যশ চোপড়া

ভারতীয় চলচ্চিত্র পরিচালক, স্ক্রিপ্ট লেখক এবং চলচ্চিত্র প্রযোজক

যশ রাজ চোপড়া (২৭ সেপ্টেম্বর ১৯৩২ - ২১ অক্টোবর ২০১২) ছিলেন একজন ভারতীয় চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক, যিনি মূলত হিন্দি ভাষার চলচ্চিত্রে কাজ করতেন। তিনি চলচ্চিত্র প্রযোজনা ও পরিবেশনা কোম্পানি যশ রাজ ফিল্মসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। তিনি তার কর্মজীবনে একাধিক পুরস্কার অর্জন করেছেন, তন্মধ্যে উল্লেখযোগ্য হল ছয়টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং এগারোটি ফিল্মফেয়ার পুরস্কার। তাকে ভারতের অন্যতম সেরা চলচ্চিত্র নির্মাতা হিসেবে গণ্য করা হয়। চলচ্চিত্রে তার অবদানের জন্য ভারত সরকার তাকে ২০০১ সালে দাদাসাহেব ফালকে পুরস্কার এবং ২০০৫ সালে ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মভূষণ পদকে ভূষিত করে। ব্রিটিশ একাডেমি অব ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস তাকে আজীবন সদস্যপদ প্রদান করে, ফলে তিনিই প্রথম ভারতীয় হিসেবে এই সম্মাননা লাভ করেন।

যশ চোপড়া
জন্ম
যশ রাজ চোপড়া

(১৯৩২-০৯-২৭)২৭ সেপ্টেম্বর ১৯৩২
মৃত্যু২১ অক্টোবর ২০১২(2012-10-21) (বয়স ৮০)
পেশাচলচ্চিত্র পরিচালক, প্রযোজক
কর্মজীবন১৯৫৯-২০১২
দাম্পত্য সঙ্গীপামেলা চোপড়া
সন্তানউদয় চোপড়া, আদিত্য চোপড়া
আত্মীয়বলদেব রাজ চোপড়া (ভাই)
হিরু জোহর (বোন)
করণ জোহর (ভাগ্নে)
পুরস্কারপদ্মভূষণ
স্বাক্ষর

জন্ম ও শিক্ষাজীবন

সম্পাদনা

যশ চোপড়া ১৯৩২ সালের ২৭ আগস্ট লাহোর, ব্রিটিশ ভারতে জন্মগ্রহণ করেন।

কর্মজীবন

সম্পাদনা

যশ চোপড়া কাজ শুরু করেন সহকারী পরিচালক হিসেবে আই এস জোহর এবং বি আর চোপড়ার সাথে। ১৯৫৯ সালে মুক্তি পায় তার পরিচালিত প্রথম ছবি ‘ধুল কা ফুল’। পরবর্তী সময়ে ‘ওয়াক্ত’, ‘ইত্তেফাক’, ‘দিওয়ার’, ‘কালা পাথর’, ‘সিলসিলা’, ‘চাঁদনি’, ‘ডর’, ‘দিল তো পাগল হ্যায়’, ‘বীর-জারা’ ছাড়াও মোট ২২ টি ছবি পরিচালনা করেন তিনি। [] যশ রাজ পরিচালিত সর্বশেষ চলচ্চিত্র যাব তাক হ্যায় জান। এটির প্রধান তিনটি চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ খান, ক্যাটরিনা কাইফঅনুষ্কা শর্মা। ছবিটি নির্মাণ শুরু করার আগেই ঘোষণা দেন; এটি তার পরিচালিত সর্বশেষ চলচ্চিত্র। এবং ছবিটি নির্মাণ সম্পূর্ণ হওয়ার পর তিনি গত ২১ আগস্ট, ২০১২-এ মৃত্যুবরণ করেন।[]

চলচ্চিত্রের তালিকা

সম্পাদনা

প্রযোজক

সম্পাদনা

পরিচালক

সম্পাদনা

পুরস্কার ও সম্মাননা

সম্পাদনা
  • শ্রেষ্ঠ চলচ্চিত্র জনপ্রিয় সুস্থ বিনোদন প্রদান-এর জন্য - চাঁদনী - (১৯৯০)
  • শ্রেষ্ঠ চলচ্চিত্র জনপ্রিয় সুস্থ বিনোদন প্রদান-এর জন্য - ডর - (১৯৯৪)
  • শ্রেষ্ঠ চলচ্চিত্র জনপ্রিয় সুস্থ বিনোদন প্রদান-এর জন্য - দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে - (১৯৯৬)
  • শ্রেষ্ঠ চলচ্চিত্র জনপ্রিয় সুস্থ বিনোদন প্রদান-এর জন্য - দিল তো পাগল হ্যায় - (১৯৯৮)
  • শ্রেষ্ঠ চলচ্চিত্র জনপ্রিয় সুস্থ বিনোদন প্রদান-এর জন্য - বীর-জারা - (২০০৫)
পরিচালক
  • শ্রেষ্ঠ পরিচালক - ওয়াক্ত - (১৯৬৫)
  • শ্রেষ্ঠ পরিচালক - ইত্তেফাক - (১৯৬৯)
  • শ্রেষ্ঠ পরিচালক - দাগ - (১৯৭৩)
  • শ্রেষ্ঠ পরিচালক - দিওয়ার - (১৯৭৫)
  • শ্রেষ্ঠ পরিচালক - বীর-জারা - (২০০৪)
প্রযোজক
বিশেষ পুরস্কার
  • ফিল্মফেয়ার পাওয়ার অ্যাওয়ার্ড - (২০০৬)
  • ফিল্মফেয়ার পাওয়ার অ্যাওয়ার্ড - (২০০৭)
  • ফিল্মফেয়ার পাওয়ার অ্যাওয়ার্ড - (২০০৮)

তথ্যসূত্র

সম্পাদনা
  1. বাংলানিউজ ২৪ ডট কম[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. "The Life and Times of Yash Chopra"। India Times। ২৯ অক্টোবর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ অক্টোবর ২০১২ 

বহিঃসংযোগ

সম্পাদনা