৩০ মে
তারিখ
<< | মে | >> | ||||
রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |
২০২৫ |
৩০ মে গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫০তম (অধিবর্ষে ১৫১তম) দিন। বছর শেষ হতে আরো ২১৫ দিন বাকি রয়েছে।
ঘটনাবলী
সম্পাদনা- ১৪৫৩ - উসমানীয়দের (অটোমান সাম্রাজ্য) কনস্টানটিনোপল জয়।
- ১৪৯৮ - ক্রিস্টোফার কলম্বাস তৃতীয় সমুদ্র যাত্রা শুরু করেন।
- ১৫৩৯ - স্বর্ণ অনুসন্ধানের জন্য হেরনান্দো দি সতো টম্পা সাগর উপকূলে উপনীত হন ৬০০ সৈন্যসহ।
- ১৬৩১ - ফ্রান্সের প্রথম সংবাদপত্র লা গ্যাজেট প্রকাশিত হয়।
- ১৮০৭ - মোস্তফা চতুর্থ কর্তৃক তুরস্কের সুলতান সেলিম তৃতীয় ক্ষমতাচ্যুত।
- ১৮৫৯ - ইংল্যান্ডের বিগ বেন ঘড়ি প্রথমবারের মতো বেজে উঠে।
- ১৮৯৯ - কলকাতার ঘরে ঘরে বৈদ্যুতিক সরবরাহ শুরু।
- ১৯১৩ - আলবেনিয়া নতুন রাষ্ট্রের মর্যাদা পায়।
- ১৯১৭ - প্রথম আলেকজান্ডার গ্রিসের রাজা হিসেবে অভিষিক্ত হন।
- ১৯১৮ - প্রথম মহাযুদ্ধ চলাকালে ফ্রান্সের উত্তর-পূর্বাঞ্চলে মারনে নদীর কাছে জার্মান ও মিত্র বাহিনীর মধ্যে সংঘর্ষের সমাপ্তি ঘটে।
- ১৯১৯ - জালিনওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে রবীন্দ্রনাথ নিজের হাতে নাইটহুড ত্যাগের অবিস্মরণীয় চিঠি লেখেন তৎকালীন বড়লাট চেমসফোর্ডকে।
- ১৯৫৩ - নিউজিল্যান্ডের হিলারি ও নেপালের তেনজিংয়ের এভারেস্ট শৃঙ্গ জয়।
- ১৯৫৪ - শেরেবাংলা ফজলুল হকের নেতৃত্বাধীন যুক্তফ্রন্ট মন্ত্রিসভা বাতিল। পূর্ববাংলায় গভর্নর শাসন জারি।
- ১৯৬৭ - নাইজেরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশ বিয়াফ্রা (১৯৬৭-৭০) স্বাধীনতা ঘোষণা করে, এর ফলে গৃহযুদ্ধ শুরু হয়।
- ১৯৮১-বাংলাদেশে চট্টগ্রাম সার্কিট হাউসে বিপথগামী কিছু সেনার হাতে রাষ্টপ্রতি জিয়া নিহত,ব্যর্থ সেনা অভ্যুত্থান সংঘটিত।
- ১৯৯০ - বরিস ইয়েলৎসিন রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত।
- ১৯৯০ - কর্ণফুলী সেতু আনুষ্ঠানিকভাবে চালু হয়।
- ১৯৯১ - ক্রোয়েশিয়ার স্বাধীনতা ঘোষণা।
- ১৯৯৬ - বেনজামিন নেতানিয়াহু ইজরায়েলের প্রধানমন্ত্রী নির্বাচিত।
- ১৯৯৭ - বাংলাদেশের তৎকালীন আওয়ামী লীগ সরকার কর্তৃক শুক্রবার-শনিবার দু’দিন সরকারি ছুটি ঘোষণা করে।
- ১৯৯৮ - আফগানিস্তানের উত্তরাঞ্চলে এক ভূমিকম্পে ৫০০০ লোক নিহত হয়।
- ১৯৯৯ - নাইজেরিয়ায় সামরিক শাসনের অবসান। ওলসেগুন ওবাসাঞ্জো ১৫ বছরের মধ্যে নাইজেরিয়ার প্রথম বেসামরিক প্রেসিডেন্ট নির্বাচিত।
জন্ম
সম্পাদনা- ১০১০ - সম্রাট রেনজং, চীনা সম্রাট (মৃ. ১০৬৩)
- ১৪২৩ - জর্জ ভন পারবেচ, জার্মান গণিতবিদ ও জ্যোতির্বিদ (মৃ. ১৪৬১)
- ১৪৬৪ - বারবারা অব ব্র্যান্ডেনবার্গ, বোহেমিয়ান রাণী (মৃ. ১৫১৫)
- ১৫৯৯ - স্যামুয়েল বোচার্ট, ফরাসি প্রোটেস্টেন্ট বাইবেল পণ্ডিত (মৃ. ১৬৬৭)
- ১৮১৪ - মিখাইল বাকুনিন, বিখ্যাত রুশ বিপ্লবী এবং সম্মিলিত নৈরাজ্যবাদ তত্ত্বের প্রবক্তা। (মৃ. ১৮৭৬)
- ১৮৭৯ - কলিন ব্লাইদ, প্রথিতযশা ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেটার ছিলেন। (মৃ. ১৯১৭)
