হিব্রু বাইবেল

হিব্রু ধর্মীয় গ্রন্থগুলোর সংগ্রহ
(Hebrew Bible থেকে পুনর্নির্দেশিত)

হিব্রু বাইবেল (ইংরেজি: Hebrew Bible ,হিব্রু ভাষায়: מִקְרָא‎)}} (/tɑːˈnɑːx/;[] Hebrew: תַּנַ״ךְ‬, pronounced [taˈnaχ] or [təˈnax])) বলতে ইহুদিখ্রিস্টানদের ধর্মীয় পুস্তকাবলীর পুরানো ইচ্ছাপত্রকে বোঝায়। হিব্রু বাইবেলকে ইহুদিরা তানাখ বলে থাকে।

হিব্রু বাইবেল
תַּנַ״ךְ‬, তানাখ
তানাখের সম্পূর্ণ পুঁথি
তথ্য
ধর্ম
ভাষা
যুগখ্রিস্টপূর্ব ৮ম/৭ম – খ্রিস্টপূর্ব ২য়/১ম শতাব্দী
হিব্রু উইকিসংকলনে হিব্রু বাইবেল
হিব্রু বাইবেলের পাণ্ডুলিপি (একাদশ শতাব্দী)

গ্রন্থটির তিনটি অংশের আদ্যক্ষরের সমন্বয়ে তানাখ শব্দটি গঠিত: তোরাহ, নবিইম, কেতুবিম।

তানাখের বইসমূহ

সম্পাদনা

তানাখ ২৪টি পুস্তক নিয়ে গঠিত। এছাড়া ২৪ গৌণ নবীদের বইগুলো এর তালিকার অন্তর্ভুক্ত।

তোরাহ (תּוֹרָה, আক্ষরিক অর্থ "শিক্ষা"), যার আরেক নাম পেন্টাটিউখ, বা "মোশির পঞ্চপুস্তক"তোরাহের ছাপানো সংস্করণকে প্রায় "চামিশা চুমশেই তোরাহ"" (חמישה חומשי תורה"তোরাহের পঞ্চ পঞ্চাশতম অনুচ্ছেদ") বলা হয়।

নেভি'ইম (נְבִיאִיםNəḇī'īm, "নবীগণ") তোরাহ ও কেতুভিমের মাঝে তানাখের প্রধান অংশ। এই অংশে নিস্তারপর্ব থেকে ব্যাবিলনীয় বন্দিদশার আগ পর্যন্ত সমস্ত নবীদের বই বিদ্যমান রয়েছে।

The অতীতের নবীগণ (נביאים ראשונים Nevi'im Rishonim)

The পরবর্তী নবীগণ (נביאים אחרונים নেভি'ইম আহারনিম)

বারো গৌণ নবীগণ (תרי עשר‎, ত্রেই আসার, "দ্বাদশ"), বারোজনের পুস্তক একটি গ্রন্থ হিসেবে গণ্য করা হয়।

কেতুভিম

সম্পাদনা

কেতুবিম (כְּתוּבִים‎, "লেখা") এগারোটি বই নিয়ে গঠিত।

সাহিত্যিক গ্রন্থসমূহ

সম্পাদনা

পাঁচ পুঁথি

সম্পাদনা

অন্যান্য বই

সম্পাদনা

বইয়ের ক্রম

সম্পাদনা

ইহুদি গ্রন্থ ঐতিহ্য কর্তৃক কখনো কেতুভিমের ক্রম ঠিক করে দেওয়া হয়নি। ব্যাবিলনীয় তালমুদ (বাভা বাত্রা ১৪বি – ১৫এ) ক্রম হিসেবে রূথ, গীতাসংহিতা, ইয়োব, হিতোপদেশ, উপদেশক, পরমগীত, বিলাপ গাঁথা, দানিয়েল, ইষ্টের পুস্তক, ইষ্রা, বংশাবলি সাজিয়েছে।

তিবেরীয় মোশিরীয় রীতি, আলেপ্পো রীতিলেনিনগ্রাদ রীতি, এবং প্রায়শই পুরনো স্পেনিশ পুঁথিগুলোতে পুস্তকের ক্রম বংশাবলি, গীতাসংহিতা, ইয়োব, হিতোপদেশ, রূথ, পরমগীত, উপদেশক, বিলাপ গাঁথা, ইষ্টের, দানিয়েল ও ইষ্রা দেখানো হয়ে থাকে।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Tanach". Random House Webster's Unabridged Dictionary.
  2. হিব্রুতে এর আরেক নাম কিন্নত
  3. Swete, Henry Barclay (১৯০২)। An Introduction to the Old Testament in Greek। Cambridge: Macmillan and Co.। পৃষ্ঠা 200। 
  1. তোরাহ, অর্থ "শিক্ষা"।
  2. নেভিম, অর্থ নবিগণ"।
  3. কেতুভিম, অর্থ "লিখন"।

বহিঃসংযোগ

সম্পাদনা