ডোনাল্ড তিরিপানো

জিম্বাবুয়ের ক্রিকেটার

ডোনাল্ড টাটেন্ডা তিরিপানো (ইংরেজি: Donald Tiripano; জন্ম: ১৭ মার্চ, ১৯৮৮) মুতারি এলাকায় জন্মগ্রহণকারী জিম্বাবুয়ের আন্তর্জাতিক ক্রিকেটারজিম্বাবুয়ে ক্রিকেট দলের অন্যতম সদস্য তিনি। দলে তিনি মূলতঃ বোলার। ডানহাতে মিডিয়াম-ফাস্ট বোলিংয়ের পাশাপাশি নিচের সারিতে ডানহাতে ব্যাটিং করে থাকেন ডোনাল্ড তিরিপানো

ডোনাল্ড তিরিপানো
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম
ডোনাল্ড টাটেন্ডা তিরিপানো
জন্ম (1988-03-17) ১৭ মার্চ ১৯৮৮ (বয়স ৩৬)
মুতারি, জিম্বাবুয়ে
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনডানহাতি মিডিয়াম-ফাস্ট
ভূমিকাবোলার
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
টেস্ট অভিষেক
(ক্যাপ ৯২)
৯ আগস্ট ২০১৪ বনাম দক্ষিণ আফ্রিকা
ওডিআই অভিষেক
(ক্যাপ ১১৮)
১৮ জুলাই ২০১৪ বনাম আফগানিস্তান
শেষ ওডিআই৩১ আগস্ট ২০১৪ বনাম অস্ট্রেলিয়া
ঘরোয়া দলের তথ্য
বছরদল
২০১০-মাউন্টেনিয়ার্স
২০০৯ইস্টার্নস
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট ওডিআই এফসি এলএ
ম্যাচ সংখ্যা ৪১ ৪১
রানের সংখ্যা ২০ ৭০৯ ১৫০
ব্যাটিং গড় ২০.০০ ২.০০ ১৬.১১ ৯.৩৭
১০০/৫০ -/- -/- ১/২ -/-
সর্বোচ্চ রান ১৫* ১০২* ১৬
বল করেছে ১৫৬ ১৮৭ ৬,০৫৪ ১,৫৫০
উইকেট ১২৫ ৫১
বোলিং গড় ৩২.৫০ ২০.৮৮ ২৩.৫২ ২৫.৪৫
ইনিংসে ৫ উইকেট -
ম্যাচে ১০ উইকেট -
সেরা বোলিং ২/৬৫ ৫/৬৩ ৫/২৬ ৫/৬৩
ক্যাচ/স্ট্যাম্পিং ১/– -/– ৯/– ৭/–
উৎস: ক্রিকইনফো, ৭ সেপ্টেম্বর ২০১৪

খেলোয়াড়ী জীবন

সম্পাদনা

২০১৪ সালে সফরকারী আফগানিস্তানের বিপক্ষে খেলার জন্য তাকে জিম্বাবুয়ে দলে অন্তর্ভুক্ত করা হয়। অতঃপর ১৮ জুলাই, ২০১৪ তারিখে আফগানিস্তানের বিপক্ষে তার ওডিআই অভিষেক ঘটে। কুইন্স স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিত খেলায় তিনি ৫১ রানে ২ উইকেট পান। খেলায় জিম্বাবুয়ে দল ৬ উইকেটে জয় পায়। একই মাঠে নিজস্ব ৩য় ওডিআইয়ে নির্ধারিত ১০ ওভারের ৬৩ রানে ব্যক্তিগত সেরা বোলিং পরিসংখ্যান দাঁড় করান। খেলায় তিনি জাভেদ আহমদি, উসমান গণি, শফিকুল্লাহ, মিরওয়াইজ আশরাফ ও আফতাব আলমের উইকেট তুলে নেন।[] তারপরও তার দল ১০০ রানের ব্যবধানে পরাজিত হয়।

সফরকারী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একমাত্র টেস্টে খেলার জন্য মনোনীত হন। ৯ আগস্ট, ২০১৪ তারিখে হারারে স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিত ঐ টেস্টে তার টেস্ট অভিষেক হয়। খেলায় তিনি অপরাজিত ১৫* রানের পাশাপাশি ডিন এলগার ও অভিষিক্ত ডেন পাইতের উইকেট লাভ করেন।[][]

তথ্যসূত্র

সম্পাদনা

আরও দেখুন

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা