আইয়ুবীয় শাসকদের তালিকা

উইকিমিডিয়ার তালিকা নিবন্ধ
(List of Ayyubid rulers থেকে পুনর্নির্দেশিত)

আইয়ুবীয় রাজবংশ ১২, ১৩ এবং ১৪ শতকে মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকার অনেক অংশ শাসন করেছিল। নিম্নে কাউন্টি/প্রদেশ অনুসারে আইয়ুবীয় শাসকদের তালিকা প্রদত্ত হল

আইয়ুবীয় রাজবংশের পরিবারবৃক্ষ।

মিশরের সুলতান

সম্পাদনা

মামলুক সালতানাত দ্বারা মিশরে ক্ষমতাচ্যুত, সালিহ আইয়ুবের বিধবা শাজারাতুদ দুর এবং তারপর আইবাক, ১২৫৪ সালে শাসন করেছিলেন।

দামেস্কের সুলতান ও আমির

সম্পাদনা

মঙ্গোলদের দখল এবং এরপর ১২৬০ সালের আইন জালুতের যুদ্ধের পর মামলুকদের শাসন।

আলেপ্পোর আমিরগণ

সম্পাদনা

মঙ্গোলদের দখল এবং এরপর ১২৬০ সালের আইন জালুতের যুদ্ধের পর মামলুকদের শাসন।

বালাবেকের আমিরগণ

সম্পাদনা

মঙ্গোলদের দখল এবং এরপর ১২৬০ সালের আইন জালুতের যুদ্ধের পর মামলুকদের শাসন।

হামার আমিরগণ

সম্পাদনা

১৩৪১ সালে মামলুক সালতানাতের আনুষ্ঠানিক দখল।

হিমসের আমিরগণ

সম্পাদনা

১২৬৩ সাল থেকে মিশর ও সিরিয়ার সুলতান বাইবার্স কর্তৃক নিযুক্ত আলমুদ্দিন সানজার বাশকিরদির অধীনে মামলুকদের দ্বারা সরাসরি শাসন করা হয়।

হিসন কাইফার আমিরগণ

সম্পাদনা
  • সালিহ আইয়ুব, কামিলের পুত্র, ১২৩২-১২৩৯
  • মুয়াযযাম তুরানশাহ, সালিহ আইয়ুবের পুত্র, ১২৩৯-১২৪৯
  • মুওয়াহিদ তাকিয়া আদ-দ্বীন আবদুল্লাহ, মুয়াযযাম তুরানশাহের পুত্র, ১২৪৯-১২৯৪
  • কামিল আহমদ প্রথম, ১২৯৪-১৩২৫
  • আদিল মুজিরুদ্দিন মুহাম্মাদ, ১৩২৫-১৩২৮
  • আদিল শাহাবুদ্দিন, ১৩২৮-১৩৪৯ (মেইনেকে এই শাসককে আদিল গাজী, ১৩৪১-১৩৬৭ হিসাবে দিয়েছেন)[]
  • প্রথম সালিহ আবু বকর খলিল, ১৩৪৯-১৩৭৮
  • আদিল ফখরুদ্দিন সুলায়মান প্রথম, ১৩৭৮-১৪৩২ (মেইনেকে এই শাসককে আদিল সুলাইমান, ১৩৭৭-১৪২৪ হিসাবে দেন) []
  • আশরাফ শরফুদ্দিন, ১৪৩২-১৪৩৩
  • সালিহ সালাহুদ্দিন, ১৪৩৩-১৪৫২
  • কামিল আহমদ দ্বিতীয়, ১৪৫২-১৪৫৫
  • আদিল খলিফ, ১৪৫৫-১৪৬২
  • সালিহ খলিল দ্বিতীয়, ১৪৮২-১৫১১
  • আদিল সুলায়মান দ্বিতীয়, ১৫১১-১৫১৪
  • সালিহ খলিল দ্বিতীয় (দ্বিতীয়বার), ১৫১৪-১৫২০
  • মালিক হোসেন, ১৫২০-১৫২১
  • আদিল সুলায়মান দ্বিতীয় (দ্বিতীয়বার), ১৫২১-১৫২৪।

১৫২৪ সালে উসমানীয় সাম্রাজ্যের অধিগ্রহণ।

কারকের আমিরগণ

সম্পাদনা

১২৬৩ সালে মিশর ও সিরিয়ার সুলতান বাইবার্সের অধীনে মামলুকদের দ্বারা দখল।

দিয়ার বকরের আমিরগণ

সম্পাদনা

১২৬০ সালে মঙ্গোলদের দ্বারা নেওয়া।

ইয়েমেন ও হেজাজের আমিরগণ

সম্পাদনা
  • তুরান-শাহ, সালাহুদ্দিনের ভাই, ১১৭৩-১১৮১
  • তুগতাকিন ইবনে আইয়ুব, সালাহুদ্দিনের ভাই, ১১৮১-১১৯৭
  • মুইজ ফাতহ উদ্দিন ইসমাঈল, তুগতাকিন ইবনে আইয়ুবের পুত্র, ১১৯৭-১২০২
  • নাসির মুহাম্মদ ইবনে তুগতাকিন ইবনে আইয়ুব, তুগতাকিন ইবনে আইয়ুবের পুত্র, ১২০২-১২১৪
  • মুজাফফর সুলায়মান, মনসুর প্রথম মুহাম্মদের পুত্র, ১২১৪-১২১৫
  • মাসুদ ইউসুফ, কামিলের পুত্র, ১২১৫-১২২৯।

১২২৯ সালে ইয়েমেনের রাসুলিদ রাজবংশ কর্তৃক দখল।

বানইয়াসের আমিরগণ

সম্পাদনা
  • আজিজ 'উসমান, আদিল প্রথমের পুত্র ১২১৮-১২৩২।
  • জাহির গাজী, আজিজ উসমানের পুত্র ১২৩২-১২৩২।
  • সাঈদ হাসান, আজিজ উসমানের পুত্র ১২৩২-১২৪৭।
  • সালিহ আইয়ুব, কামিলের পুত্র (মিশরের নির্ভরতা) ১২৪৭-১২৪৯।
  • নাসির ইউসুফ, আজিজ মুহাম্মদের পুত্র (দামাস্কাসের নির্ভরতা) ১২৫০-? .
  • সাঈদ হাসান খ. আজিজ (দ্বিতীয় রাজত্ব; মৃত্যু ৬৫৮) ১২৬০-১২৬০।

তথ্যসূত্র

সম্পাদনা

গ্রন্থপঞ্জি

সম্পাদনা