২০১৮ এসিসি ইমার্জিং টিম এশিয়া কাপ

ক্রিকেট প্রতিযোগিতা
(2018 ACC Emerging Teams Asia Cup থেকে পুনর্নির্দেশিত)

২০১৮ এসিসি ইমার্জিং টিম এশিয়া কাপ হচ্ছে এসিসি ইমার্জিং টিম এশিয়া কাপ এর তৃতীয় আসর, যা অনুষ্ঠিত হয় পাকিস্তানের করাচি এবং শ্রীলঙ্কার কলম্বোতে[] প্রতিযোগিতায় টেস্ট মর্যাদা প্রাপ্ত পাঁচটি দেশের অনূর্ধ্ব-২৩ দল ও ২০১৮ এশিয়া কাপ বাছাইপর্বের সেরা তিনটি দল সহ মোট আটটি দল অংশ গ্রহণ করে। প্রতিযোগিতাটির আয়োজন করে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।[] প্রথমত: পাকিস্তান ছিল প্রতিযোগিতাটির একমাত্র আয়োজক কিন্তু ভারতবিসিসিআই তাদের খেলোয়াড়দেরকে পাকিস্তানে খেলতে পাঠাতে অসম্মতি প্রকাশ করে।[] ভারতপাকিস্তানের রাজনৈতিক প্রতিহিংসা যাতে তৈরি না হয় সে বিষয়ে জের হিসাবে এশিয়ান ক্রিকেট কাউন্সিল ঘোষণা করে যে, শ্রীলঙ্কা হবে এই প্রতিযোগিতার সহ-আয়োজক, যেখানে শুধু ভারতের খেলাগুলো ও নক-আউট পর্বের খেলাগুলো অনুষ্ঠিত হবে।[][] ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং পাকিস্তানের অনূর্ধ্ব-২৩ দলগুলো প্রতিযোগিতার সেমি ফাইনালে উন্নীত হয়। শ্রীলঙ্কা অনূর্ধ্ব-২৩ দল, ভারত অনূর্ধ্ব-২৩ দলকে প্রতিযোগিতার ফাইনালে ৩ রানে পরাজিত করে শিরোপা লাভ করে।[]

২০১৮ এসিসি ইমার্জিং টিম এশিয়া কাপ
তারিখ৬ – ১৫ ডিসেম্বর ২০১৮
তত্ত্বাবধায়কএশিয়ান ক্রিকেট কাউন্সিল
ক্রিকেটের ধরনলিস্ট এ
প্রতিযোগিতার ধরনগ্রুপ এবং নক-আউট
আয়োজক শ্রীলঙ্কা
 পাকিস্তান
বিজয়ী শ্রীলঙ্কা অনূর্ধ্ব-২৩ (২য় শিরোপা)
রানার-আপ ভারত অনূর্ধ্ব-২৩
অংশগ্রহণকারী দলসংখ্যা
খেলার সংখ্যা১৫
প্রতিযোগিতার সেরা খেলোয়াড়শ্রীলঙ্কা কামিন্দু মেন্ডিস
সর্বাধিক উইকেটধারীভারত মায়াঙ্ক মারকন্ডে (১২)[]
গ্রুপ এ গ্রুপ বি
  ভারত অনূর্ধ্ব-২৩   পাকিস্তান অনূর্ধ্ব-২৩
  শ্রীলঙ্কা অনূর্ধ্ব-২৩   বাংলাদেশ অনূর্ধ্ব-২৩
  আফগানিস্তান অনূর্ধ্ব-২৩   হংকং (২০১৮ এশিয়া কাপ বাছাইপর্ব) (১ম)
  সংযুক্ত আরব আমিরাত (২০১৮ এশিয়া কাপ বাছাইপর্ব) (২য়)   ওমান (২০১৮ এশিয়া কাপ বাছাইপর্ব) (৩য়)

দলীয় সদস্য

সম্পাদনা
  আফগানিস্তান অনূর্ধ্ব-২৩[]   বাংলাদেশ অনূর্ধ্ব-২৩[]   হংকং[১০]   ভারত অনূর্ধ্ব-২৩
  ওমান[১১]   পাকিস্তান অনূর্ধ্ব-২৩[১২]   শ্রীলঙ্কা অনূর্ধ্ব-২৩[১৩]   সংযুক্ত আরব আমিরাত[১৪]

গ্রুপ পর্যায়

সম্পাদনা

গ্রুপ এ

সম্পাদনা
অব দল খেলা হা টাই ফহ পয়েন্ট নে.রা.রে.
  ভারত অনূর্ধ্ব-২৩ +০.৯২৮ নক-আউট পর্যায়ে অগ্রসর
  শ্রীলঙ্কা অনূর্ধ্ব-২৩ −৪.৬৫১
  আফগানিস্তান অনূর্ধ্ব-২৩ +০.২২৮
  ওমান −১.৮২০
৭ ডিসেম্বর ২০১৮
০৯:৪৫
  ওমান
২১৫/৮ (৫০ ওভার)
হাসিথা বয়াগুদা ৮০ (৯৪)
জয় ওদেদ্রা ৩/৪৭ (১০ ওভার)
যতীন্দার সিং ৩৬ (৫৯)
শাম্মু আহসান ২/৩৪ (১০ ওভার)
  • শ্রীলঙ্কা অনূর্ধ্ব-২৩ টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।

৭ ডিসেম্বর ২০১৮
০৯:৪৫
ভারত অনূর্ধ্ব-২৩  
২৮১/৮ (৫০ ওভার)
দীপক হুদা ১০৫ (১০৩)
ফজলহক ফারুকী ৩/৫৪ (৯ ওভার)
করিম জানাত ৫৮ (৮৮)
জয়ন্ত যাদব ৩/৩৭ (১০ ওভার)
  • আফগানিস্তান অনূর্ধ্ব-২৩ টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • প্রাভসিমরান সিং (ভারত অনূর্ধ্ব-২৩) তার লিস্ট এ ক্রিকেট অভিষেক হয়।

৮ ডিসেম্বর ২০১৮
০৯:৪৫
  শ্রীলঙ্কা অনূর্ধ্ব-২৩
২১১/৯ (৪৯.২ ওভার)
শ্রীলঙ্কা ১ উইকেটে জয়ী
কলম্বো ক্রিকেট ক্লাব গ্রাউন্ড, কলম্বো
আম্পায়ার: তানভীর আহমেদ (বাংলাদেশ) ও রশীদ রিয়াজ (পাকিস্তান)
  • আফগানিস্তান অনূর্ধ্ব-২৩ টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।

৮ ডিসেম্বর ২০১৮
০৯:৪৫
ওমান  
২০৩ (৪৪.২ ওভার)
  ভারত অনূর্ধ্ব-২৩
২০৬/৪ (৪১.১ ওভার)
আকিব ইলিয়াস ১১৭ (১২২)
মায়াঙ্ক মারকন্ডে ৪/৪১ (১০ ওভার)
অঙ্কুশ বাইনস ৮৩ (৯৮)
জয় ওদেদ্রা ৩/৩৮ (১০ ওভার)
  • ওমান টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।

১০ ডিসেম্বর ২০১৮
০৯:৪৫
  ভারত অনূর্ধ্ব-২৩
২৬১/৬ (৪৭.৩ ওভার)
অভিষ্কা ফার্নান্দো ৮০ (১০৬)
শিবম মাভি ৩/৬২ (১০ ওভার)
হিম্মত সিং ১২৬* (১৪০)
কামিন্দু মেন্ডিস ৩/৫১ (৯ ওভার)
  • শ্রীলঙ্কা অনূর্ধ্ব-২৩ টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।

১০ ডিসেম্বর ২০১৮
০৯:৪৫
  ওমান
১৪০ (৩৯.৫ ওভার)
  • আফগানিস্তান অনূর্ধ্ব-২৩ টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।

