জাতীয় সড়ক ৬০ (ভারত, পুরাতন সংখ্যায়ন)
ভারতীয় জাতীয় সড়ক
(৬০ নং জাতীয় সড়ক (ভারত) থেকে পুনর্নির্দেশিত)
জাতীয় সড়ক ৬০ বা ৬০ নং জাতীয় সড়ক ভারতের একটি জাতীয় সড়ক। এই সড়কটি বালাসোরে ৫ নং জাতীয় সড়কের জংশন থেকে ২ নং জাতীয় সড়ক পর্যন্ত প্রসারিত। এই সড়ক জলেশ্বর, দাঁতন, বেলদা, খড়গপুর, শালবনী, বিষ্ণুপুর, বাঁকুড়া, গঙ্গাজলঘাটি, মেজিয়া ও রাণীগঞ্জের উপর দিয়ে গেছে।
জাতীয় সড়ক ৬০ | ||||
---|---|---|---|---|
পথের তথ্য | ||||
দৈর্ঘ্য | ৪৪৬ কিমি (২৭৭ মা) GQ: ১১৯ কিমি (৭৪ মা) (বালাসুর - খড়গপুর) | |||
প্রধান সংযোগস্থল | ||||
থেকে: | Balasore, Odisha at junction of NH 5 | |||
NH 6 at Kharagpur, NH 2 at Raniganj | ||||
পর্যন্ত: | Morgram at junction of NH 34 | |||
অবস্থান | ||||
রাজ্য | উড়িষ্যা, পশ্চিমবঙ্গ | |||
প্রাথমিক গন্তব্যস্থল | জলেশ্বর - খড়গপুর - মেদিনীপুর - বিষ্ণুপুর - বাঁকুরা - রানীগঞ্জ - সুরি - রামপুরহাট | |||
মহাসড়ক ব্যবস্থা | ||||
|
চাঁদিপুর বালাসোর থেকে ১৭ কিলোমিটার (১১ মাইল) দূরে অবস্থিত। শেওড়াফুলি-কামারকুণ্ডু-তারকেশ্বর-আরামবাগ রোড বিষ্ণুপুরে ৬০ নং জাতীয় সড়কের সঙ্গে মিলিত হয়েছে। দুর্গাপুর-বাঁকুড়া রোড (৯ নং রাজ্য সড়ক) বাঁকুড়ায় ৬০ নং জাতীয় সড়কের সঙ্গে মিলিত হয়েছে। ৬০ নং জাতীয় সড়কের দৈর্ঘ্য ৩০৫ কিলোমিটার (১৯৫ মাইল); এর মধ্যে ৫৭ কিলোমিটার (৩৫ মাইল) ওড়িশায় এবং ২৪৮ কিলোমিটার (১৫৪ মাইল) পশ্চিমবঙ্গে।[১]
মনে করা হচ্ছে, পূর্বতন উড়িষ্যা ট্রাঙ্ক রোডের চার লেন-করণ বালেশ্বর জেলার বন্যার কারণ।[২]
পাদটীকা
সম্পাদনা- ↑ "National Highways and their lengths"। Ministry of Road Transport & Highways, Government of India। National Highways Authority of India। ২০১০-০২-১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৯-০২-১২।
- ↑ "NH-60, a road to disaster"। welcomeorissa.com। ২০১১-০৭-১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৯-০২-১৩।