২০১৯ নিউজিল্যান্ড ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফর
(New Zealand cricket team in Sri Lanka in 2019 থেকে পুনর্নির্দেশিত)
নিউজিল্যান্ড ক্রিকেট দল দুইটি টেস্ট ক্রিকেট এবং তিনটি টুয়েন্টি২০ আন্তর্জাতিক খেলার জন্য শ্রীলঙ্কা সফর করে, যা অগাস্ট থেকে সেপ্টেম্বর ২০১৯-এ অনুষ্ঠিত হয়।
২০১৯ নিউজিল্যান্ড ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফর | |||
---|---|---|---|
শ্রীলঙ্কা | নিউজিল্যান্ড | ||
তারিখ | ৮ আগস্ট – ৬ সেপ্টেম্বর ২০১৯ | ||
অধিনায়ক |
দিমুথ করুনারত্নে (টেস্ট) লাসিথ মালিঙ্গা (টি২০আই) |
কেন উইলিয়ামসন (টেস্ট) টিম সাউদি (টি২০আই) | |
টেস্ট সিরিজ | |||
ফলাফল | ২ ম্যাচের সিরিজ ১–১ ব্যবধানে ড্র | ||
সর্বাধিক রান | দিমুথ করুনারত্নে (২৪৭) | টম ল্যাথাম (২২৯) | |
সর্বাধিক উইকেট |
আকিলা ধনঞ্জয় (৬) লাসিথ এম্বুলদেনিয়া (৬) | এজাজ প্যাটেল (৯) | |
সিরিজ সেরা খেলোয়াড় | বিজে ওয়াটলিং (নিউজিল্যান্ড) | ||
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ | |||
ফলাফল | ৩ ম্যাচের সিরিজে নিউজিল্যান্ড ২–১ ব্যবধানে জয়ী | ||
সর্বাধিক রান | কুশল মেন্ডিস (১০৫) | কলিন ডি গ্র্যান্ডহোম (১০৩) | |
সর্বাধিক উইকেট | লাসিথ মালিঙ্গা (৭) |
টিম সাউদি (৪) মিচেল স্যান্টনার (৪) | |
সিরিজ সেরা খেলোয়াড় | টিম সাউদি (নিউজিল্যান্ড) |
দলীয় সদস্য
সম্পাদনাটেস্ট | টি২০আই | ||
---|---|---|---|
শ্রীলঙ্কা | নিউজিল্যান্ড | শ্রীলঙ্কা | নিউজিল্যান্ড |
প্রস্তুতিমূলক খেলা
সম্পাদনাতিনদিনের ম্যাচ: শ্রীলঙ্কা বোর্ড প্রেসিডেন্টের একাদশ বনাম নিউজিল্যান্ড
সম্পাদনা৮–১০ আগস্ট ২০১৯
|
ব
|
||
- শ্রীলঙ্কা বোর্ড প্রেসিডেন্টের একাদশ টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- বৃষ্টির কারণে ২ ও ৩ দিনে কোনও খেলা সম্ভব হয়নি।
বিশ ওভারের ম্যাচ: শ্রীলঙ্কা বোর্ড প্রেসিডেন্টের একাদশ বনাম নিউজিল্যান্ড
সম্পাদনাটেস্ট সিরিজ
সম্পাদনা১ম টেস্ট
সম্পাদনা১৪–১৮ আগস্ট ২০১৯
Scorecard |
ব
|
||
- নিউজিল্যান্ড টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- বৃষ্টির কারণে ১ম দিনের ২২ ওভার খেলা নষ্ট হয়।
- বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপ পয়েন্ট: শ্রীলঙ্কা ৬০, নিউজিল্যান্ড ০।
২য় টেস্ট
সম্পাদনা২২–২৬ আগস্ট ২০১৯
Scorecard |
ব
|
||
- শ্রীলঙ্কা টসে জিতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- বৃষ্টির কারণে ১ম ও ২য় দিনে কেবল ৬৬ ওভার খেলা সম্ভব হয়েছিল। ৪র্থ দিনে বৃষ্টির কারণে লাঞ্চের পূর্ব পর্যন্ত কোন খেলা হয়নি।
- ট্রেন্ট বোল্ট টেস্ট ক্রিকেটে ২৫০ উইকেট নিয়ে নিউজিল্যান্ডের ৩য় সেরা বোলারের রেকর্ড তৈরি করেন।[১]
- টম ল্যাথাম (নিউজিল্যান্ড) টেস্ট ক্রিকেটে তার ১০ম শত রানের মাইলফলকে পৌছেন।[২]
- টিম সাউদি নিউজিল্যান্ডের হয়ে টেস্টে ২৫০ উইকেট নেওয়ার পক্ষে চতুর্থ বোলার হয়েছিলেন।
- বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপ পয়েন্ট: শ্রীলঙ্কা ০, নিউজিল্যান্ড ৬০।
টি২০আই সিরিজ
সম্পাদনা১ম টি২০আই
সম্পাদনা ১ সেপ্টেম্বর ২০১৯
১৯:০০ (রাত) |
ব
|
||
- শ্রীলঙ্কা টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- ওয়ানিদু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা) তার টি২০আই অভিষেক হয়।
- লাসিথ মালিঙ্গা (শ্রীলঙ্কা) তার ৯৯তম উইকেটটি হয়ে ওঠে টি-টুয়েন্টিতে শীর্ষস্থানীয় উইকেট শিকারী।
২য় টি২০আই
সম্পাদনা৩য় টি২০আই
সম্পাদনা ৬ সেপ্টেম্বর ২০১৯
১৯:০০ (রাত) |
ব
|
||
- শ্রীলঙ্কা টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- লাসিথ মালিঙ্গা (শ্রীলঙ্কা) তার টি২০আই অভিষেক হয়।
- লাসিথ মালিঙ্গা (শ্রীলঙ্কা) টি২০আইতে তাঁর ১০০তম উইকেট নিয়েছিলেন, হ্যাট্রিক, এবং চার বলে চার উইকেট।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Black Caps v Sri Lanka: Trent Boult becomes third NZ bowler to 250 test wickets"। Stuff। সংগ্রহের তারিখ ২৩ আগস্ট ২০১৯।
- ↑ "Black Caps v Sri Lanka: Ton-up Tom Latham stays cool in the heat to raise hopes"। Stuff। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০১৯।
বহিঃসংযোগ
সম্পাদনা
ক্রিকেট প্রতিযোগিতা বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |