মায়াঙ্ক মারকন্ডে
মায়াঙ্ক মারকন্ডে (জন্ম: ১১ নভেম্বর ১৯৯৭) একজন ভারতীয় ক্রিকেটার যিনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) রাজস্থান রয়্যালসের সদস্য। মায়াঙ্ক পাটিয়ালার বাসিন্দা। ২০১২ সালের ফেব্রুয়ারিতে তিনি ভারত ক্রিকেট দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে আত্মপ্রকাশ করেছিলেন।[১]
ব্যক্তিগত তথ্য | |||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
পূর্ণ নাম | মায়াঙ্ক মারকন্ডে | ||||||||||||||||||||||||||
জন্ম | বাথিন্দা, পাঞ্জাব, ভারত | ১১ নভেম্বর ১৯৯৭||||||||||||||||||||||||||
ব্যাটিংয়ের ধরন | ডান-হাতি | ||||||||||||||||||||||||||
বোলিংয়ের ধরন | ডান-হাতি লেগ ব্রেক | ||||||||||||||||||||||||||
ভূমিকা | বোলার | ||||||||||||||||||||||||||
আন্তর্জাতিক তথ্য | |||||||||||||||||||||||||||
জাতীয় দল | |||||||||||||||||||||||||||
একমাত্র টি২০আই (ক্যাপ ৭৯) | ২৪ ফেব্রুয়ারি ২০১৯ বনাম অস্ট্রেলিয়া | ||||||||||||||||||||||||||
ঘরোয়া দলের তথ্য | |||||||||||||||||||||||||||
বছর | দল | ||||||||||||||||||||||||||
২০১৭-২০২৮ | পাঞ্জাব | ||||||||||||||||||||||||||
২০১৮-২০১৯ | মুম্বই ইন্ডিয়ান্স | ||||||||||||||||||||||||||
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান | |||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||
উৎস: ক্রিকইনফো, ২৪ ফেব্রুয়ারি ২০১৯ |
ঘরোয়া ক্যারিয়ার
সম্পাদনাতিনি ১৪ই জানুয়ারী ২০১৮-এ সৈয়দ মুশতাক আলী ট্রফির ২০১৭-১৮ সেশনে পাঞ্জাবের হয়ে টুয়েন্টি২০-তে আত্মপ্রকাশ করেছিলেন। জানুয়ারী ২০১৮ সালে মুম্বই ইন্ডিয়ান্স আইপিএল নিলামে মাত্র ২০ লক্ষ রুপিতে তাকে কিনেছিলো।[২] বেঙ্গালুরুতে ২০১৮ সালে পাঞ্জাবের হয়ে এ-দল থেকে বিজয় হাজারে ট্রফিতে তার অভিষেক ঘটে।[৩] তিনি মুম্বই ইন্ডিয়ান্স এর ফ্র্যাঞ্চাইজি হয়ে ২০১৮ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আত্মপ্রকাশ করেছিলেন। প্রথম দুটি ম্যাচে তার সম্মিলিত বোলিংয়ের পরিসংখ্যান ছিল ৮-০-৪৬-৭। অক্টোবর ২০১৮-এ, তাকে দেওধর ট্রফির ২০১৮-১৯ সেশনে ভারত বি'র দলে জায়গা দেওয়া হয়েছিল।[৪] পহেলা নভেম্বর ২০১৮-এ রনজি ট্রফিতে তিনি পাঞ্জাবের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে আত্মপ্রকাশ করেছিলেন। টুর্নামেন্টে তিনি পাঞ্জাবের পক্ষে শীর্ষ উইকেট শিকারী ছিলেন, ছয়টি ম্যাচে ২৯ টি উইকেট শিকার করেন তিনি।[৫] অক্টোবরে ২০১৯-এ তিনি দেওধর ট্রফির ২০১৯-২০ সেশনে ভারত সি'র দলে জায়গা পেয়েছিলেন।[৬]
আন্তর্জাতিক ক্যারিয়ার
সম্পাদনাডিসেম্বর ২০১৮-এ তাকে ইমার্জিং এশিয়া কাপের জন্য ভারতের দলে নাম দেওয়া হয়েছিল।[৭] ২০১৮ সালের ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের জন্য ভারতের টুয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) দলে তাকে নাম দেওয়া হয়েছিল।[৮] ২৪শে ফেব্রুয়ারি ২০১৯-এ অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের হয়ে টুয়েন্টি২০-তে তার অভিষেক ঘটে।[৯]
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ
সম্পাদনাচেন্নাই সুপার কিংসের বিপক্ষে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) অভিষেক হয়েছিল তার। তিনি তিনটি উইকেট তুলেছিলেন।[১০] বর্তমানে তিনি রাজস্থান রয়্যালসের একজন সদস্য।[১১]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Mayank Markande"। ইএসপিএন ক্রিকইনফো। সংগ্রহের তারিখ ১৫ মার্চ ২০২০।
- ↑ "List of sold and unsold players"। ইএসপিএন ক্রিকইনফো। সংগ্রহের তারিখ ১৫ মার্চ ২০২০।
- ↑ "Group A, Vijay Hazare Trophy at Bengaluru, Feb 7 2018"। ইএসপিএন ক্রিকইনফো। সংগ্রহের তারিখ ১৫ মার্চ ২০২০।
- ↑ "Rahane, Ashwin and Karthik to play Deodhar Trophy"। ইএসপিএন ক্রিকইনফো। সংগ্রহের তারিখ ১৫ মার্চ ২০২০।
- ↑ "Ranji Trophy, 2018/19 - Punjab: Batting and bowling averages"। ইএসপিএন ক্রিকইনফো। সংগ্রহের তারিখ ১৫ মার্চ ২০২০।
- ↑ "Deodhar Trophy 2019: Hanuma Vihari, Parthiv, Shubman to lead; Yashasvi earns call-up"। স্পোর্টস স্টার। সংগ্রহের তারিখ ১৫ মার্চ ২০২০।
- ↑ "India Under-23s Squad"। ইএসপিএন ক্রিকইনফো। সংগ্রহের তারিখ ১৫ মার্চ ২০২০।
- ↑ "Kohli, Bumrah, Rahul and Pant back in India's ODI squad"। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। সংগ্রহের তারিখ ১৫ মার্চ ২০২০।
- ↑ "Aus vs Ind Match Report"। ক্রিকবাজ। সংগ্রহের তারিখ ১৫ মার্চ ২০২০।
- ↑ "Mayank Markande revels in stunning IPL debut for Mumbai Indians"। হিন্দুস্তান টাইমস। সংগ্রহের তারিখ ১৫ মার্চ ২০২০।
- ↑ "Mayank Markande - Rajasthan Royals"। রাজস্থান রয়্যালস। ২৯ জানুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ মার্চ ২০২০।