রেইনকোট (চলচ্চিত্র)

২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত ঋতুপর্ণ ঘোষ পরিচালিত হিন্দি ভাষার চলচ্চিত্র

রেইনকোট ২০০৪ সালে নির্মিত ভারতীয় হিন্দি চলচ্চিত্র, যা পরিচালনা করেছেন ঋতুপর্ণ ঘোষ। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন অজয় দেবগন, ঐশ্বর্যা রাই বচ্চন এবং আন্নু কাপুর। চলচ্চিত্রটি নির্মিত হয়েছে ও হেনরি কর্তৃক রচিত দ্য গিফট অব দ্য ম্যাজাই (১৯০৬) ছোট গল্প অবলম্বনে বলে ঋতুপর্ণ ঘোষ দাবী করলেও এটি মনোজ বসুর "প্রতিহিংসা" ছোটগল্পের পূ্ঙ্খানুপুঙ্খ চিত্ররূপ। জীবদ্দশায় পরিচালক কেন এটি স্বীকার করেননি বা কেনই বা তথ্যগোপন করে মিথ্যাচার করেছিলেন তা আর জানার কোন উপায় নেই।

রেইনকোট
চলচ্চিত্রের পোস্টার
পরিচালকঋতুপর্ণ ঘোষ
প্রযোজকশ্রী ভেঙ্কটেশ ফিল্মস
রচয়িতাঋতুপর্ণ ঘোষ
ঊষা গাঙ্গুলি
উৎসও হেনরি কর্তৃক 
দ্য গিফট অব দ্য ম্যাজাই
শ্রেষ্ঠাংশেঅজয় দেবগন
ঐশ্বর্যা রাই বচ্চন
আন্নু কাপুর
সুরকারদেবজ্যোতি মিশ্র
চিত্রগ্রাহকঅভীক মুখোপাদ্ধ্যায়
সম্পাদকঅর্ঘকমল মিত্র
পরিবেশকশ্রী ভেঙ্কটেশ ফিল্মস
মুক্তি
  • ২৪ ডিসেম্বর ২০০৪ (2004-12-24)
স্থিতিকাল১২০ মিনিট
দেশভারত
ভাষাহিন্দি
নির্মাণব্যয়৫০ মিলিয়ন[]
আয়৪৮.৭৬ মিলিয়ন[]

কাহিনী

সম্পাদনা

বেকার মনোজ (অজয় দেবগন) ব্যবসা করার জন্য তার পুরনো বন্ধুদের কাছে সাহায্য চাইতে কলকাতায় আসে। এক বৃষ্টিভেজা দিনে সে দেখা করতে যায় পুরনো প্রেমিকা নীরজার (ঐশ্বরিয়া রাই বচ্চন) সাথে। প্রেমের বেদনাদায়ক গল্পগুলো ঠিক যেমন হয়, এটিও তার ব্যতিক্রম নয়। মনোজের চেয়ে বিত্তবান পরিবার পাওয়ায় দূর শহর কলকাতায় বিয়ে হয়ে গিয়েছিল নীরজার। বেচারা মনোজ কোনোভাবে ঠেকাতে পারেনি সেই বিয়ে। কিন্তু প্রেম কি এত সহজে মরে যায়? বহু বছর পরেও তার শুধু একবার দেখা করবার সাধ জাগে। অবশেষে দেখা হলেই তাদের স্মৃতিময়তার দেয়ালে আঘাত লাগে। মুহূর্তেই দুজন দুজনের কাছে সেই পুরনো মান্নু এবং নীরু হয়ে ওঠে।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Raincoat - Movie - Box Office India"www.boxofficeindia.com 

বহিঃসংযোগ

সম্পাদনা