২০১৮ জিম্বাবুয়ে ত্রি-দেশীয় সিরিজ

(2018 Zimbabwe Tri-Nation Series থেকে পুনর্নির্দেশিত)

২০১৮ জিম্বাবুয়ে ত্রি-দেশীয় সিরিজ একটি টুয়েন্টি২০ আন্তর্জাতিক ক্রিকেট প্রতিযোগিতা যেটি ২০১৮ সালের ১ থেকে ৮ জুলাই জিম্বাবুয়েতে অনুষ্ঠিত হয়েছে। এটি অস্ট্রেলিয়া, পাকিস্তানজিম্বাবুয়ের মধ্যকার একটি ত্রিদেশীয় সিরিজ ছিল।

জিম্বাবুয়ে ত্রি-দেশীয় সিরিজ ২০১৮
তারিখ১–৮ জুলাই
স্থানজিম্বাবুয়ে
ফলাফল পাকিস্তান সিরিজ জয়ী
সিরিজ সেরা খেলোয়াড়ফখর জামান (পাকিস্তান)
দলসমূহ
 অস্ট্রেলিয়া  পাকিস্তান  জিম্বাবুয়ে
অধিনায়কবৃন্দ
অ্যারন ফিঞ্চ সরফরাজ আহমেদ হ্যামিল্টন মাসাকাদজা
সর্বাধিক রান
অ্যারন ফিঞ্চ (৩০৬) ফখর জামান (২৭৮) সলোমন মিরে (২১২)
সর্বাধিক উইকেট
অ্যান্ড্রু টাই (১২) মোহাম্মদ আমির
শাদাব খান (৫)
ব্লেসিং মুজারাবানি (৫)

দলীয় সদস্য

সম্পাদনা
  অস্ট্রেলিয়া   পাকিস্তান   জিম্বাবুয়ে

পয়েন্ট তালিকা

সম্পাদনা
দল
খেলা জয় হার ড্র ফ.বি. পয়েন্ট এনআরআর
  অস্ট্রেলিয়া ১২ +১.৮০৯
  পাকিস্তান ১২ +০.৭০৭
  জিম্বাবুয়ে –২.৩৪০

টি২০আই সিরিজ

সম্পাদনা

১ম টি২০আই

সম্পাদনা
১ জুলাই ২০১৮
১০:০০
পাকিস্তান  
১৮২/৪ (২০ ওভার)
  জিম্বাবুয়ে
১০৮ (১৭.৫ ওভার)
ফখর জামান ৬১ (৪০)
টেন্ডাই চিসোরো ২/২৮ (৪ ওভার)

২য় টি২০আই

সম্পাদনা
২ জুলাই ২০১৮
১০:০০
পাকিস্তান  
১১৬ (১৯.৫ ওভার)
  অস্ট্রেলিয়া
১১৭/১ (১০.৫ ওভার)
অ্যারন ফিঞ্চ ৬৮* (৩৩)
হাসান আলী ১/১৮ (২ ওভার)
অস্ট্রেলিয়া ৯ উইকেটে জয়ী
হারারে স্পোর্টস ক্লাব, হারারে
আম্পায়ার: জেরেমিয়া মাতিবিরি (জিম্বাবুয়ে) ও রাসেল টিফিন (জিম্বাবুয়ে)
ম্যাচ সেরা খেলোয়াড়: বিলি স্ট্যানলকে (অস্ট্রেলিয়া)
  • অস্ট্রেলিয়া টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • শোয়েব মালিক (পাকিস্তান) ১০০ টি টি২০আইতে খেলতে প্রথম পুরুষ ক্রিকেটার হয়েছিলেন।

৩য় টি২০আই

সম্পাদনা
৩ জুলাই ২০১৮
১০:০০
অস্ট্রেলিয়া  
২২৯/২ (২০ ওভার)
  জিম্বাবুয়ে
১২৯/৯ (২০ ওভার)
সলোমন মিরে ২৮ (১৯)
অ্যান্ড্রু টাই ৩/১২ (৪ ওভার)
অস্ট্রেলিয়া ১০০ রানে জয়ী
হারারে স্পোর্টস ক্লাব, হারারে
আম্পায়ার: জেরেমিয়া মাতিবিরি (জিম্বাবুয়ে) ও ল্যাংটন রুসারি (জিম্বাবুয়ে)
ম্যাচ সেরা খেলোয়াড়: অ্যারন ফিঞ্চ (অস্ট্রেলিয়া)

