জাতীয় সড়ক ৫ (ভারত)
জাতীয় সড়ক ৫ (এনএইচ৫), ভারতে পশ্চিম থেকে পূর্বে বিস্তৃত একটি প্রাথমিক জাতীয় সড়ক। সড়কটি পাঞ্জাবের ফিওজপুরকে সংযোগ করে সিনো - ভারতীয় সীমান্তের শিপকি লা -এর সঙ্গে। মহাসড়কটি মোগা, জাগরণ, লুধিয়ানা, মোহালী, চণ্ডীগড়, পঞ্চকুলা, কলকা, সোলান, সিমলা, থিওগ, নারকান্দা পেরিয়ে তিব্বত সীমান্তের কাছে শেষ প্রান্ত পর্যন্ত সুতলজ নদীর তীর ধরে চলতে থাকে। [১]
জাতীয় সড়ক ৫ | ||||
---|---|---|---|---|
পথের তথ্য | ||||
দৈর্ঘ্য | ৬৬০.২ কিমি (৪১০.২ মা) | |||
প্রধান সংযোগস্থল | ||||
পশ্চিম প্রান্ত: | ফিরোজপুর | |||
পূর্ব প্রান্ত: | শিপকি লা, চীন-ভারত সীমান্ত | |||
অবস্থান | ||||
রাজ্য | পাঞ্জাব, চণ্ডীগড়, হরিয়ানা, হিমাচল প্রদেশ | |||
প্রাথমিক গন্তব্যস্থল | মোগা, জাগরণ, লুধিয়ানা, মোহালী, চণ্ডীগড়, পাঁচকুলা, কলকা, সোলান, সিমলা, থোগ, নরকান্দা, রামপুর, চিনি | |||
মহাসড়ক ব্যবস্থা | ||||
|
সড়কের বিবরণ
সম্পাদনাএনএইচ ৫ ভারতের পাঞ্জাব, হরিয়ানা, হিমাচল প্রদেশ এবং ভারতের চণ্ডীগড়ের কেন্দ্রশাসিত অঞ্চলকে অতিক্রম করে। [২][৩]
- পাঞ্জাব
জাতীয় সড়কটি পাঞ্জাবের ফিরোজপুর থেকে শুরু হয়। সড়কটি রাজ্যের মোট ৬ টি জেলার মধ্য দিয়ে অগ্রসর হয়, এই জেলাগুলি হল -ফিরোজপুর জেলা, মোগা জেলা, লুধিয়ানা জেলা, ফতেগড় সাহেব জেলা, রূপনগর জেলা ও মোহালি জেলা। পাঞ্জাবে বেশ কিছু শহরের মধ্য দিয়ে সড়কটি অগ্রসর হয়, এই শহরগুলি হল ফিরোজপুর, মোগা, জাগ্রাওন, লুধিয়ানা ও খড়র। জাতীয় সড়ক ৫ হিমাচল প্রদেশ রাজ্যের মধ্যে চন্ডিগড় সীমান্ত পর্যন্ত ২১১.৫৫ কিলোমিটার পথ অতিক্রম করে। এর পর সড়কটি মহালি - চণ্ডীগড় সীমান্তে চন্ডিগড়ে প্রবেশ করে।
- চন্ডিগড়
মোহালির কাছে পাঞ্জাব সীমানা দিয়ে সড়কটি চন্ডিগড়ে প্রবেশ করে। সড়কটি চণ্ডীগড়ে ১৫.২৮ কিলোমিটার পথ অতিক্রম করে। শেষে সড়কটি চণ্ডীগড়-পাঞ্জাব সীমান্তে পাঞ্জাবের জিরাকপুরে প্রবেশ করে।
- হরিয়ানা
চন্ডিগড় -হরিয়ানা সীমান্ত অতিক্রম করে হরিয়ানা রাজ্যে প্রবেশ করে পাঁচকুলা জেলা হয়ে। এর পর সড়কটি রাজ্যের মোট পাঞ্চকুল জেলার মধ্য দিয়ে অগ্রসর হয়। জাতীয় সড়ক ৫ হরিয়ানা রাজ্যের মধ্যে ২৮.৩০ কিলোমিটার পথ অতিক্রম করে হিমাচল প্রদেশ রাজ্যে প্রবেশ করে।
- হিমাচল প্রদেশ
সড়কটি হরিয়ানা-হিমাচল প্রদেশ সীমান্ত অতিক্রম করে হিমাচল প্রদেশ রাজ্যে প্রবেশ করে সোলান জেলা হয়ে। এর পর সড়কটি রাজ্যের মোট ৩ টি জেলার মধ্য দিয়ে অগ্রসর হয়, এই জেলাগুলি হল - সোলান, সিমলা ও কিন্নর। জাতীয় সড়ক ৫ হিমাচল প্রদেশ রাজ্যের মধ্যে ৪০৫ কিলোমিটার পথ অতিক্রম করে ভারত-চীন সীমান্তে সমাপ্ত হয়।[৩] হিমাচল প্রদেশে বেশ কিছু শহরের মধ্য দিয়ে সড়কটি অগ্রসর হয়, এই শহরগুলি হল- পারওয়ানু, সোলান, সিমলা, থোগ, নরকান্দা, রামপুর, চিনি, শিপকি লা
নির্মাণ ও রক্ষণাবেক্ষণ
সম্পাদনাভারতের সকল জাতীয় সড়কের মত জাতীয় সড়ক ৫ হল সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রক-এর অন্তর্গত। এই সড়কের নির্মাণ ও সমস্ত ধরনের রক্ষণাবেক্ষণের দায়িত্ব রয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রকের অধিনে।
জাংশন
সম্পাদনা- এনএইচ ৩৫৪- ফিরোজপুরের নিকটবর্তী
- এনএইচ ৩৫৪বি- ফিরোজপুরের নিকটে
- এনএইচ ৫৪- তালওয়ান্দি ভাইয়ের নিকটে
- এনএইচ ১০৫বি- মোগার কাছে
- এনএইচ ৭০৩- মোগার কাছে
- এনএইচ ৪৪- কাছে
- এনএইচ ২০৫- খারার কাছে
- এনএইচ ২০৫এ- কাছে
- এনএইচ ১৫২- জিরাকপুরের নিকটে
- এনএইচ ৭- জিরাকপুরের নিকটে
- এনএইচ ১০৫- পিনজোরের কাছে
- এনএইচ ৯০৭এ- কুমারহাত্তির কাছে
- এনএইচ ২০৫- সিমলার কাছে
- এনএইচ ৭০৫- কাছে
- এনএইচ ৩০৫- সানজের কাছে
- এনএইচ ৫০৫এ- পওারি'র কাছে
- এনএইচ ৫০৫- খাবের নিকটে
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Rationalization of Numbering Systems of National Highways" (পিডিএফ)। Govt of India। ২৮ এপ্রিল ২০১০। ১ অক্টোবর ২০১১ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ আগস্ট ২০১১।
- ↑ "New Numbering of National Highways notification - Government of India" (পিডিএফ)। The Gazette of India। ৪ মে ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ সেপ্টেম্বর ২০১৯।
- ↑ "The List of National Highways in India" (পিডিএফ)। Ministry of Road Transport and Highways। সংগ্রহের তারিখ ২ সেপ্টেম্বর ২০১৯।