১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১

১৫ মে গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৩৫তম (অধিবর্ষে ১৩৬তম) দিন। বছর শেষ হতে আরো ২৩০ দিন বাকি রয়েছে।

ঘটনাবলী

সম্পাদনা
  • ১০০৪ - দ্বিতীয় হেনরি ইতালির রাজা হিসেবে অভিষিক্ত।
  • ১৬২৫ - অস্ট্রিয়ায় ১৬ বিদ্রোহী কৃষকের ফাঁসি হয়।
  • ১৭৭৬ - প্রথম বাষ্প চালিত জাহাজ বানানো হয়েছিলো।
  • ১৮১৮ - বাংলা ভাষার প্রথম সংবাদপত্র বেঙ্গল গেজেট প্রকাশিত হয়।
  • ১৯৩২ - সাগর সেন, প্রখ্যাত রবীন্দ্র সংগীত শিল্পী। (মৃ. ১৯৮৩)
  • ১৯৫১ - দৈনিক সংবাদ-এর আত্মপ্রকাশ।
  • ১৯৫৪ - আদমজি মিলে বাঙালি-অবাঙালি দাঙ্গা। সরকারি হিসাবে নিহত ৪০০, বেসরকারি মতে ৬০০।
  • ১৯৬০ - কঙ্গো প্রজাতন্ত্র স্বাধীন হয়।
  • ১৯৭২ - বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় ব্রাজিল
  • ১৯৮৮ - আফগানিস্তান থেকে সোভিয়েত সেনা প্রত্যাহার শুরু।

মৃত্যু

সম্পাদনা
  • ১১৫৭ - রুশ যুবরাজ ইউরি ডলগোরুক।
  • ১৮৮৬ - মার্কিন নারী কবি এমিলি ডিকিনসন।
  • ১৮৯৪ - ভূদেব মুখোপাধ্যায়, একজন বিশিষ্ট লেখক এবং শিক্ষাবিদ।(জ.২২/০২/১৮২৭)
  • ১৯৩৬ - স্যার রাজেন্দ্রনাথ মুখোপাধ্যায়,ভারতের যশস্বী বাঙালী শিল্পপতি।(জ.২৩/০৬/১৮৫৪)
  • ১৯৯৪ - সুরকার, কণ্ঠশিল্পী ও সঙ্গীত পরিচালক আবদুল আহাদ।
  • ২০২৩ - বাংলা চলচ্চিত্রের মিয়াভাই খ্যাত নায়ক, বীর মুক্তিযোদ্ধা ও ঢাকা ১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান (ফারুক)। (জ. ১৮/০৮/১৯৪৮)

ছুটি ও অন্যান্য

সম্পাদনা

আন্তর্জাতিক পরিবার দিবস।

বহিঃসংযোগ

সম্পাদনা