৪র্থ টি২০আই

সম্পাদনা
৪ জুলাই ২০১৮
১০:০০
জিম্বাবুয়ে  
১৬২/৪ (২০ ওভার)
  পাকিস্তান
১৬৩/৩ (১৯.১ ওভার)
সলোমন মিরে ৯৪ (৬৩)
হুসাইন তালাত ১/১০ (১ ওভার)
ফখর জামান ৪৭ (৩৮)
সলোমন মিরে ১/১৫ (২ ওভার)
পাকিস্তান ৭ উইকেটে জয়ী
হারারে স্পোর্টস ক্লাব, হারারে
আম্পায়ার: ইকনো চাবি (জিম্বাবুয়ে) ও ল্যাংটন রুসারি (জিম্বাবুয়ে)
ম্যাচ সেরা খেলোয়াড়: সলোমন মিরে (জিম্বাবুয়ে)
  • পাকিস্তান টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।

৫ম টি২০আই

সম্পাদনা
৫ জুলাই ২০১৮
১০:০০
পাকিস্তান  
১৯৪/৭ (২০ ওভার)
  অস্ট্রেলিয়া
১৪৯/৭ (২০ ওভার)
ফখর জামান ৪৩ (৪২)
অ্যান্ড্রু টাই ৩/৩৫ (৪ ওভার)
পাকিস্তান ৪৫ রানে জয়ী
হারারে স্পোর্টস ক্লাব, হারারে
আম্পায়ার: ল্যাংটন রুসারি (জিম্বাবুয়ে) ও রাসেল টিফিন (জিম্বাবুয়ে)
ম্যাচ সেরা খেলোয়াড়: ফখর জামান (পাকিস্তান)
  • অস্ট্রেলিয়া টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।

৬ষ্ঠ টি২০আই

সম্পাদনা
৬ জুলাই ২০১৮
১০:০০
জিম্বাবুয়ে  
১৫১/৯ (২০ ওভার)
  অস্ট্রেলিয়া
১৫৪/৫ (১৯.৫ ওভার)
সলোমন মিরে ৬৩ (৫২)
অ্যান্ড্রু টাই ৩/২৮ (৪ ওভার)
অস্ট্রেলিয়া ৫ উইকেটে জয়ী
হারারে স্পোর্টস ক্লাব, হারারে
আম্পায়ার: জেরেমিয়া মাতিবিরি (জিম্বাবুয়ে) ও রাসেল টিফিন (জিম্বাবুয়ে)
ম্যাচ সেরা খেলোয়াড়: অ্যান্ড্রু টাই (অস্ট্রেলিয়া)

ফাইনাল

সম্পাদনা
৮ জুলাই ২০১৮
১০:০০
অস্ট্রেলিয়া  
১৮৩/৮ (২০ ওভার)
  পাকিস্তান
১৮৭/৪ (১৯.২ ওভার)
ডার্সি শর্ট ৭৬ (৫৩)
মোহাম্মদ আমির ৩/৩৩ (৪ ওভার)
পাকিস্তান ৬ উইকেটে জয়ী
হারারে স্পোর্টস ক্লাব, হারারে
আম্পায়ার: ল্যাংটন রুসারি (জিম্বাবুয়ে) ও রাসেল টিফিন (জিম্বাবুয়ে)
ম্যাচ সেরা খেলোয়াড়: ফখর জামান (পাকিস্তান)
  • অস্ট্রেলিয়া টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • শাহিবজাদা ফারহান (পাকিস্তান) তার টি২০আই অভিষেক হয়।
  • এই পাকিস্তানের সর্বোচ্চ টি২০আইর সফল রান তাড়া ছিল।

তথ্যসূত্র

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা