নিতিশ রানা
নিতিশ রানা (জন্ম: ২৭ ডিসেম্বর ১৯৯৩) একজন ভারতীয় প্রথম শ্রেণির ক্রিকেটার যিনি ঘরোয়া ক্রিকেটে দিল্লির হয়ে খেলেন। তিনি একজন অলরাউন্ডার, বাঁ-হাতি ব্যাটসম্যান এবং ডানহাতি অফ-ব্রেক বোলার, যিনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) কোলকাতা নাইট রাইডার্স দলের সদস্যও রয়েছেন। [১] নভেম্বর ২০১৮ এ, গৌতম গম্ভীরের পরিবর্তে তাঁর নাম দিল্লির দলের অধিনায়ক হিসাবে মনোনীত হয়। [২]
ব্যক্তিগত তথ্য | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
পূর্ণ নাম | নিতিশ রানা | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
জন্ম | ভার্তাল, দিল্লি, ভারত | ২৭ ডিসেম্বর ১৯৯৩||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ডাকনাম | দুষ্ট রানা | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
উচ্চতা | ৫ ফুট ৮ ইঞ্চি (১.৭৩ মিটার) | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ব্যাটিংয়ের ধরন | বাম-হাতি | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
বোলিংয়ের ধরন | ডান-হাতি অফ ব্রেক | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ভূমিকা | অল রাউন্ডার | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ঘরোয়া দলের তথ্য | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
বছর | দল | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
২০১১–বর্তমান | দিল্লি | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
২০১৪–২০১৭ | মুম্বাই ইন্ডিয়ান্স (জার্সি নং ২৭) | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
২০১৮–বর্তমান | কলকাতা নাইট রাইডার্স (জার্সি নং ২৭) | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
উৎস: ক্রিকইনফো, ২৮ জানুয়ারি ২০২০ |
কর্মজীবন
সম্পাদনারানা ২০১৫-১৬ রনজি ট্রফিতে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক করেছিলেন এবং ৫৫.৬৩ গড়ে মোট ৫৫৭ রান নিয়ে টুর্নামেন্টটি শেষ করেছিলেন এবং সে ছিল তার দলের শীর্ষ রান সংগ্রহকারী।[৩] ২০১৫-১৬ সালে বিজয় হাজারে ট্রফিতে ২১৮ তিনি ছিলেন তাঁর দলের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী।[৪]
২০১৫-১৬ সালে সৈয়দ মোশতাক আলী ট্রফিতে রানা ৮ ইনিংসে ১৭৫.৮৮ স্ট্রাইক রেট ও ৪২.৭১ গড়ে ২৯৯ রান করেছিলেন।[৫] সেই প্রতিযোগিতায় আন্ধ্রা প্রদেশের বিপক্ষের ম্যাচে ৪ উইকেটে ৪০ রানে আটকে থাকা দিল্লির হয়ে ব্যাট করতে নেমে ৪০ বলে ৯৭ রানের (৮ টি বাউন্ডারি, ৮ টি ছক্কা) এক আক্রমণাত্মক ইনিংসটি খেলে নিজের দলকে ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ২৩৬ রানে পৌছে দেন।[৬] বারোদার বিপক্ষের খেলায় দলের শীর্ষ চার ব্যাটসম্যান একক অঙ্কের স্কোরের ফিরে গেলে রানা মাত্র ২৯ বলে ৫৩ রানের অনবদ্য ইনিংস খেলে তার দলকে বরোদার বেধে দেয়া মোট ১৫৩ রান তাড়া করতে সহায়তা করেছিল।[৭] ঝাড়খণ্ডের বিপক্ষে, ১৩৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দিল্লি ৩ উইকেট হারিয়ে মাত্র ১৪ করে, সেখান থেকে রানা ৪৪ বলে অপরাজিত ৬০ রানের ইনিংস খেলে তার দলকে ৫ উইকেটে জয় এনে দেয়। [৮] জানুয়ারী ২০১৮, তিনি কলকাতা নাইট রাইডার্স এর সাথে ২০১৮ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ এর নিলামে চুক্তিবদ্ধ হন। [৯]
অক্টোবর ২০১৮ এ, তাকে ২০১৮-১৯ দেওধর ট্রফির জন্য ভারত এ'র স্কোয়াডে মনোনীত হয়েছিল।[১০] ডিসেম্বর ২০১৮ এ, তাকে ২০১৮ উদীয়মান দল এশিয়া কাপের জন্য ভারতের দলে মনোনীত হয়েছিল।[১১] অক্টোবরে ২০১৯, তিনি ২০১৯-২০ দেওধর ট্রফির জন্য ভারত বি এর দলে জায়গা পেয়েছিলেন।[১২]
খেলার ধরন
সম্পাদনারানা একজন আক্রমণাত্মক বাঁহাতি ব্যাটসম্যান এবং অফ স্পিন বোলার। তিনি ২০১৫-১৬ সালের সৈয়দ মুশতাক আলী ট্রফিতে ২১টি ছক্কার সাহায্যে শীর্ষস্থানীয় ছয় হিটার ছিলেন এবং তাকে বলা হয় "বড় হিট করার ক্ষমতা"।[১৩] রানা পন্টিংকে বড় হিটকারী ব্যাটসম্যান হিসাবে গড়ে তোলার জন্য কৃতিত্ব দিয়েছেন।[৪]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Nitish Rana - ESPN Cricinfo
- ↑ "Ranji Trophy: Gautam Gambhir steps down as Delhi captain, Nitish Rana takes over"। The Indian Express। সংগ্রহের তারিখ ৫ নভেম্বর ২০১৮।
- ↑ "Records / Ranji Trophy, 2015/16 - Delhi / Batting and bowling averages"। Cricinfo। সংগ্রহের তারিখ ১২ এপ্রিল ২০১৬।
- ↑ ক খ "Gautam Gambhir's guidance has helped: Nitish Rana"। bcci.tv। ২৫ এপ্রিল ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ এপ্রিল ২০১৬।
- ↑ "Cricket Records - Syed Mushtaq Ali Trophy, 2015/16 - Records - Most runs - ESPN Cricinfo"। Cricinfo। সংগ্রহের তারিখ ৫ এপ্রিল ২০১৬।
- ↑ "Syed Mushtaq Ali: Gautam Gambhir flops, Nitish Rana sizzles as Delhi hammer Andhra"। ibnlive.com। ৬ জানুয়ারি ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ এপ্রিল ২০১৬।
- ↑ "Syed Mushtaq Ali Trophy - Group C Baroda v Delhi"। Cricinfo। সংগ্রহের তারিখ ১২ এপ্রিল ২০১৬।
- ↑ "Rana half-century guides Delhi home"। Cricinfo। সংগ্রহের তারিখ ১২ এপ্রিল ২০১৬।
- ↑ "List of sold and unsold players"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২৭ জানুয়ারি ২০১৮।
- ↑ "Rahane, Ashwin and Karthik to play Deodhar Trophy"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ১৯ অক্টোবর ২০১৮।
- ↑ "India Under-23s Squad"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ৩ ডিসেম্বর ২০১৮।
- ↑ "Deodhar Trophy 2019: Hanuma Vihari, Parthiv, Shubman to lead; Yashasvi earns call-up"। SportStar। সংগ্রহের তারিখ ২৫ অক্টোবর ২০১৯।
- ↑ "Nitish Rana"। Cricinfo। সংগ্রহের তারিখ ১২ এপ্রিল ২০১৬।