২৪ জুন
তারিখ
<< | জুন | >> | ||||
রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
২৯ | ৩০ | |||||
২০২৫ |
২৪ জুন গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৭৫তম (অধিবর্ষে ১৭৬তম) দিন। বছর শেষ হতে আরো ১৯০ দিন বাকি রয়েছে।
ঘটনাবলী
সম্পাদনা- ২০৭ - রোমান্সরা গাইস ফ্লামিনিয়াস পরিচালনায় ওত পেতে থাকে এবং পরাজিত হয় হানিবাল কর্তৃক লেইক ত্রিসিমিনি যুদ্ধে।
- ৬৫৬ - খলিফা হযরত ওসমান (রা.)’র হত্যাকাণ্ডের পর হযরত আলী (রা.) চতুর্থ খলিফা নির্বাচিত।
- ১৭৬৩ - ব্রিটিশ সৈন্যরা মুর্শিদাবাদ দখল করে মীর জাফরকে বাংলার নবাব নিযুক্ত করে।
- ১৭৯৩ - ফ্রান্সে প্রথম গণতান্ত্রিক সংবিধান গৃহীত হয়।
- ১৮১২ - ফ্রান্সের সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট ৩ লাখ ৫০ হাজার সৈন্য’র এক বিশাল বাহিনী নিয়ে যার শাসিত রাশিয়ায় হামলা করেন।
- ১৮৫৯ - সোলফেরিনোর যুদ্ধে ফরাসিরা অস্ট্রিয়দের পরাজিত করে।
- ১৮৭০ - অস্ট্রেলীয় কবি অ্যাডাম গর্ডন আত্মহত্যা করে।
- ১৮৯৪ - লিওনে ইতালীয় দুষ্কৃতকারী কর্তৃক ফ্রান্সের প্রেসিডেন্ট সাদি কারনট খুন।
- ১৯১৮ - কানাডায় প্রথম এয়ার মেইল সার্ভিস শুরু হয়- মনট্রিল থেকে টরন্টো।
- ১৯৪৫ - দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয় উপলক্ষে সোভিয়েত ইউনিয়নে বিজয় উৎসব হয়।
- ১৯৪৮ - সাবেক সোভিয়েত ইউনিয়ন কর্তৃক বার্লিন অবরোধ শুরু হয়।
- ১৯৭৫ - মোজাম্বিকের স্বাধীনতা লাভ।
- ১৯৭৬ - উত্তর ও দক্ষিণ ভিয়েতনাম পুনরেকত্রীকরণ হয়।
- ১৯৭৮ - ইয়েমেনে এক কূটনীতিকের ব্রিফকেসে পাতা বোমা বিস্ফোরণে প্রেসিডেন্ট আহমদ হুসেইন ঘাশামি নিহত।
- ১৯৮৮ - ইরাকের আগ্রাসী বাহিনীর জঙ্গীবিমান মাজনুন দ্বীপে মোতায়েন ইরানি সেনাদের ওপর রাসায়নিক বোমা বর্ষণ করে।
- ১৯৯২ - ইসরাইলে নির্বাচনে লেবার পার্টির কাছে কট্টরপন্থি লিকুদ পার্টি পরাজিত।
- ১৯৯৪ - যুক্তরাষ্ট্র ও রাশিয়া যৌথ মহাশূন্য স্টেশন স্থাপন সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করে।
- ২০০২ - আফ্রিকার ইতিহাসে সবচেয়ে ভয়ংকর রেল দুর্ঘটনা ঘটে তাঞ্জানিয়ায়। ২৮১ জন মারা যায়।
- ২০১০ - জুলিয়া গিলার্ড অস্ট্রেলিয়ার প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হন।
জন্ম
সম্পাদনা- ১৫৯১ - প্রথম মুস্তাফা, অটোম্যান সাম্রাজ্যের সুলতান ছিলেন। (মৃ. ১৬৩৯)
- ১৮১৯ - রাজেন্দ্র মল্লিক, শিল্পপ্রেমী লোকহিতৈষী, কলকাতার মার্বেল প্যালেস প্রতিষ্ঠাতা। (মৃ.১৮৮৭)
- ১৮৬৯ - ব্রিটিশ বিরোধী মুক্তিযোদ্ধা শহীদ দামোদর হরি চাপেকার। (মৃ.১৮৯৯)
- ১৮৭৬ - খান বাহাদুর আবদুল মোমেন, বেঙ্গল সিভিল সার্ভিসের সদস্য, সার্ভে এন্ড সেটেলমেন্ট অপারেশনের অফিসার।
- ১৮৮৩ - ভিক্টর ফ্রান্সিস হেস, অস্ট্রীয়-মার্কিন পদার্থবিজ্ঞানী, নোবেল পুরস্কার বিজয়ী। (মৃ. ১৯৬৪)
- ১৮৯৭ - পণ্ডিত ওমকারনাথ ঠাকুর, ভারতীয় সংগীত শিক্ষক, সঙ্গীতজ্ঞ ও গোয়ালিয়র ঘরানার হিন্দুস্থানী শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী। (মৃ.২৯/১২/১৯৬৭)
- ১৯০০ - উইলহেম কাউয়ার, জার্মান গণিতবিদ ও বিজ্ঞানী ছিলেন। (মৃ. ১৯৪৫)
- ১৯০৮ - গুরু গোপীনাথ, সঙ্গীত-নাটক আকাদেমি পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট কথাকলি নৃত্যশিল্পী ও অভিনেতা। (মৃ.০৯/১০/১৯৮৭)
- ১৯১৫ - ফ্রেড হয়েল, ইংরেজ জ্যোতির্বিদ ও গণিতবিদ। (মৃ. ২০০১)
- ১৯২৭ - মার্টিন লুইস পার্ল, মার্কিন পদার্থবিজ্ঞানী। (মৃ. ২০১৪)
- ১৯৪১ - গ্রাহাম ম্যাকেঞ্জি, অস্ট্রেলীয় সাবেক ক্রিকেটার।
- ১৯৪২ - এদুয়ার্দো ফ্রেই রুইস-তাগ্লে, চিলির রাষ্ট্রপতি।
- ১৯৪২ - বশিরুল হক, বাংলাদেশী স্থপতি।
- ১৯৪৩ - অনিতা দেসাই(মজুমদার), ভারতীয় ঔপন্যাসিক ও এম.আই.টি.র অধ্যাপক।
- ১৯৫০ - আবিদ আনোয়ার, বাংলাদেশী কবি, প্রাবন্ধিক, গল্পকার, গীতিকার, ও মুক্তিযোদ্ধা।
- ১৯৫৩ - উইলিয়াম এসকো মোয়ের্নার, মার্কিন ভৌত রসায়নবিজ্ঞানী, নোবেল পুরস্কার বিজয়ী।
- ১৯৬১ - ইয়ান গ্লেন, স্কটিশ অভিনেতা।
- ১৯৬৭ - র্যানমোর মার্টিনেজ, শ্রীলঙ্কান প্রথম শ্রেণীর ক্রিকেটার।
- ১৯৭৬ - ইংলিশ লেখক লুইস লিমেন।
- ১৯৮৪ - জোয়ানা ওয়েলিন, সুইডেনে জন্মগ্রহণকারী জার্মান হুইলচেয়ার বাস্কেটবল খেলোয়াড়।
- ১৯৮৫ - ভার্নন ফিল্যান্ডার, দক্ষিণ আফ্রিকান আন্তর্জাতিক ক্রিকেটার।
- ১৯৮৬ - স্টুয়ার্ট ব্রড, ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেটার।
- ১৯৮৭ - লিওনেল মেসি, আর্জেন্টিনীয় ফুটবলার৷
- ১৯৮৮ - মিকা রিচার্ডস, ইংলিশ ফুটবলার।
মৃত্যু
সম্পাদনা- ১৯০৭ - আইরিশ পদার্থবিদ লর্ড উইলিয়াম টমসন কেলভি।
- ১৯০৮ - গ্রোভার ক্লিভল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্রের ২২তম এবং ২৪তম রাষ্ট্রপতি। (জ. ১৮৩৭)
- ১৯৭৮ - ফ্রান্সের লেখক রবার্ট চারাস।
- ১৯৮০ -ভারতরত্ন বরাহগিরি ভেঙ্কট গিরি,ভারতের চতুর্থ রাষ্ট্রপতি।(জ.১০/০৮/১৮৯৪)
- ১৯৮১ - আব্দুল মতিন চৌধুরী, বাংলাদেশী শিক্ষাবিদ, পদার্থবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য।
- ১৯৮৫ - চারুচন্দ্র ভাণ্ডারী, প্রবীণ গান্ধীবাদী ও সর্বোদয় নেতা। (জ.১৮৯৬)
- ১৯৮৬ - ইংরেজ ঔপন্যাসিক ও ঐতিহাসিক রেক্স ওয়ার্নার।
- ১৯৮৭ - জ্যাকি গ্লিসন, মার্কিন কৌতুকাভিনেতা, অভিনেতা, লেখক, সুরকার ও সঙ্গীত নির্দেশক। (জ. ১৯১৬)
- ১৯৮৭ - হাইঞ্জ জনসন, ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার। (জ. ১৯১০)
- ২০০৮ - লিওনিদ হারউইচ, পোলীয়-মার্কিন অর্থনীতিবিদ। (জ. ১৯৭১)
ছুটি ও অন্যান্য
সম্পাদনাবহিঃসংযোগ
সম্পাদনাউইকিমিডিয়া কমন্সে ২৪ জুন সংক্রান্ত মিডিয়া রয়েছে।
- বিবিসি: এই দিনে ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০ জানুয়ারি ২০০৭ তারিখে (ইংরেজি)
- দি নিউইয়র্ক টাইমস: এই দিনে (ইংরেজি)