শাহানশাহ বিন আইয়ুব
শাহানশাহ বিন আইয়ুব (মৃত্যু: ৫৪২ হিজরি / ১১৪৮ খ্রিস্টাব্দ) বা সাহেবে বালাবেক ছিলেন, আফযাল নাজমুদ্দিন আইয়ুবের পুত্র এবং সালাহউদ্দিন আইয়ুবীর ভ্রাতা। নুরউদ্দিন জেনগির সাথে তিনি যুদ্ধ করেছিলেন। তিনি ৫৮২ হিজরী মুতাবেক ১১৪৮ খ্রিস্টাব্দে ক্রুসেডারদের বিরুদ্ধে একটি লড়াইয়ে নিহত হন। সিরিয়ার সারুজা বাজারের অবস্থিত আইয়ুবীয় কবরস্থানে তাকে দাফন করা হয়েছিল। যেটি বর্তমানে নাজমিয়্যাহ কবরস্থান নামে পরিচিত।
শাহানশাহ বিন আইয়ুব | |
---|---|
স্থানীয় নাম | شاهنشاه بن أيوب |
মৃত্যু | ১১৪৮ খ্রি. |
সমাধি | সিরিয়া |
তার ভাই-বোন
সম্পাদনা- সালাহউদ্দিন ইউসুফ (১১৩৭ - ১১৯৩ খ্রিস্টাব্দ)
- মালিকুল আদিল সাইফুদ্দীন আবু বকর আহমাদ (১১৪৫ - ১২১৮ খ্রিস্টাব্দ)
- মালিকুল মুয়াযযাম শামসুদ্দৌলা তুরানশাহ (মৃত্যু: ১১৮১ খ্রিস্টাব্দ)
- তাজুল মুলুক আবু সাঈদ বুরী (মৃত্যু: ১১৮৪ খ্রিস্টাব্দ)
- মালিকুল আযিয সাইফুল ইসলাম তেগতেকিন (মৃত্যু: ১১৯৭ খ্রিস্টাব্দ)
- যমরদ আইয়ুবিয়া (সিত্তুশ শাম)
- রাবিয়া বিনতে আইয়ুব
তার সন্তান
সম্পাদনা- ফররুখ শাহ
- বাহরাম শাহ