ফুটবল ক্লাব সিএসকেএ মস্কো

(PFC CSKA Moscow থেকে পুনর্নির্দেশিত)

পেশাদার ফুটবল ক্লাব সিএসকেএ (রুশ: Профессиональный футбольный клуб – ЦСКА, এছাড়াও পিএফসি সিএসকেএ মস্কো, সিএসকেএ মস্কো অথবা শুধুমাত্র সিএসকেএ নামে পরিচিত) হচ্ছে মস্কো ভিত্তিক একটি রুশ পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে রাশিয়ার শীর্ষ স্তরের ফুটবল লীগ রুশ প্রিমিয়ার লীগে খেলে। এই ক্লাবটি ১৯৫৮ সালের ২০শে এপ্রিল তারিখে প্রতিষ্ঠিত হয়েছে। এফসি রুবিন কাজান তাদের সকল হোম ম্যাচ মস্কোর ভিইবি এরিনায় খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ৩০,৪৫৭।[] বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন ভিক্তর গনচারেঙ্কো এবং সভাপতির দায়িত্ব পালন করছেন ইভগেনিয় গিনের। রুশ গোলরক্ষক ইগর আকিনফিভ এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।

সিএসকেএ মস্কো
পূর্ণ নামПрофессиональный
футбольный клуб ЦСКА
ডাকনামকনি (ঘোড়া)
ক্রাস্নো-সিনিয় (লাল-নীল)
আর্মিৎসি (সামরিক)
প্রতিষ্ঠিত২৭ আগস্ট ১৯১১; ১১৩ বছর আগে (1911-08-27)
মাঠভিইবি এরিনা
লুঝিনিকি স্টেডিয়াম (উয়েফা চ্যাম্পিয়নস লীগের ম্যাচের জন্য)
ধারণক্ষমতা৩০,৪৫৭
মালিকভিইবি আরএফ
সভাপতিসোভিয়েত ইউনিয়ন ইভগেনিয় গিনের
প্রধান কোচসোভিয়েত ইউনিয়ন ভিক্তর গনচারেঙ্কো
লিগরুশ প্রিমিয়ার লীগ
২০১৯–২০৪র্থ
ওয়েবসাইটক্লাব ওয়েবসাইট
বর্তমান মৌসুম

ঘরোয়া ফুটবলে, এফসি রুবিন কাজান এপর্যন্ত ৩৪টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ১৩টি রুশ প্রিমিয়ার লীগ, ২টি রুশ জাতীয় ফুটবল লীগ, ১২টি রুশ কাপ এবং ৭টি রুশ সুপার কাপ শিরোপা রয়েছে। অন্যদিকে, ইউরোপীয় এবং আন্তর্জাতিক ফুটবলে, এফসি রুবিন কাজান কেবলমাত্র ১টি শিরোপা জয়লাভ করেছে, যেটি হচ্ছে ২০০৪–০৫ উয়েফা কাপ

ঘরোয়া

সম্পাদনা
১৯৪৬, ১৯৪৭, ১৯৪৮, ১৯৫০, ১৯৫১, ১৯৭০, ১৯৯১, ২০০৩, ২০০৫, ২০০৬, ২০১২–১৩, ২০১৩–১৪, ২০১৫–১৬
রানার-আপ (১১): ১৯৩৮, ১৯৪৫, ১৯৪৯, ১৯৯০, ১৯৯৮, ২০০২, ২০০৪, ২০০৮, ২০১০, ২০১৪-১৫, ২০১৭-১৮
১৯৮৬, ১৯৮৯
রানার-আপ (১): ১৯৮৫
১৯৪৫, ১৯৪৮, ১৯৫১, ১৯৫৫, ১৯৯১, ২০০২, ২০০৫, ২০০৬, ২০০৮, ২০০৯, ২০১১, ২০১৩
রানার-আপ (৭): ১৯৪৪, ১৯৬৭, ১৯৯২, ১৯৯৩, ১৯৯৪, ২০০০, ২০১৬
২০০৪, ২০০৬, ২০০৭, ২০০৯, ২০১৩, ২০১৪, ২০১৮
রানার-আপ (৪): ২০০৩, ২০১০, ২০১১, ২০১৬

ইউরোপীয়

সম্পাদনা
কোয়ার্টার ফাইনাল : ২০০৯–১০
রানার-আপ (১): ২০০৫

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Армейцы обрели государственность" (Russian ভাষায়)। Kommersant। ১৩ ডিসেম্বর ২০১৯। 

গ্রন্থপঞ্জি

সম্পাদনা
  • মার্ক বেনেৎস, 'Football Dynamo – Modern Russia and the People's Game,' Virgin Books, (মার্চ ২০০৯), 0753513196

বহিঃসংযোগ

সম্পাদনা

টেমপ্লেট:পিএফসি সিএসকেএ মস্কো টেমপ্লেট:রুশ প্রিমিয়ার লীগ