গ্রুপ বি

সম্পাদনা
অব দল খেলা হা টাই ফহ পয়েন্ট নে.রা.রে.
  পাকিস্তান অনূর্ধ্ব-২৩ +১.৩৮৯ নক-আউট পর্যায়ে অগ্রসর
  বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ +০.১০০
  সংযুক্ত আরব আমিরাত +০.৪৪৯
  হংকং −২.৫৩০
৬ ডিসেম্বর ২০১৮
০৯:৩০
  হংকং
১৪১ (৩৪ ওভার)
শাহিবজাদা ফারহান ১৩০ (১২৫)
আইজাজ খান ২/৯২ (৯ ওভার)
পাকিস্তান ২২৫ রানে জয়ী
জাতীয় স্টেডিয়াম, করাচি
আম্পায়ার: সারিকা প্রসাদ (সিঙ্গাপুর) ও ইজাতুল্লাহ সাফি (আফগানিস্তান)
ম্যাচ সেরা খেলোয়াড়: মোহাম্মদ ইলিয়াস (পাকিস্তান অনূর্ধ্ব-২৩)
  • হংকং টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।

৬ ডিসেম্বর ২০১৮
০৯:৩০
সংযুক্ত আরব আমিরাত  
২৬৭ (৪৯.৪ ওভার)
গোলাম শাব্বের ৫২ (৫৭)
শরিফুল ইসলাম ৪/৫৫ (১০ ওভার)
সংযুক্ত আরব আমিরাত ৯৭ রানে জয়ী
সাউথইন্ড ক্লাব ক্রিকেট স্টেডিয়াম, করাচি
আম্পায়ার: তারিখ রশীদ (পাকিস্তান) ও আহমেদ সাহাব (পাকিস্তান)
  • সংযুক্ত আরব আমিরাত টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।

৭ ডিসেম্বর ২০১৮
০৯:৩০
সংযুক্ত আরব আমিরাত  
২৩৩/৯ (৫০ ওভার)
আশফাক আহমেদ ৬৯ (৮৯)
আশিক আলী ৩/৩৪ (১০ ওভার)
হুসাইন তালাত ১১৬* (১০৯)
আহমেদ রাজা ১/৪৪ (৯ ওভার)
পাকিস্তান ৯ উইকেটে জয়ী
জাতীয় স্টেডিয়াম, করাচি
আম্পায়ার: সারিকা প্রসাদ (সিঙ্গাপুর) ও ইজাতুল্লাহ সাফি (আফগানিস্তান)
  • পাকিস্তান অনূর্ধ্ব-২৩ টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।

৭ ডিসেম্বর ২০১৮
০৯:৩০
  হংকং
২৫৮/৭ (৫০ ওভার)
মোসাদ্দেক হোসেন ১০০ (৮৬)
আইজাজ খান ৩/৬২ (৯ ওভার)
  • বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।

৯ ডিসেম্বর ২০১৮
০৯:৩০
খুশদিল শাহ ৬১ (৫৮)
নাঈম হাসান ৩/৩৬ (১০ ওভার)
বাংলাদেশ ৮৪ রানে জয়ী
জাতীয় স্টেডিয়াম, করাচি
আম্পায়ার: সারিকা প্রসাদ (সিঙ্গাপুর) ও ইজাতুল্লাহ সাফি (আফগানিস্তান)
ম্যাচ সেরা খেলোয়াড়: মোসাদ্দেক হোসেন (বাংলাদেশ অনূর্ধ্ব-২৩)
  • বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • সুলেমান শাফকাত (পাকিস্তান অনূর্ধ্ব-২৩) তার লিস্ট এ ক্রিকেট অভিষেক হয়।

৯ ডিসেম্বর ২০১৮
০৯:৩০
হংকং  
৮৭/৪ (৩১ ওভার)
বাবর হায়াত ৪৫* (৮৬)
আহমেদ রাজা ১/১২ (৭ ওভার)
  • সংযুক্ত আরব আমিরাত টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে কোন খেলা সম্ভব হয়নি।

সেমি-ফাইনাল

সম্পাদনা
১ম সেমি-ফাইনাল
১৩ ডিসেম্বর ২০১৮
০৯:৪৫
স্কোরকার্ড
  ভারত অনূর্ধ্ব-২৩
১৭৮/৩ (২৭.৩ ওভার)
নিতিশ রানা ৬০* (৬০)
খুশদিল শাহ ১/৩১ (৫ ওভার)
  • ভারত অনূর্ধ্ব-২৩ টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।

