৮ম জি সিনে পুরস্কার

৮ম জি সিনে পুরস্কার ২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত সেরা ভারতীয় হিন্দি ভাষার চলচ্চিত্রসমূহকে স্বীকৃতি প্রদান করে। অনুষ্ঠানটি ২০০৫ সালের ২৬শে মার্চ লন্ডনের এক্সেল এরিনায় অনুষ্ঠিত হয় এবং জি টিভিতে প্রচারিত হয়। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন করণ জোহরদিয়া মির্জা

৮ম জি সিনে পুরস্কার
তারিখ২৬ মার্চ ২০০৫
স্থানএক্সেল এরিনা, লন্ডন
উপস্থাপককরণ জোহর
দিয়া মির্জা
আলোকপাত
শ্রেষ্ঠ চলচ্চিত্রবীর-জারা
শ্রেষ্ঠ অভিনেতাশাহরুখ খান
(বীর-জারা)
শ্রেষ্ঠ অভিনেত্রীরানী মুখার্জী
(হাম তুম)
সর্বাধিক পুরস্কারস্বদেশ (৫)
সর্বাধিক মনোনয়নধুম (১৩)
টেলিভিশন আওতা
নেটওয়ার্কজি টিভি
জি সিনেমা
 ← ৭ম জি সিনে পুরস্কার ৯ম → 

ধুম সর্বাধিক ১৩টি মনোনয়ন লাভ করে। এরপর খাকী, ম্যাঁয় হুঁ না, ও হাম তুম ১২টি করে মনোনয়ন লাভ করে।[]

স্বদেশ শ্রেষ্ঠ চলচ্চিত্র (সমালোচক)-সহ সর্বাধিক ৫টি বিভাগে পুরস্কার অর্জন করে। এরপর বীর-জারা শ্রেষ্ঠ চলচ্চিত্র, শ্রেষ্ঠ পরিচালক (যশ চোপড়া), শ্রেষ্ঠ অভিনেতা (শাহরুখ খান)-সহ সর্বাধিক ৪টি পুরস্কার অর্জন করে।[]

অনুষ্ঠান

সম্পাদনা

২০০৪ সাল শেষ হওয়ার আগেই জি নেটওয়ার্ক ঘোষণা দেয় এই আয়োজনটি লন্ডনে অনুষ্ঠিত হবে।[] অনুষ্ঠানটি ২০০৫ সালের ২৬শে মার্চ লন্ডনের এক্সেল এরিনায় অনুষ্ঠিত হয়। দ্বিতীয় বছরের মত এই ভেন্যুতে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।[] অনুষ্ঠানটি উপস্থাপনা করেন করণ জোহর[]

বিজয়ী ও মনোনীত

সম্পাদনা

নিচে বিজয়ী ও মনোনীতদের তালিকা দেওয়া হল। বিজয়ীদের নাম গাঢ় বর্ণে উল্লেখ করা হয়েছে।

 
যশ চোপড়া শ্রেষ্ঠ পরিচালক বিভাগে পুরস্কার বিজয়ী
 
শাহরুখ খান শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে পুরস্কার বিজয়ী
 
রানী মুখার্জী শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে পুরস্কার বিজয়ী
 
অভিষেক বচ্চন শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে পুরস্কার বিজয়ী
 
দিব্যা দত্তা শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে পুরস্কার বিজয়ী
 
আশুতোষ গোয়ারিকর শ্রেষ্ঠ পরিচালক (সমালোচক) বিভাগে পুরস্কার বিজয়ী
 
পঙ্কজ কাপুর শ্রেষ্ঠ অভিনেতা (সমালোচক) বিভাগে পুরস্কার বিজয়ী
 
ঐশ্বর্যা রাই শ্রেষ্ঠ অভিনেত্রী (সমালোচক) বিভাগে পুরস্কার বিজয়ী

জনপ্রিয় পুরস্কার

সম্পাদনা
শ্রেষ্ঠ চলচ্চিত্র শ্রেষ্ঠ পরিচালক
শ্রেষ্ঠ অভিনেতা শ্রেষ্ঠ অভিনেত্রী
শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী
শ্রেষ্ঠ কৌতুকাভিনয়শিল্পী শ্রেষ্ঠ খল অভিনয়শিল্পী
শ্রেষ্ঠ নবাগত অভিনয়শিল্পী শ্রেষ্ঠ নবাগত পরিচালক
শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালনা শ্রেষ্ঠ গীতিকার
শ্রেষ্ঠ পুরুষ নেপথ্য সঙ্গীতশিল্পী শ্রেষ্ঠ নারী নেপথ্য সঙ্গীতশিল্পী
বর্ষসেরা গান

কারিগরী পুরস্কার

সম্পাদনা
শ্রেষ্ঠ কাহিনি শ্রেষ্ঠ চিত্রনাট্য
শ্রেষ্ঠ সংলাপ শ্রেষ্ঠ চিত্রসম্পাদনা
শ্রেষ্ঠ চিত্রগ্রহণ শ্রেষ্ঠ শিল্প নির্দেশনা
শ্রেষ্ঠ নৃত্য পরিচালনা শ্রেষ্ঠ আবহ সঙ্গীত
শ্রেষ্ঠ শব্দগ্রহণ শ্রেষ্ঠ গান রেকর্ডিং
  • প্রমোদ চন্দ্রকর, বিজয় দয়াল – হাম তুম 
শ্রেষ্ঠ শব্দ পুনঃগ্রহণ শ্রেষ্ঠ পোশাক পরিকল্পনা
  • গ্যাভিন মিগেল – নাচ 
শ্রেষ্ঠ মারপিট শ্রেষ্ঠ চাক্ষুস প্রভাব
  • মার্জিন তাবারিয়া, রোহান দেসাই – মুসাফির 
শ্রেষ্ঠ চলচ্চিত্র প্রক্রিয়াকরণ

সমালোচক পুরস্কার

সম্পাদনা
শ্রেষ্ঠ চলচ্চিত্র শ্রেষ্ঠ পরিচালক
শ্রেষ্ঠ অভিনেতা শ্রেষ্ঠ অভিনেত্রী

বিশেষ পুরস্কার

সম্পাদনা

একাধিক পুরস্কার ও মনোনয়ন

সম্পাদনা
একাধিক জয়
জয় চলচ্চিত্র
স্বদেশ
বীর-জারা
ধুম
মকবুল
মীনাক্ষী: দ্য টেল অব থ্রি সিটিজ
মুসাফির
ম্যায় হুঁ না
হাম তুম

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Zee Cine Awards 2005 nominations announced"ইন্ডিয়ানটেলিভিশন.কম (ইংরেজি ভাষায়)। ১৬ মার্চ ২০০৫। সংগ্রহের তারিখ ১২ জুলাই ২০২৪ 
  2. ঝা, সুভাষ কে. (২৮ মার্চ ২০০৫)। "Veer-Zaara: Hot fave at the Zee awards!"রেডিফ.কম। সংগ্রহের তারিখ ১২ জুলাই ২০২৪ 
  3. "Zee Cine Awards 2004 in London"বলিউড হাঙ্গামা (ইংরেজি ভাষায়)। ৮ সেপ্টেম্বর ২০০৪। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০২৪ 

বহিঃসংযোগ

সম্পাদনা