শহরে অবস্থিত একটি রুশ পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি ১৯২৫ সালে প্রতিষ্ঠিত হয়েছিল (বা কিছু রুশ উৎস অনুসারে ১৯১৪ সালে)। বর্তমানে এই ক্লাবটি রুশ প্রিমিয়ার লীগে খেলে। জিনিত হচ্ছে রুশ প্রিমিয়ার লীগের বর্তমান চ্যাম্পিয়ন (২০১৮–১৯ অনুযায়ী)। এর পূর্বে তারা ২০০৭, ২০১০, ২০১১–১২, ২০১৪–১৫ মৌসুমে রুশ প্রিমিয়ার লীগের শিরোপা জয়লাভ করেছে। এছাড়াও ক্লাবটি ২০০৭–০৮ উয়েফা সুপার কাপ এবং ২০০৮ উয়েফা সুপার কাপ জয়লাভ করেছে। এই ক্লাবটির মালিকানাধীনে রয়েছে জনপ্রিয় রুশ প্রতিষ্ঠান গাসপ্রোম, যারা একই সাথে এর সাথে এই ক্লাবের পৃষ্ঠপোষকতার দায়িত্ব পালন করে। জিনিত তাদের সকল হোম ম্যাচ গাসপ্রোম এরিনায় খেলে থাকে।

জিনিত
পূর্ণ নামФутбольный клуб Зенит
ডাকনামএলভাই (সিংহ)
সিন-বেলো-গলুবাই (নীল-সাদা-আকাশী)
জিনিতচিকি (জিনিতার্স)
প্রতিষ্ঠিত২৫ মে ১৯২৫; ৯৯ বছর আগে (1925-05-25)
মাঠগাসপ্রোম এরিনা
ধারণক্ষমতা৬৭,৮০০[]
মালিকগাসপ্রোম
সভাপতিআলেকসান্দার মেদভেদেভ
প্রধান কোচসার্জি সেমাক
লিগরুশ প্রিমিয়ার লীগ
২০১৯–২০১ম (চ্যাম্পিয়ন)
ওয়েবসাইটক্লাব ওয়েবসাইট
বর্তমান মৌসুম

খেলোয়াড়

সম্পাদনা

বর্তমান দল

সম্পাদনা
১৭ ফেব্রুয়ারি ২০২০ পর্যন্ত হালনাগাদকৃত।[]

টীকা: পতাকা জাতীয় দল নির্দেশ করে যা ফিফার যোগ্যতার নিয়মের অধীনে নির্ধারিত হয়েছে। খেলোয়াড়দের একাধিক জাতীয়তা থাকতে পারে যা ফিফা ভুক্ত নয়।

নং অবস্থান খেলোয়াড়
  দোগলাস সান্তোস
  জর্দান ওসোরিও (ধারে)
  বিলমার বারিয়স
  ব্রানিস্লাভ ইভানোভিচ (অধিনায়ক)
  সর্দার আজমুন
  ম্যালকম
১০   এমিলিয়ানো রিগোনি
১১   সেবাস্তিয়ান দ্রিউসি
১৪   দালের কুজিয়ায়েভ
১৫   ভিয়াচেস্লাভ কারাভায়েভ
১৭   অলেগ শাতভ
১৮   ইউরি ঝিরকভ
নং অবস্থান খেলোয়াড়
১৯   ইগর স্মলনিকভ
২১   আলেকসান্দ্র ইয়েরোকিন
২২   আর্তেঁম জিউবা
২৪   এমানুয়েল মামানা
২৭   মাগোমেদ ওজদোয়েভ
৩৮   লেওঁ মুসায়েভ
৪১ গো   মিকহিল কেরজহাকভ
৪৪   ইয়ারোস্লাভ রাকিতস্কি
৭৮ গো   আলেকসান্দ্র ভাসিউতিন
৯১   আলেকসেই সুতোরমিন
৯২   দানিল শামকিন
৯৯ গো   আন্দ্রেই লুনিয়োভ

ঘরোয়া

সম্পাদনা
চ্যাম্পিয়ন (৬): ১৯৮৪, ২০০৭, ২০১০, ২০১১/১২, ২০১৪/১৫, ২০১৮/১৯
২য় স্থান (৩): ২০০৩, ২০১২/১৩, ২০১৩/১৪
৩য় স্থান (৫): ১৯৮০, ২০০১, ২০০৯, ২০১৫/১৬, ২০১৬/১৭
চ্যাম্পিয়ন (৪): ১৯৪৪, ১৯৯৮/৯৯, ২০০৯/১০, ২০১৫/১৬
২য় স্থান (৩): ১৯৩৯, ১৯৮৪, ২০০১/০২
চ্যাম্পিয়ন (৫): ১৯৮৫, ২০০৮, ২০১১, ২০১৫, ২০১৬
২য় স্থান (৩): ২০১২, ২০১৩, ২০১৯,
চ্যাম্পিয়ন: ২০০৩

আন্তর্জাতিক

সম্পাদনা
চ্যাম্পিয়ন: ২০০৭–০৮[]
চ্যাম্পিয়ন: ২০০৮[]
রানার-আপ: ২০০০
সেরা সাফল্য: ১৬ দলের পর্ব: ২০১১/১২, ২০১৩/১৪, ২০১৫/১৬

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Arena St Petersburg" 
  2. "ZENIT FIRST TEAM SQUAD"। FC Zenit Saint Petersburg। ১৬ জুলাই ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ মার্চ ২০১৯ 
  3. "Russia – List of Champions"rsssf.com। সংগ্রহের তারিখ ২ জুন ২০১২ 
  4. "Russia – Cup Finals"rsssf.com। সংগ্রহের তারিখ ৩ জুন ২০১২ 
  5. "Previous winners"uefa.com। সংগ্রহের তারিখ ২ জুন ২০১২ 
  6. "Previous winners"uefa.com। সংগ্রহের তারিখ ২ জুন ২০১২ 

বহিঃসংযোগ

সম্পাদনা