- ১৮৯৫ - মরিস টেট, ইংলিশ ক্রিকেটার। (মৃ. ১৯৫৬)
- ১৮৯৯ - আরভিং থালবার্গ, মার্কিন চলচ্চিত্র প্রযোজক। (মৃ. ১৯৩৬)
- ১৯০৮ - নোবেল পুরস্কার বিজয়ী সুইডিশ পদার্থবিজ্ঞানী ও প্রকৌশলী উলফ গোস্তা আল্ফভেন (মৃ. ১৯৯৫)
- ১৯১৭ - মার্কিন রাষ্ট্রপতি জন এফ কেনেডি।
- ১৯২৮ - আনিয়েস ভারদা বেলজিয়ামে জন্মগ্রহণকারী ফরাসি চলচ্চিত্র পরিচালক, আলোকচিত্রী ও চিত্রশিল্পী (মৃ. ২০১৯)
- ১৯৩৪ - অ্যালেক্সি লিওনভ, সোভিয়েত ইউনিয়ন তথা রাশিয়ান নভোচারী।
- ১৯৪০ - জগমোহন ডালমিয়া, বিশিষ্ট ভারতীয় ক্রিকেট প্রশাসক ছিলেন। (মৃ. ২০১৫)
- ১৯৪৯ - বব উইলিস, ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেট তারকা ছিলেন। (মৃ. ২০১৯)
- ১৯৫০ -
- ধৃতিমান চট্টোপাধ্যায়, ভারতীয় বাঙালি অভিনেতা।
- পরেশ রাওয়াল, ভারতীয় চলচ্চিত্র অভিনেতা।
- ১৯৭৫ - ম্যারিসা ম্যায়ের, আমেরিকান ব্যবসায়িক নির্বাহী।
- ১৯৮০ - স্টিভেন জেরার্ড, ইংলিশ ফুটবলার।
- ১৯৯০ - আন্দ্রেই লোকতিয়োনোভ, রাশিয়ান আইস হকি খেলোয়াড়
- ১৯৯১ - জোনাথন ফক্স, ইংরেজ সাঁতারু
- ১৯৯২ - ড্যানিয়েল হেরাল্ড, ইংরেজ অভিনেতা
- ২০০১ - হীরা, মণি, মুক্তা বাংলাদেশের প্রথম ত্রয়ী টেস্টটিউব বেবী
মৃত্যু
সম্পাদনা- ১৪৩১ - জোন অফ আর্ক, পরাধীন ফ্রান্সের মুক্তিদাত্রী বীরকন্যা এবং রূপকথাতুল্য এক নেত্রী।(জ.০৬/০১/১৪১২)
- ১৫৯৩ - ক্রিস্টোফার মার্লো, ইংরেজ নাট্যকার, কবি ও অনুবাদক। (জ. ১৫৬৪)
- ১৬০৬ - গুরু অর্জন, শিখধর্মের প্রথম শহিদ ও দশ জন শিখ গুরু মধ্যে পঞ্চম। (জ. ১৫৬৩)
- ১৭৪৪ - আলেকজান্ডার পোপ, অষ্টাদশ শতকের জনপ্রিয় ইংরেজ কবি। (জ.২১/০৫/১৬৮৮)
- ১৭৭৮ - ভলতেয়ার, ফরাসি লেখক ও দার্শনিক।(জ.২১/১১/১৬৯৪)
- ১৭৭৮ - ফ্রান্সের বিখ্যাত দার্শনিক ও লেখক ফ্রান্সোয়া মেরি আরোয়া।
- ১৯০৩ - সার্বিয়ার রাজা আলেকজান্ডার আর্বোনোভিচ।
- ১৯১২ - মার্কিন বিমান আবিষ্কারক উইলবার রাইট।
- ১৯৪১ - প্রজাধীপক, থাই রাজা। (জ. ১৮৯৩)
- ১৯৬০ - বরিস লেয়োনিদভিচ পাস্তের্নাক, রুশ সাহিত্যের অন্যতম বিখ্যাত কবি, ঔপন্যাসিক এবং অনুবাদক। (জ. ১৮৯০)
- ১৯৬৫ - লুই ইয়েল্ম্স্লেভ, ডেনীয় ভাষাবিজ্ঞানী।
- ১৯৮১ - জিয়াউর রহমান, বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ও সেনাপ্রধান এবং বীর উত্তম উপাধিপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। (জ. ১৯/০১/১৯৩৬)
- ১৯৮৪ - বাঙালি লেখিকা ও ঔপন্যাসিক শান্তা দেবী (নাগ)। (জ.১৮৯৩)
- ২০০৬ - রবার্ট স্টার্লিং, আমেরিকান অভিনেতা। (জ.১৯১৭)
- ২০১১ - রোজালিন ইয়ালো, আমেরিকান চিকিৎসাক, পদার্থবিদ এবং রেডিওইমিউনোঅ্যাসে। (জ. ১৯২১)
- ২০১২ - অ্যান্ড্রিউ ফিল্ডিং হ্যাক্সলি, ইংরেজ শারীরতত্ত্ববিদ এবং জীবপদার্থবিজ্ঞানী। (জ. ১৯১৭)
- ২০১৩ - ঋতুপর্ণ ঘোষ, ভারতীয় চলচ্চিত্র পরিচালক অভিনেতা লেখক ও গীতিকার।(জ.৩১/০৮/১৯৬৩)
ছুটি ও অন্যান্য
সম্পাদনাবহিঃসংযোগ
সম্পাদনা- বিবিসি: এই দিনে (ইংরেজি)
- দি নিউইয়র্ক টাইমস: এই দিনে (ইংরেজি)
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |