মাইকেল গফ (ক্রিকেটার)
মাইকেল অ্যান্ড্রু গফ (জন্ম: ১৮ ডিসেম্বর, ১৯৭৯) সাবেক ইংরেজ ক্রিকেটার ও আম্পায়ার। তিনি ডানহাতি ব্যাটসম্যান ও ডানহাতি অফ-ব্রেক বোলার ছিলেন। ১৯৯৭ সালে দুইটি যুব টেস্ট খেলায় অংশগ্রহণ করেন। ১৯৯৮ সালে ডারহাম কাউন্টি দলের পূর্ণাঙ্গ সদস্য হন। এরপূর্বে তিনি দ্বিতীয় একাদশে মাঝে-মধ্যে খেলতেন ও আরো পাঁচ বছরের জন্য এ দায়িত্বে ছিলেন।
ব্যক্তিগত তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
পূর্ণ নাম | মাইকেল অ্যান্ড্রু গফ | |||||||||||||||||||||||||||||||||||||||
জন্ম | হার্টেলপুল, ইংল্যান্ড | ১৮ ডিসেম্বর ১৯৭৯|||||||||||||||||||||||||||||||||||||||
ব্যাটিংয়ের ধরন | ডানহাতি | |||||||||||||||||||||||||||||||||||||||
বোলিংয়ের ধরন | ডানহাতি অফ-ব্রেক | |||||||||||||||||||||||||||||||||||||||
ভূমিকা | উদ্বোধনী ব্যাটসম্যান | |||||||||||||||||||||||||||||||||||||||
সম্পর্ক | এমপি গফ (বাবা) | |||||||||||||||||||||||||||||||||||||||
ঘরোয়া দলের তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||
বছর | দল | |||||||||||||||||||||||||||||||||||||||
১৯৯৮-২০০৩ | ডারহাম | |||||||||||||||||||||||||||||||||||||||
প্রথম-শ্রেণী অভিষেক | ১৩ মে ১৯৯৮ ডারহাম বনাম এসেক্স | |||||||||||||||||||||||||||||||||||||||
শেষপ্রথম-শ্রেণী | ১৩ আগস্ট ২০০৩ ডারহাম বনাম গ্ল্যামারগন | |||||||||||||||||||||||||||||||||||||||
লিস্ট এ অভিষেক | ১৩ জুন ১৯৯৯ ডারহাম বনাম সাসেক্স | |||||||||||||||||||||||||||||||||||||||
শেষ লিস্ট এ | ৭ মে ২০০৩ ডারহাম বনাম বার্কশায়ার | |||||||||||||||||||||||||||||||||||||||
আম্পায়ারিং তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||
ওডিআই আম্পায়ার | ৯ (২০১৩–২০১৪) | |||||||||||||||||||||||||||||||||||||||
এফসি আম্পায়ার | ৫৩ (২০০৬–২০১১) | |||||||||||||||||||||||||||||||||||||||
এলএ আম্পায়ার | ৩৪ (২০০৭–২০১১) | |||||||||||||||||||||||||||||||||||||||
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||
উৎস: CricketArchive, ১১ অক্টোবর ২০১৪ |
দ্বিতীয় একাদশ দলে অভিষেকের সময় প্রথম ইনিংস সফলভাবে সম্পন্ন করলেও দ্বিতীয় ইনিংসে রান করেন শূন্য। ডিসেম্বর, ১৯৯৭ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যুবদের টেস্টে অভিষেকের পর ১২টি টেস্ট খেলেন। ১৩০ রানে পিছিয়ে থাকা স্বত্ত্বেও অনূর্ধ্ব-১৯ দলকে ড্রয়ের পথে নিয়ে যেতে সক্ষমতা দেখান তিনি। এরপর পাকিস্তান, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষেও খেলেন তিনি।
আম্পায়ারিং
সম্পাদনাএপ্রিল, ২০০৬ সালে গফ দ্বিতীয় একাদশ চ্যাম্পিয়নশীপে আম্পায়ারের দায়িত্ব পালন করেন।[১] এপ্রিল, ২০০৬ সালে আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় একাদশ ট্রফিতে আম্পায়ার হিসেবে খেলা পরিচালনা করেন। ২০১৩ সাল থেকে অক্টোবর, ২০১৪ পর্যন্ত নয়টি ওডিআই এবং চারটি টুয়েন্টি২০ আন্তর্জাতিক খেলায় আম্পায়ারিত্ব করেন গফ।[২] ২০২১ সালে জুন মাসে ঘোষণা করা হয় যে তিনি ২০১৯-২১ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল এ আম্পায়ারের দায়িত্ব পালন করবেন ।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Umpire Michael Gough named Cricketing Umpire of the Year.Sunday Sun, Alastair Craig, Oct 9 2011.
- ↑ "Michael Gough"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০১৪।
আরও দেখুন
সম্পাদনাবহিঃসংযোগ
সম্পাদনা- ইএসপিএনক্রিকইনফোতে মাইকেল গফ (ইংরেজি)
- Michael Gough at Cricket Archive