২য় সেমি-ফাইনাল
১৩ ডিসেম্বর ২০১৮
০৯:৪৫
স্কোরকার্ড
  শ্রীলঙ্কা অনূর্ধ্ব-২৩
২৪১/৬ (৪৮.২ ওভার)
শ্রীলঙ্কা অনূর্ধ্ব-২৩ ৪ উইকেটে জয়ী
রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়াম, কলম্বো
আম্পায়ার: রশীদ রিয়াজ (পাকিস্তান) ও বিসমিল্লাহ জান শিনওয়ারি (আফগানিস্তান)
  • শ্রীলঙ্কা অনূর্ধ্ব-২৩ টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।

ফাইনাল

সম্পাদনা
১৫ ডিসেম্বর ২০১৮
০৯:৪৫
স্কোরকার্ড
  ভারত অনূর্ধ্ব-২৩
২৬৭/৯ (৫০ ওভার)
শ্রীলঙ্কা অনূর্ধ্ব-২৩ ৩ রানে জয়ী
রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়াম, কলম্বো
আম্পায়ার: তানভীর আহমেদ (বাংলাদেশ) ও রশীদ রিয়াজ (পাকিস্তান)
ম্যাচ সেরা খেলোয়াড়: কামিন্দু মেন্ডিস (শ্রীলঙ্কা অনূর্ধ্ব-২৩)
  • শ্রীলঙ্কা অনূর্ধ্ব-২৩ টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "ACC Emerging Teams Asia Cup 2018 | Most Wickets | Top 10"Cricbuzz। সংগ্রহের তারিখ ১৫ ডিসেম্বর ২০১৮ 
  2. "ACC Emerging Teams Asia Cup 2018"Asian Cricket Council। সংগ্রহের তারিখ ৩ ডিসেম্বর ২০১৮ 
  3. "Fixtures, Schedule | ACC Emerging Teams Cup"Asian Cricket Council। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০১৮ 
  4. "Pakistan to host ACC Emerging Cup in 2018"Times of India। সংগ্রহের তারিখ ২৭ নভেম্বর ২০১৮ 
  5. "Pakistan to host Emerging Asia Cup in 2018"Wisden India। ২৯ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ অক্টোবর ২০১৭ 
  6. "BCCI refuses to play in Pakistan"First Post। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০১৮ 
  7. "Sri Lanka Beat India by Three Runs to Clinch Emerging Teams Asia Cup"News 18। ১৫ ডিসেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ১৬ ডিসেম্বর ২০১৮ 
  8. "Afghanistan Squad Announced for ACC Emerging Teams Asia Cup"Afghanistan Cricket Board। ৩ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ ডিসেম্বর ২০১৮ 
  9. "Media Release : ACC Emerging Teams Asia Cup 2018: Bangladesh emerging squad announced"Bangladesh Cricket Board। ৩ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ ডিসেম্বর ২০১৮ 
  10. "আইজাজ খান to replace injured Anshuman Rath as captain for Emerging Nations Cup!"Hong Kong Cricket। ৪ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ ডিসেম্বর ২০১৮ 
  11. "Oman Under-23s Squad"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ৩ ডিসেম্বর ২০১৮ 
  12. "Pakistan squad announced for Emerging Asia Cup 2018 to Co-Host by Pakistan and Sri Lanka"Pakistan Cricket Board। সংগ্রহের তারিখ ৩ ডিসেম্বর ২০১৮ 
  13. "Sri Lanka Squad for the ACC Emerging Teams Cup 2018"Sri Lanka Cricket। ৩ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ ডিসেম্বর ২০১৮ 
  14. "Emirates Cricket Board announce team that will represent the UAE in Asia Cricket's Emerging Teams Asia Cup 2018"Emirates Cricket Board। সংগ্রহের তারিখ ৩ ডিসেম্বর ২০১৮ 

বহিঃসংযোগ

সম্পাদনা